সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৪/৩
ফরচুন বরিশাল: ১৯.৩ ওভারে ১৯৫/৭
07 Feb 2025, 10:11 PM
তামিমের ব্যাটে শুরু, রিশাদের ব্যাটে শেষ
দুইশ ছুঁইছুঁই রান তাড়ায় যে শুরু দরকার ছিল সেটাই এনে দিয়েছিলেন তামিম ইকবাল (২৯ বলে ৫৪)। নিয়মিত উইকেট পতনের মধ্যে মাঝের ওভারগুলোতে দলকে টানেন কাইল মেয়ার্স (২৮ বলে ৪৬)।
১৮তম ওভারে শরিফুল ইসলামের জোড়া আঘাতে তবুও সমীকরণ হয়ে গিয়েছিল কঠিন। কিন্তু বিনুরা ফার্নান্দোর পর হুসেইন তালাতকে ছক্কায় ওড়িয়ে স্নায়ুক্ষয়ী শেষের সময়টুকু পার করান রিশাদ হোসেন (৬ বলে ১৮*)।
সবার মিলিত চেষ্টায় টানা দুই আসরে শিরোপা জিতল বরিশাল। ২০১৩ আসরের পর ফের ফাইনালে হারল চিটাগং কিংস। শিরোপার জন্য তাদের অপেক্ষা আরও বাড়ল।
07 Feb 2025, 09:55 PM
রেকর্ড গড়া জয়ে চ্যাম্পিয়ন বরিশাল
বারবার রঙ পাল্টানো ম্যাচের শেষটায় নায়ক রিশাদ হোসেন। শেষ দুই ওভারে তার দুটি ছক্কায় স্নায়ুর কঠিন পরীক্ষায় উতরে গিয়ে বিপিএলের শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল।
টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হতে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ পেয়েছিল তামিম ইকবালের দল। অধিনায়কের দেখানো পথ ধরে হেঁটে সেই চ্যালেঞ্জ জিতল বরিশাল।
চিটাগং কিংসের ১৯৪ রান তারা পেরিয়ে গেল তিন বল বাকি থাকতে। রোমাঞ্চকর ফাইনালে জিতল তারা ৩ উইকেটে।
বিপিএলের ফাইনালে এতো রান এর আগে তাড়া করতে পারেনি কোনো দলই। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক আসর পরেই সেই রেকর্ড ভেঙে দিল বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৪/৩ (নাফে ৬৬, পারভেজ ৭৮*, ক্লার্ক ৪৪, শামীম ২, তালাত ০*; মেয়ার্স ৪-০-৩৫-০, আলি ৪-০-২১-১, তানভির ২-০-৪০-০, ইবাদত ৪-০-৩৫-১, নাবি ৪-০-৩৪-০, রিশাদ ২-০-২৬-০)
ফরচুন বরিশাল: ১৯.৩ ওভারে ১৯৫/৭ (তামিম ৫৪, হৃদয় ৩২, মালান ১, মেয়ার্স ৪৬, মুশফিক ১৬, মাহমুদউল্লাহ ৭, নাবি ৪, রিশাদ ১৮*, তানভির ০*; বিনুরা ৪-০-৪২-১, আরাফাত ২-০-১৯-০, শরিফুল ৪-০-৩৪-৪, খালেদ ৪-০-২৯-০, তালাত ৩.৩-০-৪৪-০, নাঈম ২-০-১৮-২)
07 Feb 2025, 09:47 PM
নাবির বিদায়ে রোমাঞ্চকর শেষের অপেক্ষা
ছক্কার পর তিন রান নিলেন রিশাদ হোসেন। শেষ ওভারে বাউন্ডারির আশায় ক্যাচ দিলেন মোহাম্মদ নাবি। বিনুরা ফার্নান্দের এই উইকেটে ফের রঙ পাল্টাল ম্যাচ।
৪ বলে ৪ রান করেন নাবি।
১৯ ওভারে ফরচুন বরিশালের রান ৭ উইকেটে ১৮৭। ক্রিজে রিশাদের সঙ্গী তানভির ইসলাম।
শিরোপা ধরে রাখতে শেষ ওভারে বরিশালের চাই ৮ রান।
07 Feb 2025, 09:42 PM
ফের শরিফুলের জোড়া আঘাত
চার বলের মধ্যে তামিম ইকবাল ও দাভিদ মালানকে ফিরিয়ে দেওয়া শরিফুল ইসলাম নিজের শেষ ওভারে জ্বলে উঠলেন। তিন বলের মধ্যে কাইল মেয়ার্স ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে চিটাগং কিংসের আশা জাগালেন বাঁহাতি এই পেসার।
ছক্কার চেষ্টায় সীমানা ধরা পড়েন মেয়ার্স। ক্যারিবিয়ান অলরাউন্ডার ২৮ বলে তিনটি করে ছক্কা ও চারে করেন ৪৬ রান।
এক বল পর শর্ট বলে কট বিহাইন্ড হয়ে যান মাহমুদউল্লাহ। ১১ বলে তিনি করেন ৭ রান।
১৮ ওভারে ফরচুন বরিশালের রান ৬ উইকেটে ১৭৫। শেষ ২ ওভারে ২০ রান চাই তাদের।
ক্রিজে মোহাম্মদ নাবির সঙ্গী রিশাদ হোসেন।
07 Feb 2025, 09:26 PM
মেয়ার্সের ব্যাটে আশায় বরিশাল
বিনুরা ফার্নান্দোর বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হল চিটাগং কিংস। কাইল মেয়ার্সের ব্যাটের কানা স্পর্শ করেনি বল।
পরের বলে একটুর জন্য বেঁচে গেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে যাওয়া ক্যাচ ধরতে পারেননি শরিফুল ইসলাম। উল্টো চার পেয়ে যান ব্যাটসম্যান।
পঞ্চম বলে সীমানায় বল ধরতে পারেননি সৈয়দ খালেদ আহমেদ। এক রানের জায়গায় আরেকটি বাউন্ডারি পেয়ে যান মেয়ার্স। সমীকরণ অনেকটাই সহজ হয়ে যায় ফরচুন বরিশালের।
১৬ ওভারে বরিশালের রান ৪ উইকেটে ১৬৩ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩২ রান চাই তাদের।
২৩ বলে তিনটি করে ছক্কা ও চারে ৪১ রানে খেলছেন মেয়ার্স। ৬ বলে মাহমুদউল্লাহর রান ৪।
07 Feb 2025, 09:07 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন মুশফিক
নাঈম ইসলামের প্রথম দুই বলে মারলেন দুটি চার। স্কুপের চেষ্টায় সফল না হলেও বাই থেকে এলো আরও চার রান। এরপরও ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিকুর রহিম।
স্লগ সুইপ করে সীমানায় খাওয়াজা নাফের হাতে ধরা পড়েন মুশফিক। ভাঙে ১৪ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
তিন চারে ৯ বলে মুশফিক করেন ১৬ রান।
১৩ ওভারে ফরচুন বরিশালের রান ৪ উইকেটে ১৩২। ক্রিজে কাইল মেয়ার্সের সঙ্গী মাহমুদউল্লাহ।
07 Feb 2025, 08:55 PM
ছক্কার চেষ্টায় অক্কা হৃদয়
নিজের জোনেই বল পেয়েছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু স্লগ সুইপে ঠিকঠাক টাইমিং করতে পারেননি তাওহিদ হৃদয়। সীমানায় ধরা পড়লেন তিনি।
নাঈম ইসলামের আপাত সাদামাটা ডেলিভারি যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন, পারেননি হৃদয়। সীমানার একটু ভেতরে সহজ ক্যাচ নেন আরাফাত সানি।
২৮ বলে তিন চারে ৩২ রান করেন হৃদয়।
১১ ওভারে ফরচুন বরিশালের রান ৩ উইকেটে ১০৩। ক্রিজে কাইল মেয়ার্সের সঙ্গী মুশফিকুর রহিম।
07 Feb 2025, 08:50 PM
মাঝপথে বরিশাল ৯৫/২
চার বলের মধ্যে তামিম ইকবাল ও দাভিদ মালানের উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চ্যালেঞ্জ তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্সের কাঁধে।
দুই বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ের পর শট খেলতে শুরু করেছেন হৃদয়। মেয়ার্স একটু সময় নিচ্ছেন শুরুতে।
১০ ওভার ফরচুন বরিশালের রান ২ উইকেটে ৯৫। পরের ১০ ওভারে আর ১০০ রান চাই তাদের।
৩ বলে ৩ রানে খেলছেন মেয়ার্স। ২৭ বলে তিন চারে বরিশালের রান ৩২।
07 Feb 2025, 08:44 PM
রিভিউ নিয়ে মালানকে ফেরালেন মিঠুন
বোলার ও ফিল্ডারদের সঙ্গে কথা বলে রিভিউ নিলেন মোহাম্মদ মিঠুন। সেটা কাজেও লেগে গেল! তামিম ইকবালের পর একই ওভারে দাভিদ মালানের দামী উইকেটও পেল চিটাগং কিংস।
স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি মালান। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন চিটাগং অধিনায়ক। বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল আঘাত হানত লেগ স্টাম্পের উপরের দিকে।
সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার। ২ বলে ১ রান করে ফিরে যান মালান।
৯ ওভারে বরিশালের রান ২ উইকেটে ৮০। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী কাইল মেয়ার্স।
07 Feb 2025, 08:38 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন তামিম
নিজের জোনেই বল পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পার করতে পারলেন না সীমানা। শরিফুল ইসলামের বলে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ধরা পড়লেন লং অফে।
দ্রুত রান তোলা তামিমকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙলেন শরিফুল। বাঁহাতি পেসারের বলে সীমানায় ক্যাচ নেন খালেদ আহমেদ। ভাঙে ৪৯ বল স্থায়ী ৭৬ রানের জুটি।
এক ছক্কা ও নয় চারে ২৯ বলে ৫৪ রান করেন তামিম।
৯.১ ওভারে ফরচুন বরিশালের স্কোর ১ উইকেটে ৭৬। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী দাভিদ মালান।
07 Feb 2025, 08:33 PM
২৪ বলে তামিমের পঞ্চাশ
আরাফাত সানির বলে চারের পর ছক্কা হাঁকালেন তামিম ইকবাল। স্পর্শ করলেন পঞ্চাশ, ২৪ বলে।
বড় রান তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ফরচুন বরিশাল অধিনায়ক। আরেক প্রান্তে তাওহিদ হৃদয় দ্রুত রান তুলতে না পারলেও কোনো চাপ পড়তে দিচ্ছেন না তামিম। একের পর এক বাউন্ডারিতে কক্ষপথে রেখেছেন দলকে।
৭ ওভারে বরিশালের রান বিনা উইকেটে ৭০। ১৭ বলে এক চারে ১৫ রানে খেলছেন হৃদয়। এক ছক্কা ও নয় চারে ২৫ বলে ৫১ রানে ব্যাট করছেন তামিম।
07 Feb 2025, 08:23 PM
পাওয়ার প্লেতে ৫৭/০
তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া ফরচুন বরিশাল পাওয়ার প্লেতে স্পর্শ করেছে পঞ্চাশ।
৬ ওভারে দলটির রান বিনা উইকেটে ৫৭। চিটাগং কিংসও পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রানই করেছিল!
এক চারে ১৫ বলে ১৪ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়। আট চারে ২১ বলে ৩৯ রানে ব্যাট করছেন অধিনায়ক তামিম। তাদের জুটি পঞ্চাশ স্পর্শ করেছে ৩৪ বলে।
07 Feb 2025, 08:11 PM
তামিমের ব্যাটে বরিশালের উড়ন্ত শুরু
রান তাড়ায় বরিশালকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল। অধিনায়কের একের পর এক বাউন্ডারিতে ৩ ওভার শেষে ৩২ রান করেছে শিরোপাধারীরা।
প্রথম ওভারে ১৪ রান নেয় তারা। প্রথম দুই বলে দুটি সিঙ্গেলের পর বিনুরা ফার্নান্দোকে পরের চার বলটি তিনটি চার মারেন তামিম। আরাফাত সানিকে ৪ মেরে রানের খাতা খোলেন তাওহিদ হৃদয়। কিন্তু পরের পাঁচ বলে কেবল ২ রান নিতে পারেন তিনি।
তৃতীয় ওভারে শরিফুল ইসলামকে টানা তিনটি চার মারেন তামিম। ১১ বলে ৬ চারে ২৫ রানে খেলছেন তিনি। ১ চারে ৭ বলে ৭ রান হৃদয়ের।
07 Feb 2025, 07:55 PM
পারভেজ-নাফের পঞ্চাশ চিটাগংয়ের রান পাহাড়
দুইশ রানের আশা জাগালেও শেষ পর্যন্ত ততদূর যেতে পারল না চিটাগং কিংস। তবে পারভেজ হোসেন ও খাওয়াজা নাফের পঞ্চাশে বড় সংগ্রহই গড়েছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রান করেছে চিটাগং। বিপিএলের ফাইনালে এটি তৃতীয় সর্বোচ্চ।
শিরোপা ধরে রাখতে হলে ফরচুন বরিশালকে টপকে হবে রান পাহাড়, গড়তে হবে রান তাড়ার রেকর্ড। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৪৯ বলে চার ছক্কা ও ছয় চারে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন। উড়ন্ত শুরুর পর আর ওই গতি ধরে রাখতে পারেননি তিনি। শেষ দিকে মারতে পারেননি যথেষ্ট বাউন্ডারি।
৪৪ বলে তিন ছক্কা ও সাত চারে ৬৬ রান করেন খাওয়াজা নাফে। মন্থর শুরুর পর পরে রানের গতি বাড়ান তিনি।
তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্রাহাম ক্লার্ক।
তানভির ইসলামের জন্য দুঃস্বপ্নের হয়ে থাকতে পারে এই ফাইনাল। ২ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য তিনি। খরুচে বোলিং করেছেন রিশাদ হোসেন।
৪ ওভারে কেবল ২১ রানে ১ উইকেট নেওয়া মোহাম্মদ আলির জন্যই মূলত দুইশ ছুঁতে পারেনি চিটাগং।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৪/৩ (নাফে ৬৬, পারভেজ ৭৮*, ক্লার্ক ৪৪, শামীম ২, তালাত ০*; মেয়ার্স ৪-০-৩৫-০, আলি ৪-০-২১-১, তানভির ২-০-৪০-০, ইবাদত ৪-০-৩৫-১, নাবি ৪-০-৩৪-০, রিশাদ ২-০-২৬-০)
07 Feb 2025, 07:49 PM
ফুলটসে আউট শামীম
মোহাম্মদ আলি বলটি করলেন শরীর তাক করে। কিন্তু বল মাটিতে রাখতে পারলেন না তিনি। ফুলটস ডেলিভারিতে লেগ সাইডে যেকোনো জায়গায় পাঠাতে পারতেন শামীন হোসেন। কিন্তু তিনিও ব্যর্থ।
ছক্কার চেষ্টায় ব্যাট চালালেন শামীম। কিন্তু শটে ছিল না তেমন জোর। মিডউইকেট বাউন্ডারি থেকে অনেকটা সামনে দৌড়ে এসে ক্যাচ ধরলেন তাওহিদ হৃদয়।
২ বলে ২ রান করে ফিরলেন শামীম। ক্রিজে নতুন ব্যাটসম্যান হোসাইন তালাত।
07 Feb 2025, 07:42 PM
রান আউট ক্লার্ক
অসম্ভব একটি দুই রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে গেলেন গ্রাহাম ক্লার্ক।
মোহাম্মদ আলির বল লং অনে পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন ক্লার্ক। কিন্তু ঠিক মতো দৌড়াতেই পারেননি তিনি। মোহাম্মদ নাবির থ্রো পেয়েই বেলস ফেলে দেন মুশফিকুর রহিম। ভাঙে ৪০ বল স্থায়ী ৭০ রানের জুটি।
২৩ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৪ রান করেন ক্লার্ক।
১৯.২ ওভারে চিটাগং কিংসের রান ২ উইকেটে ১৯১।
ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী শামীম হোসেন।
07 Feb 2025, 07:32 PM
পারভেজ-ক্লার্কের জুটিতে পঞ্চাশ
হুট করে বাউন্ডারি যেন বন্ধ হয়ে গেছে। কাইল মেয়ার্সকে চার মেরে গা ঝাড়া দিলেন গ্রাহাম ক্লার্ক। পারভেজ হোসেনের সঙ্গে তার জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ৩০ বলে।
১৮ ওভারে চিটাগিং কিংসের রান ১ উইকেটে ১৭৬। ১৬ বলে ৩০ রাসে খেলছেন ক্লার্ক। ৪৮ বলে পারভেজের রান ৭৭।
07 Feb 2025, 07:22 PM
এবার আরও খরুচে তানভির
লম্বা সময় পর আক্রমণে ফিরে আরেকটু খরুচে ওভার করলেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনার ৩ ছক্কায় এবার দিলেন ২২ রান। ২ ওভারে ৪০ রান দিয়ে তিনি উইকেটশূন্য।
প্রথম বলে সিঙ্গেল নেন পারভেজ হোসেন। পরের বল ছক্কায় ওড়ানোর পর সিঙ্গেল নেন গ্রাহাম ক্লার্ক।
২ রান নিয়ে স্ট্রাইক ধরে রাখা পারভেজ ওভারের শেষ বলে ছক্কায় ওড়ান তানভিরকে।
১৬ ওভারে চিটাগং কিংসের রান ১ উইকেটে ১৬৩। ১১ বলে ২২ রানে খেলছেন ক্লার্ক। ৪১ বলে পারভেজের রান ৭২।
07 Feb 2025, 07:07 PM
নাফের বিদায়ে ভাঙল শতরানের জুটি
আক্রমণে ফিরে আঘাত হানলেন ইবাদত হোসেন। খাওয়াজা নাফেকে ফিরিয়ে ভাঙলেন ১২১ রানের উদ্বোধনী জুটি।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি নাফে। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ভাঙে ৭৬ বল স্থায়ী জুটি।
৪৪ বলে তিন ছক্কা ও সাত চারে ৬৬ রান করেন নাফে।
১৩ ওভারে চিটাগংয়ের রান ১ উইকেটে ১২১। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী গ্রাহাম ক্লার্ক।
07 Feb 2025, 07:02 PM
ছক্কায় নাফের পঞ্চাশ
শুরুতে একটু সময় নেওয়া খাওয়াজা নাফে মন দিয়েছেন রানের গতি বাড়ানোর দিকে।
রিশাদ হোসেনকে ছক্কায় ওড়িয়ে ৩৭ বলে তিনি স্পর্শ করেছেন পঞ্চাশ। পরের বলে লেগ স্পিনারকে মেরেছেন আরেকটি ছক্কা।
১২ ওভারে চিটাগং কিংসের রান বিনা উইকেটে ১১৫।
৩১ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫১ রানে খেলছেন পারভেজ হোসেন। নাফে ৪১ বলে তিন ছক্কা ও ছয় চারে করেছেন ৬১ রান।
07 Feb 2025, 06:58 PM
৩০ বলে পারভেজের পঞ্চাশ
মোহাম্মদ নাবির বলে সিঙ্গেল নিলেন পারভেজ হোসেন, স্পর্শ করলেন পঞ্চাশ।
ঝড়ো ব্যাটিংয়ে সুর বেঁধে দেওয়া পারভেজের পঞ্চাশ এলো ৩০ বলে। এই সময়ে দুই ছক্কার সঙ্গে তিনি মেরেছেন ছয়টি চার।
পারভেজের সিঙ্গেলে দলের রান স্পর্শ করেছে একশ।
১১ ওভারে চিটাগং কিংসের রান বিনা উইকেটে ১০০।
07 Feb 2025, 06:55 PM
মাঝপথে চিটাগং ৯৩/০
প্রায় একই গতিতে এগিয়ে যাচ্ছে চিটাগং কিংস। ১০ ওভার শেষে একশর কাছে আছে দলটির সংগ্রহ।
ইনিংসের মাঝপথে তাদের রান বিনা উইকেটে ৯৩। ২৮ বলে ৪৯ রানে ব্যাট করছেন পারভেজ হোসেন। ৩২ বলে ৪১ রানে খেলছেন নাফে।
দুই ব্যাটসম্যানকে খুব একটা ভাবাতে পারছেন না বরিশালের কোনো বোলার। নিয়মিতই বাউন্ডারি পাচ্ছেন পারভেজ ও নাফে।
07 Feb 2025, 06:38 PM
পাওয়ার প্লেতে পারভেজ-ঝড়
টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেনের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে চিটাগং কিংস। পাওয়ার প্লেতে অর্থাৎ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করেছে তারা।
এতে মূল অবদান বাঁহাতি ওপেনার পারভেজের। ১৫ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩২ রানে খেলছেন তিনি। আরেক ওপেনার খাওয়াজা নাফে চারটি চারে ২১ বলে করেছেন ২২ রান।
07 Feb 2025, 06:26 PM
তানভিরের উপর চড়াও পারভেজ
প্রথম ৩ ওভারে ২৩ রান নেওয়া চিটাগং কিংসের রান রেট পরের ওভারে দশে নিয়ে গেলেন পারভেজ হোসেন। বাঁহাতি স্পিনার তানভির হোসেনের বলে এক চার ও দুই ছক্কায় নিলেন ১৮ রান।
কাইল মেয়ার্সের আগের ওভারে পরপর দুই চার মেরে ডালা মেলেন পারভেজ। পরের ওভারে তানভিরের বলে সুইপার কাভার দিয়ে মারেন চার।
পঞ্চম বলে স্ট্রাইক ফিরে পেয়ে স্লগ সুইপে ৯৩ মিটার দীর্ঘ ছক্কা মারেন ডিপ মিডউইকেট দিয়ে। পরের বলে লং অফ দিয়ে মারেন আরেকটি!
৪ ওভারে চিটাগং কিংসের রান বিনা উইকেটে ৪১। খাওয়াজা নাফে ১৪ বলে খেলছেন ১২ রানে। ১০ বলে পারভেজের রান ২৭।
07 Feb 2025, 05:50 PM
চিটাগং একাদশে আলিসের জায়গায় নাঈম
দ্বিতীয় কোয়ালিফায়ারের দলে একটি পরিবর্তন এনেছে চিটাগং কিংস। শেষ বলে চার মেরে চিটাগংয়ের দুর্দান্ত জয়ের নায়ক আলিস আল ইসলাম ছিটকে গেছেন চোটে। এই রহস্য স্পিনারের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ নাঈম ইসলাম।
চিটাগং কিংস: খাওয়াজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সৈয়দ খালেদ আহমেদ, আরাফাত সানি, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, বিনুরা ফার্নান্দো।
07 Feb 2025, 05:41 PM
একই একাদশ নিয়ে বরিশাল
জিমি নিশামকে উড়িয়ে আনা হলেও ফাইনালে নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডারকে একাদশে রাখেনি ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই নামছে তারা। অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চাননি তিনি।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, দাভিদ মালান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নাবি, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভির ইসলাম, মোহাম্মদ আলি।
07 Feb 2025, 05:34 PM
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের ফাইনালে টস জিতলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং।
07 Feb 2025, 05:22 PM
শিরোপা ধরে রাখার অভিযানে বরিশাল, প্রথমের অপেক্ষায় চিটাগং
অভিজ্ঞতায় টইটুম্বুর ফরচুন বরিশাল। সঙ্গে শক্তি-সামর্থ্যেও চিটাগং কিংসের চেয়ে যোজন-যোজন এগিয়ে তারা। বিপরীতমুখী এই দুই দল লড়বে এবারের বিপিএলের ফাইনালের মঞ্চে। শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বরিশাল। আর চট্টগ্রামের সামনে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরুর কথা ছিল সন্ধ্যা ৭টায়। পরে সময় এগিয়ে এনে ম্যাচ শুরু হবে এখন ৬টায়।
দল গোছানো থেকে শুরু করে দারুণ পরিকল্পনা-পরিচালনায় প্রত্যাশার পথ ধরে এবারের ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল। গতবার প্রথম শিরোপা জয়ের পরই এবারের জন্য ছক কষে রেখেছিল তারা। সব কিছু বাস্তবায়ন করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে দলটি। এখন শেষ ধাপটি পার করার চ্যালেঞ্জ।
সেই দিক থেকে চট্টগ্রামের অবস্থান একদমই আলাদা। টুর্নামেন্ট জুড়ে তাদের নিয়ে হয়েছে বিতর্ক। ২০১৩ সালের পর বিপিএল খেলতে নেমে পারিপার্শ্বিক সব চ্যালেঞ্জ সামলে আজ তারা শিরোপার মঞ্চে।