পুলিশের সঙ্গে গোলাগুলি, ২ ‘ডাকাত’ আহত

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই জন আহত হয়েছে, যাদের ডাকাত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 02:24 PM
Updated : 31 July 2015, 02:24 PM

বৃহস্পতিবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জের এএসপি আমীনুল ইসলাম।

এ ঘটনায় ডাকাত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয় বলেও তিনি জানান।

এরা হলেন-গোপালগঞ্জের লিয়াকত তালুকদার (২৮), মাদারীপুরের সাদ্দাম মিয়া খাঁ (২৫), সরোয়ার মোল্লা (৪২) ও শাহজাহান শেখ (৩০)।

এদের মধ্যে গুলিবিদ্ধ লিয়াকত ও সাদ্দামকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএসপি আমীনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কে গাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়।

“এতে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়, উদ্ধার করা হয় একটি কিরিচ, দুটি দা ও একটি লোহার রড।”

শুক্রবার তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করা বলে জানান তিনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মুকসুদপুর ও রাজৈর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।