রাখাইনদের বর্ষবরণ
পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নিতে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ে শুরু হয়েছে ‘মাহা সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি উৎসব। ধর্মীয় রীতিতে নাহলেও সবচেয়ে বড় এ সামাজিক উৎসবে যোগ দিয়ে তরুণ-তরুণীরা একে অপরের দিকে পানি ছুড়ে মারেন, যেটিকে ‘মঙ্গল জল’ বলে থাকেন এ জনগোষ্ঠীর সদস্যরা। পানি ছেটানোর মাধ্যমে পুরনো গ্লানি আর নানা অসঙ্গতি মুছে বলে যায় বলে তারা মনে করেন।