বুড়িগঙ্গা ছেয়ে আছে বালুর ড্রেজারে
ঢাকার শ্যামপুরের মুন্সীখোলা এলাকায় বুড়িগঙ্গা নদীর পুরো তীর ছেয়ে গেছে বালুর ড্রেজার ও পাইপে। বাল্কহেড বা কার্গো থেকে বালু তোলার জন্য এই ড্রেজারগুলো রাখা হয়েছে নদীতে। আর নদীর তীরে বালু রাখা হচ্ছে নদীর সীমানা প্রাচীর ঘেঁষে কিংবা নদীর সীমানা প্রাচীরের মধ্যে।