হুতি নিয়ন্ত্রিত সরকারি ভবনে সৌদি বিমান হামলা

ইয়েমেনের রাজধানী সানায় হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত সরকারি ভবনে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়েছে।

>>রয়টার্স
Published : 5 Sept 2015, 09:47 AM
Updated : 5 Sept 2015, 09:47 AM

সৌদি জোট ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাবাহিনীর ইউনিটের উপরও বিমান হামলা চালিয়েছে।

শুক্রবার জোট বাহিনীর অন্ততপক্ষে ৫০ জন সেনা নিহত হওয়ার পর রাতভর এসব হামলা চালানো হয়।

সানার বাসিন্দারা জানিয়েছেন, হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সেনাবাহিনীর সালেহ অনুগত স্পেশাল সিকিউরিটি ফোর্সের কমান্ড ও ক্যাম্পে হামলার পাশাপাশি প্রেসিডেন্টের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। 

শুক্রবার ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোট বাহিনীর উপর হুতি যোদ্ধাদের চালানো এক হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের অন্ততপক্ষে ৫০ সেনা নিহত হন। এটি হুতিদের বিরুদ্ধে অভিযানরত জোট বাহিনীর উপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।