শাঁখারিবাজারে গণেশ পূজা
পুরান ঢাকার শাঁখারিবাজারের বিভিন্ন মণ্ডপে চলছে গণেশ পূজা। বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা গজানন গণেশের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধাবিপত্তি থেকে মুক্তি পেতে পূজা করছেন ভক্তরা। মঙ্গলবার শাঁখারিবাজার থেকে তোলা।