বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২
18 Dec 2024, 10:13 AM
বিস্ফোরক ব্যাটিংয়ে শামীমের ‘প্রথম’
বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দেওয়া শামীম হোসেন জিতলেন ম্যাচ সেরার পুরস্কার, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার।
১৭ বলে দুটি করে ছক্কা ও চারে তিনি খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস। নবম উইকেটে তানজিম হাসানের সঙ্গে গড়েন দারুণ জুটি।
শামীমের স্ট্রাইক রেট ২০৫ এর উপরে। ১০ ছুঁয়েছেন এমন আর কারও স্ট্রাইক রেট ১২০ স্পর্শ করেনি।
18 Dec 2024, 09:58 AM
২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের
অবিশ্বাস্য কিছুর জন্য ওয়েস্ট ইন্ডিজের আশা হয়ে টিকে ছিলেন আকিল হোসেন। তাকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দিলেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
প্রথম দুই বলে দুই রান করে নিয়েছিলেন আকিল। তৃতীয় বলে চেয়েছিলেন বাউন্ডারি। একেবারেই বুঝতে পারেননি তাসকিনের স্লোয়ার। ব্যাট চালিয়ে দিয়ে ধরা পড়েন ব্যাকওয়ার্ড পয়েন্টে, মেহেদী হাসান মিরাজের হাতে।
৩২ বলে দুই ছক্কায় আকিল করেন ৩১ রান।
১৮.৩ ওভারে ১০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ ওভারে (লিটন ৩, সৌম্য ১১, তানজিদ ২, মিরাজ ২৬, জাকের ২১, রিশাদ ৫, মেহেদি ১১, শামীম ৩৫*, তানজিম ৯*; আকিল ৪-০-১৬-১, শেফার্ড ৩-০-২৬-০, চেইস ২-০-৮-১, জোসেফ ৪-০-২১-১, মোটি ৪-০-২৫-২, ম্যাককয় ৩-০-৩২-১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২ (কিং ৮, চার্লস ১৪, ফ্লেচার ০, পুরান ৫, চেইস ৩২, পাওয়েল ৬, শেফার্ড ০, আকিল ৩১, মোটি ০, জোসেফ ০, ম্যাককয় ১*; হাসান ৩-১-২৩-১, মেহেদি ৪-১-২০-২, তাসকিন ৩.৩-০-১৬-৩, তানজিম ৪-১-২২-২, রিশাদ ৩-০-১২-২, মিরাজ ১-০-৮-০)
18 Dec 2024, 09:52 AM
জোসেফকে ফেরালেন তানজিম
আলজারি জোসেফকে ঝড় তুলতে দিলেন না তানজিম হাসান। ফিরতি ক্যাচ নিয়ে তাকে শূন্য রানে ফেরালেন এই পেসার।
অফ স্টাম্পে থাকা গুডলেংথ ডেলিভারি গায়ের জোরে খেলতে চেয়েছিলেন জোসেফ। টাইমিং করতে পারেননি, সহজ ক্যাচ নেন বোলার।
১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ৯৮। শেষ ২ ওভারে ৩২ রান চাই স্বাগতিকদের।
18 Dec 2024, 09:49 AM
রিশাদের জোড়া আঘাত
আগের ওভারে হাসান মাহমুদকে জোড়া মেরেছিলেন রোস্টন চেইস। পরের ওভারে তাকে বোল্ড করে দিলেন রিশাদ হোসেন। পরের বলে নিলেন গুডাকেশ মোটির উইকেট।
একটু নিচু হওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি চেইস। লেগে টেনে খেলার চেষ্টায় হয়ে যান বোল্ড। ভাঙে ৪৯ বল স্থায়ী ৪৭ রানের জুটি।
৩৪ বলে দুই ছক্কা ও এক চারে ৩২ রান করেন চেইস।
পরের বলে বড় শটের চেষ্টায় লং অফে ধরা পড়েন গুডাকেশ মোটি।
১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ৮৯। ক্রিজে আকিল হোসেনের সঙ্গী রিশাদের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া আলজারি জোসেফ।
18 Dec 2024, 09:17 AM
মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ
প্রথম ২ ওভারে ১৯ রান খরচ করলেও পরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পরের ৮ ওভারে দিয়েছে কেবল ২৭ রান। এই সময়ে নিয়েছে ৬ উইকেট।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৪৪। ১৩ বলে ৫ রানে খেলছেন রোস্টন চেইস। ৬ বলে আকিল হোসেনের রান ১।
সিরিজে হার এড়াতে শেষ ১০ ওভারে ৮৬ রান প্রয়োজন ক্যারিবিয়ানদের।
18 Dec 2024, 09:12 AM
রিভিউ নিয়ে বাঁচলেন চেইস, শূন্য রানেই শেষ শেফার্ড
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন রোস্টন চেইস। তানজিম হাসানের ডেলিভারি বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে।
দুই বল পর উইকেটের দেখা পান তানজিম। তার বাউন্সারে স্লিপে ধরা পড়েন রোমারিও শেফার্ড।
লেগ-মিডল স্টাম্পের শর্ট বলে ঠিক মতো পুল করতে পারেননি ব্যাটসম্যান। গ্লাভসে লেগে সহজ ক্যাচ যায় স্লিপে, তানজিদ হাসানের হাতে।
৫ বল করেও রান করতে পারেননি শেফার্ড।
৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৪২। শেষ চার ওভারের মধ্যে এটি বাংলাদেশের তৃতীয় উইকেট মেডেন।
ক্রিজে রোস্টন চেইসের সঙ্গী আকিল হোসেন।
18 Dec 2024, 09:05 AM
পাওয়েলকে টিকতে দিলেন না হাসান
জীবন পেয়ে কাজে লাগাতে পারলেন না রভম্যান পাওয়েল। হাসান মাহমুদের বলে মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাচে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
লেগ-মিডল স্টাম্পে করা হার্ড লেংথের ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন পাওয়েল। কিন্তু ব্যাটের ফেইস তিনি ক্লোজ করে ফেলেন আগেভাগেই। ক্যাচ যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সামনের দিকে ঝাঁপিয়ে মুঠোয় জমিয়ে উল্লাসে মাতেন মেহেদি।
শূন্য রানে জীবন পাওয়া পাওয়েল ৭ বলে এক চারে করেন ৬।
৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৪১। ক্রিজে রোস্টন চেইসের সঙ্গী রোমারিও শেফার্ড।
শেষ তিন ওভারে এটি বাংলাদেশের দ্বিতীয় উইকেট-মেডেন।
18 Dec 2024, 08:57 AM
জীবন দিলেন সৌম্য, পেলেন চোট
বিপজ্জনক রভম্যান পাওয়েলকে শূন্য রানে ফেরানোর সুযোগ হাতছাড়া করলেন সৌম্য সরকার। স্লিপে ক্যাচ ছেড়ে আঙুলে পেলেন চোট।
অফ স্টাম্পের বাইরি বল বাড়তি বাউন্স করে পাওয়েলের ব্যাটের কানা ছুঁয়ে যায় স্লিপে। দ্রুতগতিতে আসা বল লাগে সৌম্যর আঙুলে। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৪১।
18 Dec 2024, 08:57 AM
বিপজ্জনক পুরানকে ফেরারেন মেহেদি
খরুচে প্রথম ওভারের পর ঘুরে দাঁড়িয়েছেন শেখ মেহেদি হাসান। জনসন চার্লসের পর বিপজ্জনক নিকোলাস পুরানকে ফিরিয়ে দিলেন এই অফ স্পিনার।
গুড লেংথ ডেলিভারিতে পা বাড়িয়ে লেগে খেলতে চেয়েছিলেন পুরান। বাঁহাতি ব্যাটসম্যান শট খেলেন আগেভাগেই। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে, সেখানে কোনো ভুল করেননি সৌম্য সরকার।
৮ বলে এক চারে ৫ রান করেন পুরান।
৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৩২। ক্রিজে রোস্টন চেইসের সঙ্গী রভম্যান পাওয়েল।
18 Dec 2024, 08:42 AM
চার্লসকে ফেরালেন মেহেদি
আগের ওভারে হজম করেছিলেন ছক্কা ও চার। নতুন ওভারের প্রথম বলে চার। তবে জনসন চার্লসের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন শেখ মেহেদি হাসান। তার দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন ক্যারিবিয়ান ওপেনার।
লেগ-মিডলে পিচ করা ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন চার্লস। ব্যাটে খেলতে পারেননি। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন তিনি।
রিপ্লেতে দেখা যায় বলে ব্যাটের স্পর্শ ছিল না। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। তাই ফিরে যেতে হয় ওপেনারকে। তবে হিটিং আম্পায়ার্স কল হওয়ায় বেঁচে থাকে স্বাগতিকদের রিভিউ।
৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ২৯। ক্রিজে নিকোলাস পুরানের সঙ্গী রোস্টন চেইস।
18 Dec 2024, 08:35 AM
তাসকিনের জোড়া আঘাত
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে দুটি উইকেট নিলেন তাসকিন। নাড়িয়ে দিলেন দ্রুত এগোনো ক্যারিবিয়ানদের।
প্রথম বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ব্র্যান্ডন কিং। ৫ বলে তিনি করেন ৮ রান।
তিন বল ডট খেলে পরেরটিতে ব্যাট চালিয়ে দিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। ব্যাটের নিচের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। চমৎকার ক্যাচ নেন লিটন।
৪ বল খেলেও রান করতে পারেননি ফ্লেচার। আগের ম্যাচেও শূন্য রানেই ফিরেছিলেন তিনি।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৩। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী নিকোলাস পুরান।
18 Dec 2024, 08:12 AM
শামীমের শেষের ঝড়ে ১২৯
আটে নেমে ঝড় তুললেন শামীম হোসেন। বাঁহাতি ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক নয় উইকেট। স্পিনাররা সহায়তা পাচ্ছেন শুরু থেকে। বাংলাদেশের রান এসেছে মূলত পেসারদের বোলিংয়ে। তিন স্পিনার আকিল হোসেন, রোস্টন চেইস ও গুডাকেশ মোটির ১০ ওভার থেকে এসেছে কেবল ৪৯ রান।
২০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯। ১২ বলে দুটি করে ছক্কা ও চারে শামীম করেন ৩৫ রান। ১১ বলে এক চারে তানজিম ৯।
নবম উইকেটে তাদের জুটিতে ২৩ বলে আসে ৪১ রান। এটাই সফরকারীদের সেরা জুটি। এর বাইরে কেবল দুটি জুটি বিশের ঘরে যায়। সেগুলোর কোনোটারই রান রেট একশর বেশি নয়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ ওভারে (লিটন ৩, সৌম্য ১১, তানজিদ ২, মিরাজ ২৬, জাকের ২১, রিশাদ ৫, মেহেদি ১১, শামীম ৩৫*, তানজিম ৯*; আকিল ৪-০-১৬-১, শেফার্ড ৩-০-২৬-০, চেইস ২-০-৮-১, জোসেফ ৪-০-২১-১, মোটি ৪-০-২৫-২, ম্যাককয় ৩-০-৩২-১)
18 Dec 2024, 07:54 AM
১৮তম ওভারে একশ
আলজারি জোসেফের প্রথম চারটি বল ডট খেললেন তানজিম হাসান। পঞ্চম বলে তার বাউন্ডারিতে বাংলাদেশ রান স্পর্শ করল একশর সীমানা।
১৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১০৩।
18 Dec 2024, 07:49 AM
ছক্কার চেষ্টায় ফিরলেন জাকের
ওবেড ম্যাককয়ের গতির পরিবর্তন ধরতে পারেননি জাকের। স্লটে বল পেয়েই ব্যাট চালিয়ে দিলেন তিনি। ধরা পড়লেন লং অনে, রভম্যান পাওয়েলের হাতে।
২০ বলে একটি করে ছক্কা ও চারে ২১ রান করে ফিরলেন জাকের।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক গড়লেন একটি রেকর্ড। আউটফিল্ডে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৫ ক্যাচ এখন তার। আগের রেকর্ড ছিল ডোয়াইন ব্রাভোর (৪৪)।
১৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৯৭। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী তানজিম হাসান।
18 Dec 2024, 07:39 AM
মেহেদিকে ফেরালেন মোটি
গুডাকেশ মোটিকে সুইপ করার চেষ্টায় বোল্ড হয়ে ফিরলেন মেহেদি হাসান।
বাঁহাতি স্পিনারের গতির পরিবর্তন বুঝতে পারেননি ব্যাটসম্যান। স্টাম্পে থাকা দ্রুত গতির ডেলিভারিতে শট খেলে ফেলেন আগেভাগেই। ভাঙে ২০ বল স্থায়ী ২০ রানের জুটি।
১১ বলে এক চারে ১১ রান করেন মেহেদি।
১৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৮০। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।
18 Dec 2024, 07:29 AM
খেলা শুরু, কমেনি ওভার
বৃষ্টতে কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের খেলা শুরু হল। এই সময়ে কমেনি ওভার।
১৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৭।
18 Dec 2024, 07:04 AM
এলেন ও গেলেন রিশাদ
প্রমোশন পেয়ে খুব একটা সুবিধা করতে পারলেন না রিশাদ হোসেন। বিদায় নিলেন একটি চার মেরেই।
গুডাকেশ মোটির লেগ স্টাম্পে থাকা ফুল লেংথ ডেলিভারি গায়ের জোরে লেগে খেলতে চেয়েছিলেন রিশাদ। বাঁহাতি স্পিনারের বলের লাইনে যেতে পারেননি, আঘাত হানে স্টাম্পে।
৪ বলে এক চারে ৫ রান করেন রিশাদ।
১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫২।
18 Dec 2024, 07:02 AM
ছক্কার চেষ্টায় অক্কা মিরাজ
আলজারি জোসেফের শর্ট বলে পুল করে সীমানায় ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ।
ব্যকওয়ার্ড স্কয়ার লেগে জায়গা থেকে একটুও নড়তে হয়নি ব্র্যান্ডন কিংয়ের। শটে খুব একটা জোর ছিল না কিন্তু দারুণ টাইমিংয়ে বল চলে যায় সীমানায়।
২৫ বলে এক ছক্কা ও তিন চারে ২৬ রান করেন মিরাজ।
১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৫। ক্রিজে জাকের আলির সঙ্গী রিশাদ হোসেন।
18 Dec 2024, 06:54 AM
রান আউটে কাটা সৌম্য
অনেকটা সময় ক্রিজে থাকলেও খুব বেশি বল খেলার সুযোগ হল না সৌম্য সরকারের। বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে যেতে হল রান আউট হয়ে।
গুডাকেশ মোটির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারি শর্ট থার্ড ম্যানে পাঠিয়ে রানের জন্য ছুটেন মেহেদী হাসান মিরাজ। সাড়া দেন সৌম্য। আলজারি জোসেফের চমৎকার থ্রো ধরে আন্দ্রে ফ্লেচার বেলস ফেলে দেওয়ার সময় বেশ দূরে ছিলেন তিনি। ভাঙে ৩১ বল স্থায়ী ২৮ রানের জুটি।
১৮ বলে ১ চারে ১১ রান করেন সৌম্য।
৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪০। ক্রিজে মিরাজের সঙ্গী জাকের আলি।
18 Dec 2024, 06:54 AM
জীবন পেলেন মিরাজ
আলজারি জোসেফের আগের ওভারে ক্যাচের মতো দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মিড-অফ থেকে পিছিয়ে লং অনে গিয়ে বলে হাত ছোঁয়াতে পারেননি ওবেড ম্যাককয়। সে সময় ১৮ রানে ছিলেন মিরাজ।
পরের ওভারে গুডাকেশ মোটিকে সুইপ করে ডিপ মিডউইকেটে আবার ক্যাচ দেন মিরাজ। এবার সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিতে পারলেন না জনসন চার্লস। ২১ রানে আবার বেঁচে গেলেন মিরাজ।
18 Dec 2024, 06:34 AM
পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৯
দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশ লড়াই করছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে একটু বেড়েছে রানের গতি।
পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট ২৯ রান করেছে বাংলাদেশ।
এক চারে ১৩ বলে ৭ রানে ব্যাট করছেন সৌম্য সরকার।
আকিল হোসেনকে সুইপ করে ছক্কা মারার পর মিরাজ মেরেছেন চার। পরে রোস্টন চেইসের ওভারে মেরেছেন আরেকটি বাউন্ডারি।৯ বলে তিনি খেলছেন ১৬ রানে।
18 Dec 2024, 06:25 AM
টিকলেন না তানজিদ
তিনে নেমে সুবিধা করতে পারলেন না তানজিদ হাসান। আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যান টিকলেন কেবল চার বল।
বোলিংয়ে এসেই সাফল্য পেলেন রোস্টন চেইস। মিডল-অফ স্টাম্পে পিচ করা ডেলিভারিতে ইনসাইড আউটের চেষ্টায় সফল হলেন না তানজিদ, একটু টার্ন করে ছোবল দিল অফ স্টাম্পে।
৪ বলে ২ রান করলেন তানজিদ।
ওভারের শেষ বলে রিভার্স সুইপের চেষ্টায় বোল্ড হতে হতে বেঁচে গেছেন সৌম্য সরকার। চারে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২।
18 Dec 2024, 06:21 AM
বৃষ্টি এলো এবং গেল
তৃতীয় ওভার শেষে বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকল খেলা। খেলা শুরুর পর চতুর্থ ওভারে আক্রমণে এলেন রোস্টন চেইস।
আকিল হোসেনের মতো এই অফ স্পিনারও পেলেন তীক্ষ্ণ টার্ন ও বাউন্স।
18 Dec 2024, 06:18 AM
ফের ব্যর্থ লিটন
ওপেনিংয়ে ফিরে সুবিধা করতে পারলেন না লিটন দাস। বেরিয়ে এসে আকিল হোসেনকে খেলার চেষ্টায় এই সিরিজের বাংলাদেশ অধিনায়ক হলেন স্টাম্পড।
উইকেট থেকে দারুণ সুবিধা পাচ্ছেন আকিল। বাঁহাতি স্পিনারের তীক্ষ্ন টার্ন ভোগাচ্ছে ব্যাটসম্যান। একটু ধৈর্য ধরে সেটা সামলানোর চেষ্টা না করে ঝুঁকি নিলেন লিটন। কোনো কাজেই এলো না সেটা।
এতোটা বেরিয়ে এসেছিলেন যে বিশাল টার্ন করা বলের লাইন মিস করার পর আর ফেরার চেষ্টাও করতে পারেননি। বাকিটা সারেন আন্দ্রে ফ্লেচার।
১০ বলে ৩ রান করেন লিটন।
ক্যারিয়ারে প্রথমবার তিনে নেমে প্রথম দুটি বল ডট খেলেন তানজিদ হাসান। ওভারের শেষ বলে স্লিপ দিয়ে বল পাঠিয়ে নেন ২ রান।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০। ৫ বলে ৫ রানে খেলছেন সৌম্য সরকার। ৩ বলে তানজিদের রান ২।
18 Dec 2024, 06:09 AM
ওপেনিংয়ে লিটন, দ্বিতীয় ওভারে বাঁচলেন অল্পের জন্য
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভীষণ বাজে সময় কাটানো লিটন দাস ফিরলেন ওপেনিংয়ে, আগ্রাসী তানজিদ হোসেনের জায়গায়।
আগের ম্যাচের মতোই প্রথম ওভার করলেন আকিল হোসেন। আঁটসাঁট বোলিংয়ে বাঁহাতি এই স্পিনার দিলেন কেবল ১ রান।
প্রথম চার বল খেলে একটি সিঙ্গেল নিতে পারেন লিটন। পরের দুটি বল ডট খেলেন সৌম্য সরকার।
রোমারিও শেফার্ডের করা দ্বিতীয় বলে থার্ড ম্যানে সুযোগ দিয়েছিলেন লিটন। কিন্তু ক্যাচের জন্য ডাইভ দেননি আকিল, হাতছাড়া হয় সুযোগ।
এই ওভারেই চমৎকার কাভার ড্রাইভে রানের খাতা খোলেন সৌম্য।
২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮।
18 Dec 2024, 05:52 AM
একই একাদশ নিয়ে উইন্ডিজ
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ একাদশে কোনো পরিবর্তন আনেনি। খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখার কথা বললেন স্বাগতিক অধিনায়ক রভম্যান পাওয়েল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।
18 Dec 2024, 05:49 AM
আফিফের জায়গায় মিরাজ
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শেষ সময়ে স্কোয়াডে যোগ হওয়া গতিময় পেসার নাহিদ রানার টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষা বাড়ল।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
18 Dec 2024, 05:44 AM
টস হেরে এবারও ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এবারও নিলেন ফিল্ডিং।
আগে ব্যাটিংয়ে কোনো আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। লড়াইয়ের পুঁজি পেতে আশাবাদী উইকেটের সামনে বাজে সময় কাটানো এই স্টাইলিশ ব্যাটসম্যান।
18 Dec 2024, 05:17 AM
সিরিজ জয়ের হাতছানি
টানা ১১ জয়ের ধারা ওয়ানডেতে টেনে নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমে উল্টো হয় হোয়াইটওয়াশড। কিন্তু টি-টোয়েন্টিতে শুরুটা হয়েছে দারুণ। প্রথম ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে কাটিয়েছে জয় খরা। এবার লক্ষ্য ক্যারিবীয়ায় প্রথম সিরিজ জয়।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় সিরিজ নিশ্চিত করার লক্ষ্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
টপ অর্ডারের ব্যাটিং টি-টোয়েন্টিতেও ভোগাচ্ছে বাংলাদেশকে। সৌম্য সরকার ছাড়া রান পাননি আর কেউ। লড়াইয়ের পুঁজি এনে দেওয়ায় বড় ভূমিকা মিডল অর্ডার ব্যাটসম্যানদের। বড় সংগ্রহের জন্য প্রথম চার ব্যাটসম্যানের দিকেই বেশি তাকিয়ে থাকবে বাংলাদেশ।
বোলাদের প্রায় সবাই ভালো করেছেন। নতুন বলে আলো ছড়িয়েছেন শেখ মেহেদি হাসান। শুরু আর শেষে চমৎকার বোলিং করেছেন হাসান মাহমুদ। অবদান রেখেছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান, রিশাদ হোসেনরাও।
উইকেটের পেছেন দারুণ দিন কাটিয়েছেন লিটন দাস। এবার উইকেটের সামনে নিজেকে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ তার জন্য। ব্যাটিংয়ে বিভীষিকার সফরে শেষটায় অন্তত তার ব্যাটে বড় রান চাইবে বাংলাদেশ।