ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি

ভাতা বৃদ্ধির দাবিতে সেবা বন্ধ রেখে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 02:13 PM
Updated : 30 August 2015, 02:13 PM

রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

সিলেট,খুলনা, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ

সিলেট

সিলেটের ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ এর ব্যানারে হাসপাতাল চত্বরে কর্মসূচি পালন করে শিক্ষানবিশ চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট’ এর সভাপতি মো. মাজহারুল হক অমিত বলেন, সব পেশার মানুষের বেতন-ভাতা বাড়লেও ইন্টার্ন চিকিৎসকদের মাত্র ৯ হাজার ৭৯০ টাকা ভাতা দেওয়া হচ্ছে।

তারা ন্যূনতম ২৫ হাজার টাকা ভাতার দাবিতে এ আন্দোলন করছেন বলে জানান অমিত।

দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ নবিশ চিকিৎসকদের।

কর্মসূচিতে ওসমানী হাসপাতালের প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন বলে জানান অমিত।

খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে এ কর্মসূচি পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

কর্মসূচি চলাকালে শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবি ১৫ দিনের মধ্যে পূরণের আহ্বান জানান।

তা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দেন তারা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হাসান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক শিক্ষানবিশ চিকিৎসকের জন্য ৪৫ হাজার টাকা বরাদ্দ করে।

“অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ হাজার টাকা কেটে রেখে অবশিষ্ট টাকা তাদের প্রদান করে, যা সম্পূর্ণ অন্যায়।”

ইমরান বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাব।

বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালের (শেবাচিম) জরুরি বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬ হাজার ৮০০ টাকা।  ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। গত ছয় বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। তাই অবিলম্বে ভাতা বাড়ানো দরকার।

এতে বক্তব্য রাখেন শিক্ষানবিশ চিকিৎসক আব্দুর রহমান, মাসাদ্দেক হোসেন, তরিকুল ইসলাম, মোর্শেদা জাহান মিতু, সামিনা জাহান প্রমুখ।

একই দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চত্বরে ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে অবস্থান ধর্মঘট পালন করেছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি। 

ধর্মঘট চলাকালে অ্যাসোয়িশনের সভাপতি মাহমুদুর রহমান রিফাত বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ভাতা বৃদ্ধি করা না হলে লাগাতার ধর্মঘট পালন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল হাসান রকি বক্তব্য দেন।

বগুড়ায়ও ইর্ন্টান চিকিৎসকদের অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

এ সময় নবিশ চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা করার দাবি জানান ইর্ন্টানী চিকিৎসক পরিষদের সভাপতি আবুল খায়ের মিরাজ।