‘হারিয়ে যাচ্ছে’ চশমার কাচের লেন্সের কারখানা
রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে একসময় কাচের লেন্স তৈরির বেশ কয়েকটি কারখানা থাকলেও সময়ের পরিক্রমায় এখন টিকে আছে দুটি। এর একটি ভাই ভাই গ্র্যান্ডিং পাওয়ার চশমা গ্লাস হাউজে এখন কাজ করছেন মাত্র তিনজন। যদিও ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর অনেক কর্মী নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলেছে কারখানাটিতে। কিন্তু এখন চীন থেকে আমদানি করা ‘ফাইবার লেন্স’ জনপ্রিয় হয়ে ওঠায় এ কারখানাগুলোর কার্যক্রম গুটিয়ে নিতে হয়েছে।