সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

সিরাজগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত ওষুধ ব্যবসায়ীদের জেল-জরিমানা করার প্রতিবাদে পৌর এলাকায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে জেলা ওষুধ ব্যবসায়ী সমিতি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 01:32 PM
Updated : 4 Oct 2015, 01:32 PM

রোববার দুপুরে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান দুলু এই ঘোষণা দেন।

এরপর মাইকে সিরাজগঞ্জ পৌর এলাকায় ওষুধ ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিটি ওষুধের দোকানে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ রাখার জন্য আলাদা কার্টন আছে এবং তার গায়ে লেখা আছে, ‘বিক্রয়ের জন্য নয়’। তবু মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ীদের নাজেহাল করে।

ধর্মঘট ঘোষণার আগে শহরের কালিবাড়ি এলাকার চক্ষু হাসপাতালের সামনে ডায়মন্ড মেডিকেল হল ও শুভ্র মেডিকেল হল থেকে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ আটক করেন এক ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী।

এছাড়া শুভ্র মেডিকেল হলের মালিক রঞ্জু মিয়াকে ৫০০০ টাকা জরিমানা এবং ডায়মন্ড মেডিকেল হলের মালিক রাকিব হোসেনকে ৩০০০ টাকা জরিমানাসহ দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার কথা জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।