ব্লগার হত্যা: গ্রেপ্তার ৩ ‘জঙ্গি’ ফের রিমান্ডে

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ব্রিটিশ বাংলাদেশি তৌহিদুর রহমানসহ তিনজনকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 02:38 PM
Updated : 27 August 2015, 02:38 PM

মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মো. তৌহিদুর রহমান (৫৮) ছাড়া অন্য দুজন হলেন-সাদেক আলী মিঠু (২৮) ও আমিনুল মল্লিক (৩৫)।

এদের মধ্যে তৌহিদুর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থের যোগানদাতা এবং অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। আর সাদেক ও আমিনুলও আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে দাবি তাদের।

গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে চেয়েছিল গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগাস্ট গ্রেপ্তারের পরদিন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।