বরিশালে মাদক বিক্রেতাদের হামলায় র‌্যাব সদস্য আহত

বরিশালের উজিরপুরে অভিযানের সময় মাদক বিক্রেতাদের হামলায় র‌্যাব সদস্যসহ দুই জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:52 AM
Updated : 2 Sept 2015, 10:52 AM
র‌্যাব-৮ কর্মকর্তা ক্যাপ্টেন আবুল বাশার জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম ধামুরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত র‌্যাব সদস্য আলমগীর হোসেন (৩২) ও সোর্স রুবেল মিয়াকে (৩০)

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এরা হলেন, পশ্চিম ধামুরা এলাকার নরেন বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস।

এসময় তাদের কাছ থেকে একশ ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আবুল বাশার বলেন, গোপন খবরের ভিত্তিতে ধামুরা এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় স্থানীয় মাদক বিক্রেতা প্রশান্ত বিশ্বাস ও তার লোকজন।

“এ সময় তাদের ধারাল অস্ত্রের আঘাতে আলমগীর আহত হন। পরে রুবেল এগিয়ে এলে তাকে ও কুপিয়ে জখম করে তারা।”

অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই প্রশান্তকে ও বুধবার দুপুরে তার ভাই প্রদীপকে আটক করা হয় বলে জানান র‌্যাব এই কর্মকর্তা।