সাগরে নিম্নচাপ, ঢাকায় শীতে কাবু মানুষ
আগের কয়েকদিনের চেয়ে হুট করে শনিবার সকাল থেকে ঠান্ডা বেশি পড়েছে রাজধানীতে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপের কারণে ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। দুপুরে অল্প সময়ের জন্য সূর্য উঁকি দিলেও রোদ ওঠেনি; সারাদিনই আকাশ ছিল কুয়াশাছন্ন। যে কারণে সকাল থেকে ঠান্ডার মাত্রা ছিল একটু বেশি। এতে ঘরের বাইরে বের হওয়া অনেকে শীতে কাবু হয়েছেন।