২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭

 

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯

20 Dec 2024, 10:08 AM

সিরিজ সেরা শেখ মেহেদি

নতুন বলে পাওয়ার প্লেতে তিন ম‍্যাচেই দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন শেখ মেহেদি হাসান। ক‍্যারিয়ারে প্রথমবার সিরিজ সেরার পুরস্কার জিতলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

ব‍্যাট হাতে ৩৭ রান করার পাশাপাশি তিনি নেন ৮ উইকেট। 

আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি পাওয়ার প্লেতে উইকেট নিয়ে মেহেদি প্রতি ম‍্যাচেই বাংলাদেশকে এনে দেন দারুণ শুরু। তার হাত ধরেই ক‍্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল লিটন দাসের নেতৃত্বাধীন দল।

20 Dec 2024, 10:03 AM

বিস্ফোরক ইনিংসে ম‍্যাচ সেরা জাকের

দুটি রান আউটের অংশ নিয়ে নিজেকেই দুষছিলেন জাকের আলি। তাই তাড়না অনুভব করছিলেন শামীম হোসেন ও শেখ মেহেদি হাসানের রানও নিজে করার। সেই চেষ্টাতে ক‍্যারিবিয়ানদের বোলিং এলোমেলো করে দিয়ে খেললেন ক‍্যারিয়ার সেরা ইনিংস। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রথমবার জিতলেন ম‍্যাচ সেরার পুরস্কার।

জয় দিয়ে বছর ও ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়েছে ৮০ রানে। এতে সবচেয়ে বড় অবদান জাকেরের। ছয় ছক্কা ও তিন চারে ৪১ বলে তার অপরাজিত ৭২ রানের ইনিংসের সৌজন‍্যে লক্ষ‍্যটা ক‍্যারিবিয়ানদের ধরা ছোঁয়ার বাইরেই ছিল।

20 Dec 2024, 09:57 AM

ব‍্যাটে-বলে দারুণ দিন

পারভেজ হোসেনের আগ্রাসী শুরুর পর জাকের আলির টর্নেডো ইনিংসে বড় রান। তাসকিন আহেমেদের শুরু আর শেষের উইকেটের মাঝে রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদদের দারুণ বোলিং। এই সবেরর যোগফলে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে নিল এর মধুর প্রতিশোধ। প্রথমবারের মতো তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, পারভেজ ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামীম ২, মেহেদি ২, তানজিম ১৭, রিশাদ ০*; সিলস ২-০-১৮-০, শেফার্ড ৪-০-৩০-২, জোসেফ ৪-০-৫৯-১, চেইস ৪-০-১৫-১, মোটি ৩-০-৩০-১, ম‍্যাককয় ৩-০-৩৫-০)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (কিং ০, চার্লস ২৩, গ্রেভস ৬, পুরান ১৫, চেইস ০, পাওয়েল ২, শেফার্ড ৩৩, মোটি ১২, জোসেফ ১, ম‍্যাককয় ৪, সিলস ৪*; তাসকিন ৩.৪-০-৩০-২, মেহেদি ৩-০-১৩-২, তানজিম ৩-০-৩১-১, হাসান ৩-০-৯-১, রিশাদ ৪-০-২১-৩)

20 Dec 2024, 09:51 AM

রেকর্ড গড়া জয়

টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস‍্য দেশের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। গত বছর মার্চে চট্টগ্রামে আয়ারল‍্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয়।

১৮৯ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানে থামাল বাংলাদেশ। জিতল ৮০ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। মিরপুরে ২০১৮ সালে ৩৬ রানে জিতেছিল বাংলাদেশ, এত দিন সেটাই ছিল সবচেয়ে বড় জয়।

ক‍্যারিবীয়ায় স্বাগতিকদের বিপক্ষে সবচেয়ে বড় জয় ছিল ২৭ রানের। যা এসেছিল চলতি সিরিজের দ্বিতীয় ম‍্যাচে।

20 Dec 2024, 09:44 AM

তাসকিনের হাত ধরেই শেষ

শুরুটা করেছিলেন যিনি, সেই তাসকিন আহমেদের হাত ধরেই হল শেষ। চমৎকার ডেলিভারিতে ওবেড ম‍্যাককয়কে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টেনে দিলেন অভিজ্ঞ এই পেসার।

১৬.৪ ওভারে ১০৯ রানে থামল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পথ চলা। বাংলাদেশ জিতল ৮০ রানে।

৬ বলে এক চারে ৬ রান করে ফিরলেন ম‍্যাককয়। তিনি তাসকিনের দ্বিতীয় শিকার।

20 Dec 2024, 09:40 AM

শেফার্ডের প্রতিরোধ ভাঙলেন তানজিম

এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তোলা রোমারিও শেফার্ডকে ফিরিয়ে দিলেন তানজিম হাসান।

অফ স্টাম্পের বাইরের শর্ট বল গায়ের জোরে লেগে ঘুরিয়েছিলেন শেফার্ড। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় শর্ট থার্ড ম‍্যানে। একটু পিছিয়ে গিয়ে চমৎকার ক‍্যাচ নেন হাসান।

২৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রান করেন শেফার্ড।

১৫.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ১০১।

20 Dec 2024, 09:34 AM

জোসেফকে ফিরিয়ে রিশাদের আরেকটি

গুডাকেশ মোটির পর আলজারি জোসেফকে ফিরিয়ে দিলেন রিশাদ হোসেন। দারুণ বোলিংয়ে এই লেগ স্পিনার ৩ উইকেট নিলেন ২১ রানে। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং। আগের সেরা ছিল ২২ রানে ৩ উইকেট।

রিশাদের অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাক ফুটে পাঞ্চ করেছিলেন জোসেফ। বল যায় সোজা শর্ট এক্সট্রা কাভারে, হাসান মাহমুদের হাতে।

২ বলে ১ রান করেন জোসেফ।

১৪.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ৯৭। ক্রিজে রোমারিও শেফার্ডের সঙ্গী ওবেড ম‍্যাককয়।

20 Dec 2024, 09:28 AM

মোটিকে ফেরালেন রিশাদ

নিজের শেষ ওভার করতে এসে জুটি ভাঙলেন রিশাদ হোসেন। বড় শটে লেগ স্পিনারকে উড়ানোর চেষ্টায় ধরা পড়লেন গুডাকেশ মোটি।

ফ্লাইটেড ডেলিভারি বোলারের মাথার উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন মোটি। টাইমিং করতে পারেননি, বেশ উঁচুতে ওঠে যাওয়া বল লং অনে মুঠোয় নেন তানজিম হাসান। ভাঙে ২৬ বল স্থায়ী ৩৫ রানের জুটি।

১৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৯৫। ক্রিজে রোমারিও শেফার্ডের সঙ্গী আলজারি জোসেফ।

20 Dec 2024, 09:02 AM

পাওয়েলকে ফেরালেন রিশাদ

নড়বড়ে রভম‍্যান পাওয়েল টিকতে পারলেন না বেশিক্ষণ। রিশাদ হোসেনের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরে ডেলিভারিতে তুলে মারতে চেয়েছিলেন পাওয়েল। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। সহজেই গ্লাভসে নেন লিটন দাস।

৯.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৬০। ক্রিজে রোমারিও শেফার্ডের সঙ্গী গুডাকেশ মোটি।

20 Dec 2024, 08:55 AM

রিভিউ নিয়ে বাঁচলেন পাওয়েল

রিশাদ হোসেনের করা আগের ওভারে কঠিন ক‍্যাচ দিয়ে বেঁচে যান রভম‍্যান পাওয়েল। প‍্যাডেল সুইপের চেষ্টায় তার ব‍্যাট ছুঁয়ে ক‍্যাচ গিয়েছিল উইকেটের পেছনে। লেগে সরে গিয়ে ক‍্যাচের চেষ্টায় সফল হননি কিপার লিটন দাস।

হাসান মাহমুদের করা পরের ওভারের প্রথম বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

হাসানের স্টাম্প তাক করে করা ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি পাওয়েল। আম্পায়ার আউট দেওয়ার পর নেন রিভিউ। বাউন্স করে বল বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে। তাই বেঁচে যান ব‍্যাটসম‍্যান।

সে সময় ২ রানে ছিলেন পাওয়েল।

৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৫৩।

20 Dec 2024, 08:49 AM

রিশাদের দারুণ থ্রোয়ে রান আউট চার্লস

আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করা জনসন চার্লসকে দারুণ থ্রোয়ে রান আউট করে দিলেন রিশাদ হোসেন।

হাসান মাহমুদের বল মিডউইকেটের দিকে পাঠিয়ে রানের জন‍্য ছুটেন পাওয়েল। সাড়া দেন চার্লসও। কিন্তু দ্রুত ছুটে গিয়ে গতিময় থ্রোয়ে বেলস ফেলে দেন রিশাদ, সে সময় একটু দূরে ছিলেন ক‍্যারিবিয়ান ওপেনার।

১৮ বলে চারটি চারে ২৩ রান করেন চার্লস।

৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪৬। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী রোমারিও শেফার্ড।

20 Dec 2024, 08:44 AM

চেইসকে শূন‍্যতে ফেরালেন হাসান

রোস্টন চেইসকে টিকতে দিলেন না হাসান মাহমুদ। বোলিংয়ে এসেই এই অলরাউন্ডারকে ফিরিয়ে দিলেন এই পেসার।

হাসানের লেগ-মিডল স্টাম্পের ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন চেইস। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় মিড অফে। সেখানে অনেকটা লাফিয়ে বল মুঠোয় নেন শেখ মেহেদি হাসান।

৬.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৪৬। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী রভম‍্যান পাওয়েল।

20 Dec 2024, 08:38 AM

মেহেদির বলে তৃতীয়বার পুরান

তিন ম‍্যাচের সিরিজে তৃতীয়বার শেখ মেহেদি হাসানের বলে আউট হলেন নিকোলাস পুরান। স্লো, একটু নিচু হওয়া ডেলিভারিতে এবার বোল্ড হলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

ওভারের শুরুতে উইকেটের পেছন থেকে লিটন দাস বলছিলেন, ছক্কা হজম করলেও সমস‍্যা নেই। পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হবে।

দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন মেহেদি। পরের বলটি ছিল একটু দ্রুত গতির, সঙ্গে একটু নিচুও হয়। গায়ের জোরে লেগে ঘুরানোর চেষ্টায় বোল্ড হয়ে যান পুরান। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।

১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করেন পুরান।

৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪৫। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী রোস্টন চেইস।

20 Dec 2024, 08:29 AM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

জনসন চার্লসের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হল বাংলাদেশ।

শেখ মেহেদি হাসানের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন ক‍্যারিবিয়ান ওপেনার। ব‍্যাটে খেলতে পারেননি তিনি, জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

মেহেদির আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন লিটন দাস। ইম্প‍্যাক্ট ছিল স্টাম্পের বাইরে। তাই নষ্ট হয় বাংলাদেশের প্রথম রিভিউ।

৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৮।

20 Dec 2024, 08:17 AM

অভিষিক্ত গ্রেভসকে দ্রুত ফেরালেন মেহেদি

অভিষেকে প্রথম ওভারে ক্রিজে যাওয়া জাস্টিন গ্রেভস ফিরে গেলেন পরের ওভারেই। শেখ মেহেদি হাসানকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ধরা পড়লেন সীমানায়।

অফ স্পিনারের ডেলিভারি হাঁটু গেড়ে স্লগ সুইপ করেছিলেন গ্রেভস। মাঝ ব‍্যাটে খেলতে পারেননি। লং অনে ক‍্যাচ নেন বদলি ফিল্ডার আফিফ হোসেন।

টি-টোয়েন্টিতে নিজের প্রথম ইনিংসে ৫ বলে ৬ রান করেন গ্রেভস।

১.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৭। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী নিকোলাস পুরান।

20 Dec 2024, 08:06 AM

তৃতীয়বার তাসকিনের শিকার কিং

টি-টোয়েন্টিতে সিরিজে তৃতীয়বার তাসকিন আহমেদের বলে আউট হলেন ব্র‍্যান্ডন কিং। তিন ম‍্যাচেই নিজের প্রথম ওভারে আউট পেলেন অভিজ্ঞ পেসার।

প্রথম বল একটুর জন‍্য কিংয়ের ব‍্যাটের কানা নেয়নি। পরের বল লেগে ঘুরানোর চেষ্টায় হননি তিনি। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে কোনো কাজ হয়নি, শূন‍্য রানে ফেরার সঙ্গে নষ্ট করে যান একটি রিভিউ।

০.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে শূন‍্য। 

ক্রিজে জনসন চার্লসের সঙ্গী জাস্টিন গ্রেভস।

20 Dec 2024, 07:59 AM

১০ ছক্কায় বাংলাদেশের ১৮৯

ঝড়ো ব‍্যাটিংয়ে শুরুটা করে দিয়েছিলেন পারভেজ হোসেন। তানজিম হোসেনের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটি ও ক‍্যারিয়ার সেরা ইনিংসে শেষ করলেন জাকের আলি। তার অপরাজিত ৭২ রানের সৌজন‍্য বাংলাদেশ গড়ল বড় সংগ্রহ।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৮৯।

ইনিংসে ছক্কা ১০টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। চলতি সিরিজেই ৯ ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (লিটন ১৪, পারভেজ ৩৯, তানজিদ ৯, মিরাজ ২৯, জাকের ৭২*, শামীম ২, মেহেদি ২, তানজিম ১৭, রিশাদ ০*; সিলস ২-০-১৮-০, শেফার্ড ৪-০-৩০-২, জোসেফ ৪-০-৫৯-১, চেইস ৪-০-১৫-১, মোটি ৩-০-৩০-১, ম‍্যাককয় ৩-০-৩৫-০)

20 Dec 2024, 07:53 AM

শেষ ওভারে জাকেরের খুনে ব‍্যাটিং

রান আউট নন জেনে ড্রেসিং রুম থেকে মাঠে ফেরার পর বিস্ফোরক ব‍্যাটিংয়ে ক‍্যারিয়ার সেরা ইনিংস খেললেন জাকের আলি।

তার ঝড়ো ব‍্যাটিংয়ের সবচেয়ে বড় ঝাপটা গেল শেষ ওভারে, আলজারি জোসেফের উপর দিয়ে। তিন ছক্কায় জাকের নিলেন ২৫ রান।

ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে ৩৬ বলে তিনি স্পর্শ করেন পঞ্চাশ। পরে শেষ চারে বলের মধ‍্যে তিনটি ছক্কা ম‍্যাচে ছাড়িয়ে যান নিজের আগে সেরা ৬৮।

শেষ ৫ ওভারে বাংলাদেশ নেয় ৭৫ রান। এতে বড় অবদান জাকেরেরই।

শামীম হোসেনের রান আউটের পর খেলা ২৪ বলে তিনি নেন ৫৪ রান। শেষ পর্যন্ত ৪১ বলে ছয় ছক্কা ও তিন চারে খেলেন ৭২ রানের ঝড়ো ইনিংস।

শেষ ওভারের পর ভীষণ খরুচে হয়ে গেল আলজারি জোসেফের বোলিং ফিগার। ৪ ওভারে ১ উইকেট নিতে তিনি দিলেন ৫৯ রান।

20 Dec 2024, 07:43 AM

ছক্কার চেষ্টায় ফিরলেন তানজিম

ছক্কার চেষ্টায় ব‍্যর্থ হলেন তানজিম হাসান। রোমারিও শেফার্ডের বলে লংঅনে ধরা জেডেন সিলসের হাতে ধরা পড়লেন তিনি। ভাঙল ২৭ বল স্থায়ী ৫০ রানের জুটি।

ক‍্যাচ ধরে পেছনে যেতে যেতে আরেকটু হলে ছক্কাই বানিয়ে দিয়েছিলেন সিলস। তার ভাগ‍্য ভালো একটুর জন‍্য সীমানা দড়ি স্পর্শ করেনি তার পা।

১২ বলে একটি করে ছক্কা ও চারে ১৭ রান করেন তানজিম।

১৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৪।

20 Dec 2024, 07:24 AM

ডায়মন্ড ডাক মেহেদি

কোনো বল খেলার সুযোগ হলো না মেহেদি হাসানের। দ্রুত রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে গেলেন এই অলরাউন্ডার।

রোস্টন চেইসের লেংথ বল আস্তে করে কাভারে পাঠিয়ে রানের জন‍্য ছুটেন জাকের। সাড়া দেন মেহেদি। তবে রভম‍্যান পাওয়েলের গতিময় থ্রো ধরে নিকোলাস পুরান বেলস ফেলে দেওয়ার দূরেই ছিলেন মেহেদি।

তিন বলের মধ‍্যে দুই রান আউটে কিছুটা চাপে পড়ে গেল বাংলাদেশ।

১৫ ওভারে সফরকারীদের রান ৬ উইকেটে ১১৪।

ক্রিজে জাকেরের সঙ্গী তানজিম হাসান।

20 Dec 2024, 07:20 AM

নাটকীয় রান আউট শামীম

ভুল বোঝাবুঝিতে দুই ব‍্যাটসম‍্যান চলে এলেন এক প্রান্তে। রোস্টন চেইস বেলস ফেলে দিলে শামীম হোসেনের প্রতি ক্ষোভ দেখিয়ে মাঠ ছাড়েন জাকের আলি।

কিন্তু নাটকীয়তার তখনও বাকি।

চেইস বেলস ফেলে দেওয়ার সময় লাইনের বাইরে ছিলেন শামীম! দ্রুত এগোনো জাকের তার আগেই পেরিয়ে গিয়েছিলেন লাইন। আগের দুই ম‍্যাচে ঝড় তোলা শামীম ধীর পায়ে মাঠ ছাড়েন রান আউট হয়ে।

চতুর্থ আম্পায়ার বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে ডেকে মাঠে ফেরান জাকেরকে।

৪ বলে শামীম করেন ২ রান।

20 Dec 2024, 07:12 AM

জীবন পেলেন জাকের

গুডাকেশ মোটির বলে স্লগ সুইপ করে সীমানায় ক‍্যাচ দিয়েছিলেন জাকের আলি। ডিপ মিডউইকেটে সেই ক‍্যাচ নিতে পারেননি ওবেড ম‍্যাককয়।

ক‍্যাচের চেষ্টায় উল্টো ব‍্যথা পান ম‍্যাককয়। তাকে শুয়ে থাকতে দেখে তৃতীয় রানটি নেনটি জাকের।

এক বল পর তিনি স্লগ সুইপে মারেন ছক্কা।

১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১২।

20 Dec 2024, 07:07 AM

ছক্কার চেষ্টায় ফিরলেন মিরাজও

আগের তিন ব‍্যাটসম‍্যানের মতো মেহেদী হাসান মিরাজও ফিরলেন বড় শটের চেষ্টায়।

রোস্টন চেইসের ডেলিভারি স্লটেই ছিল। হাঁটু গেড়ে স্লগ সুইপ করে ছক্কা মারতে চেয়েছিলেন মিরাজ। টাইমিং করতে পারেননি তিনি, সীমানায় ধরা পড়েন জাস্টিন গ্রেভসের হাতে। ভাঙে ৩১ বল স্থায়ী ৩৭ রানের জুটি।

২৩ বলে তিন চারে ২৯ রান করেন মিরাজ।

১৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০২। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।

20 Dec 2024, 06:59 AM

ছক্কা মেরেই শেষ তানজিদ

ছক্কা মেরে গুডাকেশ মোটিতে স্বাগত জানিয়েছিলেন তানজিদ হাসান। দুই বল পর এর পুনরাবৃত্তির চেষ্টায় ফিরলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া ডেলিভারিতে ঠিক মতো শট খেলতে পারেননি তানজিদ। ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে উঠে যায় উপরে। সহজেই গ্লাভসে নেন নিকোলাস পুরান।

৯ বলে এক ছক্কায় ৯ রান করেন তানজিদ।

৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৬। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী জাকের আলি।

20 Dec 2024, 06:59 AM

ছক্কার চেষ্টায় থামল পারভেজের ঝড়

পাওয়ার প্লের শেষ বলে ছক্কার চেষ্টায় ফিরলেন পারভেজ হোসেন। এর আগে দলকে তিনি এনে দিলেন উড়ন্ত সূচনা।

আলজারি জোসেফের আগের বল লং অন দিয়ে ছক্কায় ওড়ান পারভেজ। পরের বলে ফ্লিক করে আরেকটি ছক্কা মারতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন, পারেননি। সীমানার বেশ ভেতরে চমৎকার ক‍্যাচ নেন জাস্টিন গ্রেভস।

২১ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৯ রান করেন পারভেজ।

৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪।

20 Dec 2024, 06:58 AM

লিটনের বিদায়ে ভাঙল শুরুর জুটি

রানের আভাস দিলেও বেশিদূর যেতে পারলেন না লিটন। ব‍্যাট হাতে বাজে সফরের শেষটায় স্টাইলিশ ব‍্যাটসম‍্যান ফিরলেন দুই অঙ্ক ছুঁয়ে।

রোমারিও শেফার্ডের স্টাম্পে থাকা গুড লেংথ ডেলিভারিতে তুলে মেরেছিলেন লিটন। টাইমিং করতে পারেননি, ক‍্যাচ যায় শর্ট এক্সট্রা কাভারে। ব্র‍্যান্ডন কিং সেখানে ভুল করেননি। ভাঙল ২৮ বল স্থায়ী ৪৪ রানের জুটি।

১৩ বলে তিন চারে ১৪ রান করেন লিটন।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৪। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী তানজিদ হাসান।

20 Dec 2024, 06:56 AM

উইন্ডিজ দলে ২ পরিবর্তন

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম‍্যাচে দারুণ বোলিং করা আকিল হোসেনের সঙ্গে নেই দুই ম‍্যাচেই শূন‍্য রানে ফেরা কিপার-ব‍্যাটসম‍্যান আন্দ্রে ফ্লেচার।

তাদের জায়গায় এসেছেন পেসার জেডেন সিলস ও পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র‍্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, জাস্টিন গ্রেভস, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, জেডেন সিলস, ওবেড ম্যাককয়।

20 Dec 2024, 06:56 AM

সৌম‍্যর জায়গায় পারভেজ

একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ, সেটি অনিবার্যও ছিল। চোটের জন‍্য ছিটকে যাওয়া সৌম‍্য সরকারের জায়গায় এসেছেন পারভেজ হোসেন।  

শেষ সময়ে স্কোয়াডে যোগ হওয়া গতিময় পেসার নাহিদ রানাকে নেওয়া হয়নি সিরিজের শেষ ম‍্যাচেও।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

20 Dec 2024, 06:43 AM

হোয়াইটওয়াশের আশা

প্রথম দুই ম‍্যাচে সিরিজ জয়ের পর এবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ। 

জয়ে দিয়ে বছর ও ওয়েস্ট ইন্ডিজ সফর শেষের লক্ষ‍্যে বাংলাদেশ সময় সকাল ৬টায় নামছেন লিটন দাস, তাসকিন আহমেদরা।

টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ ৩-০ ব‍্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাদের সামনে একই ব‍্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।

20 Dec 2024, 06:43 AM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

আগের দুই ম‍্যাচে টস হেরে ব‍্যাটিং পেয়েছিল বাংলাদেশ। এবার টস জিতে ব‍্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।