শিক্ষক নিয়োগে পিএসসির আদলে প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুল-কলেজ এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে একটি প্রতিষ্ঠান করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:09 PM
Updated : 28 July 2015, 04:09 PM

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

নাহিদ বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থী বাছাই করলেও এসব নিয়োগে ঘুষ নেওয়ার সুযোগ থাকে।

“এজন্য আমরা পিএসসি ধাঁচের একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি। যেখানে আমরা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষা নিয়ে বাছাই করব।”

নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রার্থী বাছাইয়ের ঝামেলা থাকবে না বলে দুর্নীতির মাধ্যমে বা বিশেষ কোনো ব্যক্তির প্রভাবে শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ হবে বলে মনে করেন মন্ত্রী।

তবে কবে থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের এই পদ্ধতি চালু হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ডিসিরা মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ বাড়ানো, শিক্ষকদের প্রশিক্ষণ উন্নতকরণ নিয়ে কথা বলেছেন বলে জানান নাহিদ।

পরীক্ষার সময় ক্লাস বন্ধ থাকায় ডিসিরা আলাদা পরীক্ষার হল করার প্রস্তাব দিয়েছেন।

জবাবে নাহিদ বলেছেন, “আমাদের এত অর্থ নেই যে আলাদা পরীক্ষার হল বানাব। তবে ভবিষ্যতে এ বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে।”

পাবলিক পরীক্ষার এমসিকিউ প্রশ্ন ফাঁস নিয়েও ডিসিরা কথা বলেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা এসব কাজ করেন তারা শিক্ষকদের কলঙ্ক।

“আমরা চাই জেলা প্রশাসকরা আমাদের সহযোগিতা করবেন। পরিদর্শন, তদারকি, সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন আমাদের সহযোগিতা করা হয় এ আহ্বান জানিয়েছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, “প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নত করতে ডিসিদের সহযোগিতা চেয়েছি। তারা সবাই আমাদের সাহায্য করবেন।”

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ফিজার।