০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
হিও গ্রাঞ্জে দো সুল রাজ্যের ৩৮৫০০০ মানুষ পানি পরিষেবাবিহীন অবস্থায় আর প্রায় ২০টি শহর টেলিযোাগাযোগ আওতার বাইরে রয়েছে।
টানা বৃষ্টির কারণে দেখা দেওয়া বন্যায় বহু খামার ডুবে যাওয়ায় ব্রাজিলের সয়া উৎপাদন বিঘ্নিত হতে পারে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলের কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সঙ্কটজনক এবং এর আরও অবনতি হতে পারে।