সোনার রিং তৈরির যন্ত্রে ‘স্বর্ণপিণ্ড’ পাচার, যুবক আটক
সোনার রিং তৈরির যন্ত্রে অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন মালয়েশিয়াফেরত এক যাত্রী। ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বলেছেন, ওই যাত্রীর কাছ থেকে ১ হাজার ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ ১ হাজার ২৮৬ গ্রাম সোনা জব্দ করা হয়। যেগুলোর বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।