যেসব কারণে বাদ দেব না জাতীয় সংগীত
রবীন্দ্রনাথের রচিত ভারতের জাতীয় সংগীতটি নিয়েও নানা সময়ে তর্ক উঠেছে। ওই বিতর্কের জন্মদাতা সে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। বাংলাদেশেও রবীন্দ্রনাথের রচিত জাতীয় সংগীতটি বর্জনের দাবি জানিয়ে এসেছে এ দেশের একটি পক্ষ। দুই দেশের ওই দুই পক্ষ পরস্পরকে ঘৃণা করলেও জাতীয় সংগীত বর্জনের বেলায় তারা একই বৃন্তের দুটি ‘ভুল’।