27 Feb 2025, 04:37 PM
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ
বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে ব্রডকাস্টার টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ বলেছেন, 'পিন্ডির আবহাওয়া সম্পর্কে আমি কোনো অনুমান করতে পারি না। দেখে তো ভালো মনে হচ্ছে না। হয়তো খেলা শুরু হতেও পারে। কেউই জানে না আসলে।"
27 Feb 2025, 04:05 PM
রাওয়ালপিন্ডির আবহাওয়া বোঝা দায়
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের একটি করে ম্যাচ।
২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভেসে গিয়েছিল প্রকৃতির বাগড়ায়। এর পরোক্ষ সুবিধা পেয়ে পরের রাউন্ডের টিকেট পেয়েছিল বাংলাদেশ।
পরে ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচও পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। প্রায় ছয় বছর পর এবার একই শঙ্কায় নাজমুল হোসেন শান্তরা।সব মিলিয়ে আইসিসি
টুর্নামেন্টে বাংলাদেশের পরিত্যক্ত ম্যাচের সংখ্যা চারটি। এর একটিই শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
27 Feb 2025, 03:59 PM
বৃষ্টি-কথন
টসের নির্ধারিত সময়ের এক ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সুখবর মিলছে না। এখনও আগের মতোই কাভার দিয়ে ঢাকা উইকেট ও এর আশপাশের জায়গা। আম্পায়াররা ছাতা মাথায় নিয়ে মাঠ পরিদর্শনে বেরিয়েছেন। তবে ইতিবাচক কোনো বার্তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
27 Feb 2025, 03:27 PM
নেই সুখবর
টানা বৃষ্টিতে পিছিয়ে গেল খেলা শুরুর সময়। নির্ধারিত সময়ে হলো না টস। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। তবে আউটফিল্ড ভেজা থাকায় টস করা যায়নি।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর টস সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
27 Feb 2025, 02:36 PM
টসে বিলম্ব, ৩টায় মাঠ পরিদর্শন
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল এক অবস্থায় থাকলেও মুখোমুখি বিচারে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের ৩৯ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি। বাকি ৩৪ ম্যাচে জিতেছে পাকিস্তান।
আইসিসি টুর্নামেন্টে প্রথম দেখায় ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পরে আরও দুবার মুখোমুখি হলেও সাফল্য মেলেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম মোকাবিলা করবে দুই দল।
27 Feb 2025, 02:31 PM
পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান
কথায় আছে, 'শেষ ভালো যার, সব ভালো তার।' শেষ ম্যাচটি জিতলে অবশ্য সব ভালো হয়ে যাবে না বাংলাদেশের। তবু পরবর্তী পথচলার জন্য অনুপ্রেরণার রসদ অন্তত পাবে তারা। তাই স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে শেষটা ভালো করার আশা নাজমুল হোসেন শান্তদের।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে যাওয়ায় দুই দলের জন্য ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে মাঠের লড়াই।
তবে খেলা না হওয়ার শঙ্কাও আছে অনেক। বৃষ্টিতে এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই মাঠে। অবস্থার উন্নতি না হওয়ায় ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচের দিন সকাল থেকেও মেঘের সঙ্গে চলছে সুর্যের লুকোচুরি খেলা। কিছুক্ষণ পরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আরও অনিশ্চয়তায় পড়ছে খেলা শুরুর সম্ভাবনা। এছাড়া রাওয়ালপিন্ডির নিষ্কাশন ব্যবস্থাও তেমন উন্নত নয়। তাই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
27 Feb 2025, 02:21 PM
শেষ ভালোর আশায় বাংলাদেশ
কথায় আছে, 'শেষ ভালো যার, সব ভালো তার।' শেষ ম্যাচটি জিতলে অবশ্য সব ভালো হয়ে যাবে না বাংলাদেশের। তবু পরবর্তী পথচলার জন্য অনুপ্রেরণার রসদ অন্তত পাবে তারা। তাই স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে শেষটা ভালো করার আশা নাজমুল হোসেন শান্তদের।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে যাওয়ায় দুই দলের জন্য ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে মাঠের লড়াই।
তবে খেলা না হওয়ার শঙ্কাও আছে অনেক। বৃষ্টিতে এরই মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই মাঠে। অবস্থার উন্নতি না হওয়ায় ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচের দিন সকাল থেকেও মেঘের সঙ্গে চলছে সুর্যের লুকোচুরি খেলা। কিছুক্ষণ পরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে আরও অনিশ্চয়তায় পড়ছে খেলা শুরুর সম্ভাবনা। এছাড়া রাওয়ালপিন্ডির নিষ্কাশন ব্যবস্থাও তেমন উন্নত নয়। তাই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।