‘মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 01:16 PM
Updated : 27 August 2015, 01:16 PM

বুধবার রাতে আলাইয়ারপুর ইউনয়নের ভববদ্রি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক।

নিহত সাবিনা ইয়ামিন শিল্পী (২২) বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের সৌদি প্রবাসী মো. সেলিমের মেয়ে।

ঘটনার পর শিল্পীর স্বামী মাকসুদুর রহমান পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিহতের বড় ভাই সুলতান আহমেদ সোহাগ জানান, ২০১০ সালে আলাইয়ারপুর ইউনয়নের ভববদ্রি গ্রামের আলম মেম্বারের ছেলে মাকসুদুর রহমান আমানতপুর গ্রামের মো. সেলিমের মেয়ে সাবিনা ইয়ামিন শিল্পীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে।

তখন সাবিনা সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন বলে জানান তিনি।

“বিয়ের পর থেকে মাকসুদুর নেশাগ্রস্ত হয়ে শিল্পীর উপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালাত।”

তিনি বলেন, বুধবার রাতে বখাটেদের নিয়ে বাড়িতে নেশার আসর বসায় মাকসুদ। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিল্পীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মাকসুদ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, শিল্পীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।