মহাখালীতে বাসের ‘যেমন খুশি তেমন’
টার্মিনাল থেকে ছাড়া দূরপাল্লার বাসগুলো নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তুলতে পারবে না; চলবে হবে দরজা বন্ধ করে- রাজধানীর মহাখালী এলাকার যানজট নিরসনে গতবছর চালু হয়েছিল এসব নিয়ম। কিছুদিন নিয়ম মেনেই চলেছে বাসগুলো। এখন আর সেই নিয়মের বালাই নেই। রাস্তায় যত্রতত্র থামছে বাস, চলছে যাত্রী ডাকাডাকি।