শিকারের সরঞ্জাম মেরামতে সময় কাটছে জেলেদের
প্রজনন মৌসুমের কারণে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকবে। মৌসুমের এই অলস সময়টা সাধারণত মাছ শিকারের সরঞ্জাম মেরামতের পেছনে ব্যয় করেন জেলেরা। চট্টগ্রাম ফিসারিঘাট এলাকার এবারের ছবিটাও ব্যতিক্রম নয়।