ঢাকায় গাড়ির হাটে বেচাকেনা
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে সারি সারি রাখা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাস। পুরনো এ গাড়িগুলো ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা। বিক্রেতার সঙ্গে আলাপ করে গাড়ির অবস্থা জেনে দরকষাকষিও করছেন। সব মিলিয়ে সুবিধাজনক পর্যায়ে গেলেই পছন্দের গাড়ি কিনে বাসায় ফিরছেন। প্রতি শুক্রবার এভাবেই বেচাকেনা চলে ‘কার হাট’ নামে পুরনো এ গাড়ির হাটে।