লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন, প্রতিবেশী আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক যুবদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 04:54 AM
Updated : 28 August 2015, 07:28 AM

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সিলাধী গ্রামে এ ঘটনার পর নিহতের দুই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সবুজ (২৮) ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন বলে লক্ষ্মীপুর সদর পূর্ব উপজেলার যুবদল সভাপতি খালেদ মোহাম্মদ কিরণ জানিয়েছেন।

লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) জুনায়েদ কাউছার জানান, সবুজের মুরগীর খামার থেকে রাতে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা বলছেন, রাতে সবুজ নিজের খামারে ঘুমিয়ে ছিলেন। একজন তাকে ডাকতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

এরপর পুলিশ এসে সবুজের লাশ উদ্ধার করে এবং তার চার প্রতিবেশীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসপি বলেন, “আটকদের মধ্যে বেলাল হোসেন ও আনোয়ার হোসেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। তাই তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অন্য দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি, তাদের ছেড়ে দেওয়া হবে।”

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জুনায়েদ বলেন, বেলাল ও আনোয়ারের সঙ্গে সবুজের জমি নিয়ে বিরোধ ছিল।

“এর জের ধরেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হবে।”

সবুজের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।