প্রশাসন নাকি বালুখেকোরাই শক্তিশালী ?
নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা দিয়ে নদ-নদীর সুরক্ষা ও সংরক্ষণে ‘জাতীয় নদী রক্ষা কমিশন’কে ‘আইনগত অভিভাবক’ উল্লেখ করে আদালত কয়েক বছর আগে এক যুগান্তকারী রায়ও দেয়। কিন্তু তৃণমূলে তার পুরোপুরি বাস্তবায়ন ঘটেনি এখনো। বালু উত্তোলনের নামে নদী হত্যা চলছে।