দেড়শ রঙিন কচ্ছপ সাফারি পার্কে অবমুক্ত

বেনাপোলে উদ্ধার হওয়া ‘বিরল’ প্রজাতির ১৬৯টি রঙিন কচ্ছপ গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 08:47 AM
Updated : 8 Oct 2015, 08:47 AM

বৃহস্পতিবার দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য কচ্ছপগুলোকে পার্কে ছেড়ে দেন।

শিবু প্রসাদ ভট্টচার্য সাংবাদিকদের জানান, পাচারের সময় রোবাবার বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই কচ্ছপগুলো আটক করেছে।

খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে তা গাজীপুর আসে বলে জানান তিনি।

বিজিবির বরাত দিয়ে শিবু প্রসাদ বলেন, “বিরল প্রজাতির ‘তারকা কচ্ছপ’ নামে পরিচিত এ কচ্ছপগুলো বেনাপোলে আটক করা হয়। সেগুলো অবৈধ পথে ভারত থেকে আনা হয়েছে।”

অবমুক্ত করার সময় সাফারি পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোলের পুটখালি সীমান্তের এপারে বারোপোতায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে চালানটি আটক করে।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি সুটকেস ও কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সুটকেস ও বস্তার ভিতর ১৬৯টি কচ্ছপ পাওয়া যায়।”

আটকের পর গাজীপুর আনার আগে পর্যন্ত কচ্ছপগুলো প্রথমে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এবং পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে ছিল।