০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
বিকেলের বৃষ্টির পর আকাশে রংধনুর দেখা। তবে, কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেল তার রং। ছবিটি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মির্ধাপাড়া থেকে তোলা।
ফেরি করে হাওয়াই মিঠাই আর খেলনা বিক্রি করে ১১ বছর বয়সী সাইম। এ থেকে আয়ের অর্থ দিয়ে সে পরিবারকে সাহায্য করে। ছবিটি কিশোরগঞ্জের ভৈরব বাজার রেল স্টেশন থেকে তোলা।
গ্রামীণ হাটে বাঁশের তৈরি মাথাল, ঝাঁকি, কুলা, পলো, মুরগির খাঁচাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানি।
ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে গাড়ির চাপ বেড়েছে সড়কে। ছবিটি সিরাজগঞ্জ শহরের কড্ডার মোড় থেকে তোলা।
কাঁঠাল গাছে এখন শোভা পাচ্ছে মুচি। এই দৃশ্যই বলে দেয়, গ্রীষ্মকাল আর বেশি দূরে নয়।
কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে সোমবার ১৯৮তম ঈদ জামাতে 'কয়েক লাখ' মানুষ নামাজ আদায় করেছেন।