অনুষদ হতে চেয়ে ঝিনাইদহ ভেটরেনারিতে মানববন্ধন

ঝিনাইদহ সরকারি ভেটেরেনারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের অনুষদে রূপান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 10:49 AM
Updated : 29 July 2015, 10:52 AM

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে অনতিবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিন একটি অনুষদ করার জন্য দাবি জানান।

পাশাপাশি মানসম্পন্ন শিক্ষক নিয়োগ, শিক্ষার মান আরো উন্নত এবং শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও জানানো হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা এ কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিন পৃথক একটি অনুষদের দাবিতে মানববন্ধন করেছে।

তিনি বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এখানে ছাত্র ভর্তি করা হচ্ছে। এ পর্যন্ত কোন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন অফিসে কর্মরত মেধা সম্পন্ন অফিসারদের এনে ক্লাস চালানো হচ্ছে বলে তিনি আরো জানান।