০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
বন্যায় সন্তানদের পড়াশোনার খরচ আর নিজের হার্টের সমস্যার ওষুধের ব্যয় মেটাতে বড়ই কষ্ট হচ্ছে লক্ষ্মীপুর সদরের মকরধ্বজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের।
১১০ বছর বয়সী আরিফুর বলেন, ”আমার বাবার কাছেও কখনও শুনিনি এমন বন্যার কথা। আমার এই জীবনেও এত বড় বন্যা, এত পানি দেখিনি। কোথা থেকে এল এই পানি সেটাই ভেবে কূল পাচ্ছি না।“
ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
এরইমধ্যে মারা গেছেন ৮৪ জন।
“কাজ কামাই নাই, হাতে টাকা নেই, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট।”