যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিট নিয়ে বার্ষিক মহড়ায় বিমান বাহিনী
দেশের সব বিমান ঘাঁটি, বিভিন্ন স্টেশন ও ইউনিটে একযোগে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫। যুদ্ধ বিমান, হেলিকপ্টার ইউনিট, র্যাডার ইউনিট, মিসাইল ইউনিটের মাধ্যমে বৈমানিকরা রণকৌশল রপ্ত করছেন।