জগন্নাথে ভর্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতা

নিয়ম ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ভর্তি পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগ পাওয়া গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 05:06 PM
Updated : 11 Oct 2015, 12:01 PM

বেশ কিছুক্ষণ অবস্থান করে বেলা ৩টার দিকে কেন্দ্র থেকে বেরিয়ে যান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

এদিন এই ইউনিটের ৭২০টি আসনের বিপরীতে ১৮টি কেন্দ্রে ৪০ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

বেলা ২টা ৫০ মিনিটের দিকে ওই ছাত্রনেতাকে কেন্দ্রে প্রবেশ করতে দেখে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানকে জানালে তিনি বলেন, “হয়ত কোনো শিক্ষার্থীর অভিভাবক হিসাবে সেই ছাত্রনেতা ওখানে গিয়েছে।”

বেলা ৩টায় পরীক্ষা শুরুর আগ পর্যন্ত ওই ছাত্রনেতা কেন্দ্র অবস্থান করছিল জানতে পেরে উপাচার্য বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”

কর্তৃপক্ষের বারণের ফলে ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশে করতে না পারলেও ছাত্রলীগ নেতা কীভাবে সেখানে গেলেন- তা জানতে চাইলে উপাচার্য বলেন, “পরীক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসের সাংবাদিকদের পরিচিতজনরা থাকতে পারে। সে কারণে তাদের প্রবেশের সুযোগ রাখা হয়নি।”

জবি ক্যাম্পাস কেন্দ্রের বিজ্ঞান ভবনের ২০৯ নম্বর কক্ষে প্রবেশ করেছিলেন ছাত্রলীগ নেতা সুরঞ্জন। তাকে হলের দায়িত্বরতদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।  

২০৯ নম্বর হলের দায়িত্বরত শিক্ষক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে হলে ঢুকেছিল, কিন্তু এটা নিয়মে নেই। আমরা তাকে বেরিয়ে যেতে বলেছি। এর পরও সে কিছুক্ষণ সেখানে অবস্থান করে। এটা ব্যাড প্র্যাক্টিস। এটা বন্ধ হওয়া উচিত।”

এ বিষয়ে কথা বলার জন্য সুরঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।