টেকনাফ ফিরেছেন আটকে পড়া ৪২ পর্যটক

বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৪২ জন টেকনাফ ফিরেছেন। তবে, এখনও রয়ে গেছেন অর্ধশতাধিক।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 02:00 PM
Updated : 9 Oct 2015, 02:00 PM

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই মো. আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার বিকালে তিনটি মাছ ধরার ট্রলারযোগে তারা টেকনাফ ফিরেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগর উত্তাল থাকলেও নিজেদের উদ্যোগে তিনটি ট্রলারযোগে ৪২ জন পযর্টক টেকনাফ ফিরে গেছেন।

“এক বিদেশি নারীসহ আরও অর্ধ-শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে অবস্থান করছেন।”

প্রশাসন তাদেরও টেকনাফ ফিরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান এএসআই কাইয়ুম ।

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ায় বুধবার বিকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ-যান চলাচল বন্ধ হয়ে গেলে সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা পড়ে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত শুক্রবার সাড়ে ৯টার দিকে প্রত্যাহার করা হলেও সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া পযর্টকদের ফিরিয়ে আনতে যাওয়া সম্ভব হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।