রাবিতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

যানজটমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার স্বাভাবিক পবিবেশ নিশ্চিত করতে সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 01:24 PM
Updated : 2 August 2015, 01:24 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত্রতত্র মোটরসাইকেল চালানোর কারণে যানজট সৃষ্টি ও স্বাভাবিক পবিবেশ ব্যাহত হচ্ছে। এ জন্য মোটরসাইকেল চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

“তবে ক্যাম্পাসে মোটরসাইকেল চালাতে হলে পাঁচটি শর্ত মেনে চলতে হবে।”

সোমবার থেকে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে বলেও জানান অধ্যাপক তারিকুল।

শর্তগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও মাজার গেট দিয়ে মোটরসাইকেল যাতায়াত নিষিদ্ধ (শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়), কাজলা গেটের পরিবর্তে মূল গেট ব্যবহার করতে হবে, ক্যাম্পাসের ভেতরে মোটরসাইকেলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখতে হবে, স্টিকারবিহীন মোটরসাইকেল ক্যাম্পাসে নিষিদ্ধ এবং একই সঙ্গে স্টিকারবিহীন গাড়ি বা মোটরসাইকেল পুলিশ আটক করলে কর্তৃপক্ষ দায়িত্ব নিবেন না।