ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের মামলায় গ্রেপ্তার এক ব্যক্তি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বাদীপক্ষের পিটুনিতে মারা গেছে বলে অভিযোগ করেছে পরিবার।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 09:20 AM
Updated : 4 Sept 2015, 09:56 AM

তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, থানায় নিয়ে আসার সময় ‘হঠাৎ অসুস্থ হয়ে’ নূর মোহাম্মদ মুন্সী (৩৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল নালিয়া গ্রামের লুৎফর মুন্সির দায়ের করা জমি সংক্রন্ত এক মামলায় নূর মোহাম্মদ ও তার ভাই নুরুল ইসলাম মুন্সীকে (৩০) বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।

নূর মোহাম্মদের মা হাজেরা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ফোন করে তার ছেলের মৃত্যুর খবর দেয়।

তিনি অভিযোগ করেন, পুলিশ তার দুই ছেলেকে থানায় নিয়ে যাওয়ার পথে বাদী ও তার সহযোগীরা নূর মোহাম্মদকে মারধর করে। এতে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ওসি মো. আফসার উদ্দিন বলেন, “গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পথের মধ্যেই নূর মোহাম্মদ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ফরিদপুর মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, গভীর রাতে পুলিশ নুর মোহাম্মদ ও নুরুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে।

“এদের মধ্যে নূর মোহাম্মদ আগেই মারা গিয়েছিল। তার নাকে-মুখে ফেনা দেখা গেছে।”