জাতীয় পে-স্কেল চায় বেসরকারি শিক্ষকরা

জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 11:34 AM
Updated : 5 Sept 2015, 11:34 AM

তারা বলছে, এর ব্যত্যয় ঘটলে দেশব্যাপী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধনে এ হুমকি দেন  ঐক্যজোটের সভাপতি মো. বাছির উদ্দিন।

তিনি বলেন, “দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধিতে বেসরকারি শিক্ষক কর্মচারীরা জীবন চালাতে হাবুডুবু খাচ্ছে।”

“এসব বিবেচনায় জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিঃশর্তভাবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় পে-স্কেল  কার্যকরের ঘোষণার দিন থেকে দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আবুল কাশেম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সহ-সভাপতি  মো. জামাল উদ্দিন, মো. আবু হায়দার আলী, নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।