সাফারি পার্কে অবমুক্ত কালাচানের হিরু

গাজীপুরের সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কালাচানের ভালুক হিরুকে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 07:38 AM
Updated : 5 Sept 2015, 08:14 AM

শনিবার ভালুকটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন বিভাগের কাছে ভালুকটি হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার (পিপড়া পাড়া) তুলাবনের জুমচাষি কালাচান চাকমা।

সাফারি পার্কের ব্যবস্থাপক শিব প্রসাদ ভট্টাচার্র্য জানান, বন সংরক্ষক তপন কুমার দের নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. ইয়াসিন নেওয়াজ শুক্রবার ভালুকটিকে সাফারি পার্কের উদ্দেশে পাঠান। শনিবার সকাল ৯টার দিকে ভালুকটি সাফারি পার্কে পৌঁছে।

তিনি বলেন, এক বছর আগে সাজেকের বনে বাঁশ সংগ্রহ করতে একটি মৃত ভালুকের পাশে দুইটি ভালুক শাবক দেখতে পেয়ে বাড়ি নিয়ে আসেন কালাচান। পরে একটি বাচ্চা মারা যায়।

“কালাচান জীবিত বাচ্চাটিকে লালন পালন করেন এবং তার নাম দেন হিরু। বর্তমানে হিরুর বয়স এক বছর দুই মাস। কারো ক্ষতি যাতে করতে না পারে সেজন্যই হিরুকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন কালাচান।”