গুলিবিদ্ধ হয়ে খুলনার সাবেক সাংসদের পুত্রবধূ নিহত

খুলনার সাবেক সাংসদ মোল্লা জালাল উদ্দিনের পুত্রবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 05:56 PM
Updated : 7 Oct 2015, 05:56 PM

পুলিশ বলছে, সাবেক সাংসদের ভাতিজা শটগান নাড়াচাড়ার সময় আকস্মিক গুলি বেরিয়ে গেলে সনিয়া রাব্বি সুলতানা লিপি (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।    

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পুলিশ লাইনে একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লিপি সাংসদের বড় ছেলে কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের স্ত্রী। হেলাল সৌদি আরবে রয়েছেন।

ওসি বলেন, “লিপি, তার ছোট বোন আঁখি ও মোল্লা জালালের ভাইপো হেদায়েত একটি কক্ষে বসে গল্প করছিলেন। এ সময় হেদায়েত শটগান নাড়াচড়া করার এক পর্যায়ে লিপি গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর থেকে হেদায়ত পলাতক রয়েছেন। শটগানটি লিপির স্বামী হেলালের নামে লাইসেন্স করা।