ঢাকা বিমানবন্দর থেকে মালামাল ছিনিয়ে নেওয়ায় আটক ৩

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের ওপর হামলা করে কোটি টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 11:39 AM
Updated : 2 Sept 2015, 11:39 AM
এরা হলেন- বদরুল আলম ওরফে শ্যামল, প্রিন্স ও পাপন।

মঙ্গলবার রাতে মিরপুর বেনারসি পল্লীর একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান।

গত ১০ অগাস্ট বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের ওপর হামলা করে কোটি টাকার মালামাল ছিনতাইয়ে জড়িত অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. শাহজাহান আলী বলেন, ওই দিন শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম এবং এআরও মোজাম্মেল হকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে কার্গো ভিলেজ থেকে কোটি টাকার মালামাল ছিনতাই করা হয়েছিল।

র‌্যাব কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, “আটকরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে নানা ধরনের অপরাধ করত।”