অপেক্ষা ছাড়া মেলে না বটতলির চা
ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তিন কিলোমিটার দূরত্বে নাটাই ইউনিয়ন। সেখানকার বটতলি বাজারের মাঈন উদ্দিন বিখ্যাত তার চায়ের জন্য। রকমারি স্বাদের চা হাতে পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। তবুও তার দোকানে দূর-দূরান্ত চা-প্রেমীরা আসেন দলবেঁধে।