২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
গড়ে তোলা হচ্ছে ৩০ মাইল (৪৮ কিমি) লম্বা কালো অস্থায়ী বেষ্টনি, মোতায়েন হচ্ছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা, বসানো হচ্ছে চেকপয়েন্ট।
“২০১০ সাল থেকে ২০২৩ সালের ভেতরে এরা কতগুলো অসম কাজ- যেইডা ইন্ডিয়ার করা উচিত হয়নি; বাট আমাদের আগের সরকার কতগুলা সুযোগ দিয়েছে,” বলেন তিনি।