ফরিদপুরে বিএনপির র‌্যালিতে পুলিশের লাঠিপেটা

ফরিদপুরের সদরপুরে বিএনপির র‌্যালি লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছে দলটির ছয় নেতাকর্মী।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:24 PM
Updated : 1 Sept 2015, 01:24 PM

মঙ্গলবার উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সদরপুর বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদুকে থানায় আটকে রাখলেও পরে বিকালের দিকে ছেড়ে তাকে দেয় পুলিশ।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুবদল সভাপতি মোকাররম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ বেপারী এবং কর্মী আ. রাজ্জাক, মাসুদ ও সজল সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় হাসপাতাল মোড় এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি থানা চত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গেলে পুলিশ পেছন থেকে অতর্কিতে লাঠিপেটা শুরু করে। এতে আহত হয় ছয়জন।

তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা পুলিশ চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সদরপুর থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, অনুমতি না নেওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।