বাড়ির উঠানে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

রাজশাহী নগরীর শাহ মখদুম এলাকায় বাড়ির উঠান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 06:18 AM
Updated : 4 August 2015, 06:46 AM

নিহত মর্জিনা বেগম (৫০) নগরীর ভুগরইল পশ্চিমপাড়ার কাঠমিস্ত্রি কোরবান আলীর প্রথম স্ত্রী ছিলেন।

মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে শাহ মখদুম থানার ওসি আব্দুর রউফ জানান।

ঘটনার পর থেকে কোরবান আলীর সন্ধান না পাওয়ায় পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন তিনি।

ওসি রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

“পারিবারিক কলহের জেরে মর্জিনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। কোরবান আলীকে খোঁজা হচ্ছে।”

স্থানীয়রা জানিয়েছেন, কোরবান আলী কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করে মোল্লাপাড়া গুচ্ছগ্রামে থাকেন। মর্জিনা-কোরবানের দুই ছেলে ঢাকায় থাকেন। মর্জিনা বাড়িতে একাই থাকতেন।

প্রতিবেশী মফিজ উদ্দিন জানান, কোরবান আলী মাঝেমধ্যে বাড়িতে আসলেও মর্জিনাকে নির্যাতন করতেন। সোমবার রাতেও স্ত্রীকে নির্যাতন করেছিলেন।

“গভীর রাতে আমরা ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ পেয়েছি। সকালে উঠানে লাশ দেখে থানায় জানানো হয়।”