ঝিনাইদহে ৮ দালাল দণ্ডিত

ঝিনাইদহ শহরে পাসপোর্ট অফিস থেকে আট দালালকে আটক করার পর দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 03:19 PM
Updated : 29 July 2015, 03:19 PM

বুধবার দুপুরে র‌্যাব তাদের আটক করে বলে জানান র‌্যাব ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ আশরাফ উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ পৌর এলাকার সাধন কুমার (২৫), বিপুল হোসেন (২৪), পিপুল আহম্মেদ (৩০), সুমন কুমার (২৫), মিলন মিয়া (২৬), সোহেল আহম্মেদ (২৭), পারভেজ হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (৩২)।

আশরাফ উদ্দিন জানান, পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে নানাভাবে টাকা হাতিয়ে আসছিল এ দালাল চক্রটি। তাদের ধরতে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পাসপোর্টের কাজে ব্যবহৃত নকল সিল, প্যাড ও কম্পিউটার জব্দ এবং তাদের ব্যবহৃত দুটি ঘর সিলগালা করে দেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, বিকালে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত আট দালালকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।

আদালতের বিচারক বশির আহম্মেদ জানান, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে আসছে। পাসপোর্ট গ্রহীতারা যেন প্রতারিত না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।