বিচার কাজ বিচার কাজের মতো চলবে, নির্বাচন চলবে নির্বাচনের মত: ফখরুল
ভোটের আগে আওয়ামী লীগের বিচার নিয়ে সোচ্চার অনেক রাজনৈতিক দল। এ ক্ষেত্রে বিএনপির অবস্থান কী?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইনসাইড আউট অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারাও বিচার চান। তারা চান বিচার কাজ বিচারের মত, আর নির্বাচন নির্বাচনের মত চলুক।