খালি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান
এক মাস বইমেলা শেষে খালি করা হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার মেলার পর্দা নামার পর শনিবার স্টল ভাঙা শুরু করে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। স্টলের কাঠ, বোর্ড ও বইয়ের তাক ও অন্যান্য সরঞ্জাম উদ্যানেই বিক্রি করা হয়।