সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২২৮
ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪
20 Feb 2025, 10:28 PM
পরাজয়ে শুরু বাংলাদেশের
তাওহিদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরি ও জাকের আলির সঙ্গে রেকর্ডগড়া জুটি যথেষ্ট হলো না বাংলাদেশের জন্য। শুবমান গিলের অপরাজিত শতকে ৬ উইকেটের সহজ জয় পেল ভারত।
হৃদয়ের সেঞ্চুরির পরও অবশ্য ২২৮ রানের বেশি হয়নি বাংলাদেশের পুঁজি। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে ভারত।
শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। পরে হৃদয় ও জাকের মিলে গড়েন ১৫৪ রানের জুটি। ৬৮ রান করে আউট হন জাকের।
শেষ ওভারে ফেরার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ঠিক ১০০ রান করেন হৃদয়। ভারতের পক্ষে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি।
রান তাড়ায় রোহিত শার্মা ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। অধিনায়কের বিদায়ের পর তাদের রানের গতি কমে অনেকটা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন গিল।
অপরাজিত ইনিংসে ১০১ রান করেন গিল। ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে আসে ৮৭ রান। রোহিত আউট হন ৪১ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)
ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রোহিত ৪১, গিল ১০১*, কোহলি ২২, শ্রেয়াস ১৫, আকসার ৮, রাহুল ৪১*; তাসকিন ৯-০-৩৬-১, মুস্তাফিজ ৯-০-৬২-১, তানজিম ৮.৩-০-৫৮-০, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ১-০-৩৮-২)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
20 Feb 2025, 10:16 PM
গিলের সেঞ্চুরি
একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের স্বাদ পেলেন চমৎকার ছন্দে থাকা শুবমান গিল। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকে সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ব্যাটসম্যান তিনি। সব মিলিয়ে দ্বাদশ।
৯ চার ও ২ ছক্কায় ১২৫ বলে মাইলফলক স্পর্শ করেন গিল। ৫১ ম্যাচের ক্যারিয়ারে তার এটি অষ্টম সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের দুটিতেই শতকের দেখা পেলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
৪৫.২ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২২ রান। জয় থেকে ৭ রান দূরে তারা।
20 Feb 2025, 09:58 PM
রাহুল-গিল জুটির পঞ্চাশ
দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা সামলে পঞ্চাশ রানের জুটি গড়লেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ধীরে ধীরে জয়ের কাছে ভারত।
৪১ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৯৫ রান। ৫৪ বলে তাদের প্রয়োজন ৩৪ রান।
গিল ১১২ বলে ৮৫ ও রাহুল ৩১ বলে ২২ রানে অপরাজিত।
20 Feb 2025, 09:44 PM
রাহুলের ক্যাচ ছাড়লেন জাকের
ভারতকে চেপে ধরা বড় সুযোগ হাতছাড়া করলেন জাকের আলি। তাসকিন আহমেদের বলে ডিপ মিড উইকেটে লোকেশ রাহুলের ক্যাচ ছেড়ে দিলেন তিনি। ৯ রানে বেঁচে গেলেন রাহুল।
ক্যাচ ছাড়তেই ধারাভাষ্যকার বলেন, 'বাংলাদেশের শেষ সুযোগটি হয়তো ছেড়ে দিলেন জাকের।'
৩৭ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭২ রান। রাহুলের ২১ বলে ১০ ও গিল ৯৮ বলে ৭৪ রানে অপরাজিত।
৭৮ বলে ভারতের প্রয়োজন ৫৭ রান।
20 Feb 2025, 09:12 PM
টিকলেন না আকসার
পাঁচ নম্বরে নেমে তেমন কিছু করতে পারলেন না আকসার প্যাটেল। রিশাদ হোসেনের বলে ছক্কা মারার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে ফিরতি ক্যাচ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান, ১২ বলে ৮ রান।
৩০.১ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। ১১৯ বলে তাদের প্রয়োজন ৮৫ রান।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল। ৭৮ বলে ৫৬ রানে অপরাজিত শুবমান গিল।
20 Feb 2025, 09:06 PM
মুস্তাফিজের শিকার শ্রেয়াস
শ্রেয়াস আইয়ারকে বেশিক্ষণ টিকতে দিলেন না মুস্তাফিজুর রহমান। অফ কাটারে বড় শটের খোঁজে মিড অফে ক্যাচ আউট হলেন শ্রেয়াস। ১৭ বলে তার সংগ্রহ ১৫ রান।
পাঁচ নম্বরে নামলেন আকসার প্যাটেল। ৭৫ বলে ৫৩ রানে অপরাজিত শুবমান গিল।
২৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। ২২ ওভারে তাদের প্রয়োজন ৯৫ রান।
20 Feb 2025, 08:54 PM
গিলের আরেকটি ফিফটি
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা শুবমান গিলের ব্যাট থেকে এলো আরেকটি ফিফটি। ৫ চার ও ১ ছক্কায় ৬৯ বলে মাইলফলক স্পর্শ করলেন ২৫ বছর বয়সী ওপেনার।
বাংলদেশের বিপক্ষে খেলা তিন ম্যাচেই অন্তত ফিফটি করলেন গিল।
২৫ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান। বাকি ২৫ ওভার তাদের প্রয়োজন ১০৭ রান।
20 Feb 2025, 08:50 PM
রান আউটের সুযোগ নষ্ট
পরপর দুই ওভারে দুই উইকেট পেতে পারত বাংলাদেশ। কিন্তু রান আউটের সুযোগ কাজে লাগাতে পারল না তারা। রানের খাতা খোলার আগেই বেঁচে গেলেন শ্রেয়াস আইয়ার।
মুস্তাফিজুর রহমানের বল মিড অফের দিকে খেলেই শুরুতে রানের জন্য ছোটেন শুবমান গিল। তবে পরমুহূর্তেই মানা করে দেন তিনি। ততক্ষণে মাঝ ক্রিজে শ্রেয়াস। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙতে পারেননি নাজমুল হোসেন শান্ত। মুস্তাফিজও বল ধরতে পারেননি।
২৪ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান।
20 Feb 2025, 08:44 PM
কোহলিকে ফেরালেন রিশাদ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে লেগ স্পিনার আদিল রাশিদের বলে আউট হয়েছিলেন ভিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও তার উইকেট পেলেন আরেক লেগ স্পিনার রিশাদ হোসেন।
অফ স্টাম্পের বাইরের লেগ ব্রেকে দূর থেকে খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন কোহলি। সহজ ক্যাচ নেন সৌম্য সরকার। ১ চারে ৩৮ বলে ২২ রান করেন কোহলি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ৬২ বলে ৪৭ রানে অপরাজিত শুবমান গিল।
২৩ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান।
20 Feb 2025, 08:34 PM
২০ ওভারে ভারতের একশ
রানের গতি কিছুটা কমলেও নির্বিঘ্নে দলকে এগিয়ে নিচ্ছেন শুবমান গিল ও ভিরাট কোহলি। তাদের জুটিতে ২০ ওভারে একশ পূর্ণ হয়েছে ভারতের। অষ্টম ওভারে পঞ্চাশ রান করে ফেলেছিল ভারত। পরের পঞ্চাশ করতে লাগল ১২ ওভার।
২০ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান। বাকি ৩০ ওভারে তাদের প্রয়োজন ১২৮ রান। কোহলি ৩২ বলে ১৬ ও গিল ৪২ বলে ৩২ রানে অপরাজিত।
20 Feb 2025, 08:24 PM
রানের বানে বাধ
পাওয়ার প্লে শেষ হওয়ার পর ভারতের রানের গতি কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। তবে উইকেট আর নিতে পারেনি তারা।
১৭ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৯১ রান। সবশেষ ৭ ওভারে মাত্র ২২ রান করেছে তারা।
তিন নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করতে পারছেন না ভিরাট কোহলি। ২১ বলে ৯ রানে অপরাজিত তিনি। শুবমান গিলও ঢুকে গেছেন খোলসে। ৪৫ বলে তার সংগ্রহ ৩৯ রান। সবশেষ ২২ বলে ১৩ রান করেছেন তিনি।
জয়ের জন্য ৩৩ ওভারে ১৩৮ রান প্রয়োজন ভারতের।
20 Feb 2025, 08:01 PM
রোহিতকে ফেরালেন তাসকিন
নতুন বলে শুরু থেকে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে রোহিত শার্মাকে বিদায় করে দিলেন অভিজ্ঞ পেসার।
ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শটের আশায় হাওয়ায় ভাসিয়ে দেন রোহিত। পয়েন্ট থেকে কিছুটা পেছনে গিয়ে দারুণ ক্যাচ নেন রিশাদ হোসেন।
৭ চারে ৩৬ বলে ৪১ রান করে ফেরেন রোহিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভিরাট কোহলি। ২৩ বলে ২৬ রানে অপরাজিত শুবমান গিল।
১০ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। পাঁচ ওভারে তাসকিনের খরচ ২১ রান। বাকি পাঁচ ওভারে তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান দিয়েছেন ৪৮ রান।
জয়ের জন্য ৪০ ওভারে ভারতের প্রয়োজন ১৬০ রান।
20 Feb 2025, 07:49 PM
অষ্টম ওভারে উদ্বোধনী জুটির পঞ্চাশ
রান তাড়ায় বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দারুণ শুরু করল ভারত। আট ওভারেই উদ্বোধনী জুটির পঞ্চাশ পূর্ণ করে ফেললেন রোহিত শার্মা ও শুবমান গিল।
অষ্টম ওভারে মুস্তাফিজুর রহমানের শেষ বলে রোহিতের বাউন্ডারিতে পূর্ণ হয় পঞ্চাশ রান। ওই ওভারে ভারত অধিনায়কের কাছে আরেকটি বাউন্ডারি হজম করেন বাঁহাতি পেসার।
৮ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫১ রান। রোহিত ৩১ বলে ৩৭ ও গিল ১৭ বলে ১৪ রানে অপরাজিত।
৪ ওভারে মুস্তাফিজের খরচ ৩৪ রান। তার অর্ধেক ১৭ রান দিয়েছেন তাসকিন আহমেদ।
20 Feb 2025, 07:30 PM
রোহিতের ১১ হাজার
মুস্তাফিজুর রহমানের প্রথম ওভারে বেশ ভুগলেন রোহিত শার্মা। পরের ওভারে মারলেন দুটি বাউন্ডারি। দ্বিতীয় বাউন্ডারিতে ওয়ানডেতে স্পর্শ করলেন ১১ হাজার রানের মাইলফলক।
ওয়ানডেতে ভারত অধিনায়কের চেয়ে কম ইনিংসে ১১ হাজার রান করতে পেরেছেন কেবল ভিরাট কোহলি। তার লেগেছিল ২২২ ইনিংস, রোহিত লাগল ২৬১ ইনিংস।
৪ ওভারে ভারতের রান বিনা উইকেটে ২২।
20 Feb 2025, 07:02 PM
জাকেরকে নিয়ে হৃদয়ের দারুণ লড়াই
নবম ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে টানলেন তাওহিদ হৃদয়। শূন্য রানে জীবন পাওয়া জাকের আলি পরের সময়টুকুতে দায়িত্বশীল ব্যাটিংয়ে দিলেন সঙ্গ। রেকর্ড গড়া জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
এরপরও খুব বড় হলো না বাংলাদেশের সংগ্রহ। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে গুটিয়ে গেল ২২৮ রানে।
সর্বোচ্চ ১০০ রান করলেন হৃদয়। তার ১১৮ বলের ইনিংস গড়া দুই ছক্কা ও ছয় চারে। তার সঙ্গে ১৫৪ রানের জুটি উপহার দেওয়া জাকের ১১৪ বলে চারটি চারে খেললেন ৬৮ রানের ইনিংস।
স্লিপে জাকেরের ক্যাচ রোহিত শার্মা না ছাড়লে খেলার চিত্র ভিন্ন হতে পারত। বাংলাদেশ ৩৫ রানে হারাতো ষষ্ঠ উইকেট, হ্যাটট্রিক হতো আকসার প্যাটেলের।
জাকের পর জীবন পান হৃদয়ও। সেটা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
হৃদয় ও জাকের ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল তানজিদ হাসান ও রিশাদ হোসেন। চার ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে।
৫৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার মোহাম্মদ শামি। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন হার্শিত রানা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)
20 Feb 2025, 06:50 PM
২২৮ রানে থামল বাংলাদেশ
আর কোনো রান যোগ করতে পারলেন না তাওহিদ হৃদয়। হার্শিত রানার বলে ছক্কার চেষ্টায় শর্ট ফাইন লেগে ক্যাচ দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার বিদায় দিয়ে ২২৮ রানে থামল বাংলাদেশের ইনিংস।
১১৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ১০০ রান করেন হৃদয়। তিনি হার্শিতের তৃতীয় শিকার।
20 Feb 2025, 06:46 PM
তাসকিনকে ফিরিয়ে শামির ৫
দারুণ বোলিংয়ে ৫ উইকেট নিলেন মোহাম্মদ শামি। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়লেন তাসকিন আহমেদ।আইসিসি টুর্নামেন্টে পঞ্চমবার পাঁচ উইকেট নিলেন শামি।
দ্রুত রানের চেষ্টায় তাসকিনকে বড় শট খেলার কথা বলেছিলেন হৃদয়। সেই চেষ্টাতেই সীমানায় ক্যাচ দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৬ বলে তাসকিন করেন তিন রান।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২২৮। ক্রিজে হৃদয়ের সঙ্গী মুস্তাফিজুর রহমান।
20 Feb 2025, 06:38 PM
লড়াকু ব্যাটিংয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি
শরীর আর চলছিল না, তবুও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়। লড়াকু ইনিংসে তিনি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা, ১১৪ বলে।
ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না, দ্রুত দৌড়াতে পারছেন না। প্রাণশক্তি অনেকটাই ক্ষয়ে গেছে তবুও হাল ছাড়ছেন না হৃদয়। ৩৫ রানে ৫ উইকেট হারানো দলকে ২৪০ রানের কাছাকাছি নেওয়ার চেষ্টা করছেন।
১১৪ বলে সেঞ্চুরি ছোঁয়ার পথে দুই ছক্কার সঙ্গে ছয়টি চার মেরেছেন হৃদয়।
20 Feb 2025, 06:22 PM
শূন্য রানে ফিরলেন তানজিম
ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় থাকা বাংলাদেশ হারাল আরেকটি উইকেট। মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরের বল লেগ স্টাম্পে টেনে আনলেন তানজিম হাসান।
বাংলাদেশ হারাল অষ্টম উইকেট, এর চারটি নিলেন শামি।
৪৬.২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তাসকিন আহমেদ।
20 Feb 2025, 06:18 PM
টিকলেন না রিশাদ
ঝড় তোলার আভাস দেওয়া রিশাদ হোসেনকে ফেরালেন হার্শিত রানা। তার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাটের চেষ্টায় শর্ট থার্ড ম্যানে ধরা পড়লেন রিশাদ।
১২ বলে দুই ছক্কা ও এক চারে ১৮ রান করেন রিশাদ।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তানজিদ হাসান।
20 Feb 2025, 06:14 PM
রিশাদের ছক্কায় বাংলাদেশের দুইশ
২৯তম ওভারে একশ ছুঁয়েছিল বাংলাদেশের সংগ্রহ, সেখান থেকে তাদের সংগ্রহ দুইশ রানে গেল কেবল ৪৫তম ওভারে।
শুরুতে বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া আকসার প্যাটেলের ওভারে ২০ রান নিলেন তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন। এতে অবশ্য রিশাদের অবদানই বেশি।
থার্ড ম্যান দিয়ে চার পাওয়ার পর টানা দুটি ছক্কা মারেন রিশাদ। প্রথম ছক্কায় দলের রান স্পর্শ করে দুইশ।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২১২। ১০৪ বলে ৮৯ রানে খেলছেন হৃদয়। ১০ বলে রিশাদের রান ১৭।
20 Feb 2025, 06:08 PM
ভারতের ব্যর্থ রিভিউ
কুলদিপ ইয়াদাভের বলে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন রোহিত শার্মা।
বাঁহাতি রিস্ট স্পিনারের বল পিচ করেছিলেন লেগ স্টাম্পের বাইরে। উইকেট না মিললেও দারুণ বোলিংয়ে ওভারে কেবল ৩ রান দিয়েছেন কুলদিপ।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৯২।
20 Feb 2025, 06:05 PM
জাকেরের বিদায় ভাঙল রেকর্ড গড়া জুটি
মোহাম্মদ শামির অফ কাটারে টেনে লেগে খেলতে চেয়ে সফল হলেন না জাকের আলি। পুরোটা সময় বলে চোখ রেখে লং অনে ক্যাচ নিলেন ভিরাট কোহলি।
রানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন জাকের। স্লোয়ার পেয়ে গায়ের জোরে স্লগ করেছিলেন। তবে টাইমিং হয়নি একেবারেই, উঠে যায় আকাশে। লং অনের বেশ ভেতরে থাকা কোহলি সুযোগ কাজে লাগাতে ভুল করেনি।
এই ক্যাচে মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে বসলেন কোহলি। ওয়ানডেতে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৫৬ ক্যাচ তাদের।
শামির স্লোয়ারে ভাঙল ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৫৪ রানের জুটি, ২০৬ বলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের সবশেষ ওয়ানডেতে মাহমুদউল্লাহর সঙ্গে ১৫০ রানের জুটিতে আগের রেকর্ড গড়েছিলেন জাকের।
চারটি চারে ১১৪ বলে ৬৮ রান করলেন শূন্য রানে জীবন পাওয়া জাকের। ওয়ানডেতে তিনি শামির দুইশতম শিকার।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৮৯। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী রিশাদ হোসেন।
20 Feb 2025, 05:47 PM
জাকের-হৃদয় জুটির রেকর্ড
শুরুর বিপর্যয় সামলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ৪১ ওভার পর্যন্ত দুজনের জুটির সংগ্রহ ১৯৬ বলে ১৪১ রান।
রান ও বলের হিসেবে এটিই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ।
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট হারানোর পর ১৮৭ বলে ১৩১ রান যোগ করেছিলেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও জাস্টিন কেম্প।
৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৬ রান। জাকের ১১০ বলে ৬৬ ও হৃদয় ৯৪ বলে ৭৫ রানেও অপরাজিত।
20 Feb 2025, 05:43 PM
শেষের ঝড়ের মঞ্চ প্রস্তুত
লম্বা সময় ধরে ক্রিজে আছেন দুই ব্যাটসম্যান। পঞ্চাশ ছুঁয়ে এগোচ্ছেন সামনের দিকে। রান রেট এরই মধ্যে ছাড়িয়েছে চার।
শেষের ঝড়ের মঞ্চ প্রস্তুত। ৪০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৬৫।
১০৬ বলে তিন চারে ৬০ রানে খেলছেন জাকের আলি। পঞ্চাশ ছোঁয়ার পর দুই ছক্কায় রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন তাওহিদ হৃদয়। ৯২ বলে দুই ছক্কা ও তিন চারে তিনি খেলছেন ৭০ রানে।
২০২৩ সালের পর এই প্রথম ওয়ানডেতে মাঝের ওভারে অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারের মধ্যে কোনো উইকেট নিতে ব্যর্থ হয়েছে ভারত।
20 Feb 2025, 05:37 PM
৮৫ বলে হৃদয়ের পঞ্চাশ
জাকেরের মতো প্রায় একই ঘরানার ব্যাটিংয়ে পঞ্চাশের দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। রাভিন্দ্রা জাদেজাকে চার মেরে পঞ্চাশে যান তিনি, ৮৫ বলে। ওয়ানডেতে এটি তার অষ্টম ফিফটি।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪২। ৮৬ বলে তিন চারে হৃদয়ের রান ৫৪। ৯৪ বলে তিন চারে জাকের রান ৫৩।
20 Feb 2025, 05:33 PM
ষষ্ঠ উইকেটে রেকর্ড
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এখন জাকের ও হৃদয়ের। ৩৭ ওভার পর্যন্ত দুজন মিলে ১৭৫ বলে গড়েছেন ১০৭ রানের জুটি।
এর আগে ২০১৮ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ১৫৩ বলে ১২৮ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে শতরানের জুটি এটিই প্রথম। এর আগে ষষ্ঠ উইকেটে পঞ্চাশছোঁয়া জুটিও ছিল না কোনো।
20 Feb 2025, 05:33 PM
৮৭ বলে জাকেরের পঞ্চাশ
শূন্য রানে বেঁচে গিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানছেন জাকের আলি। তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েছেন শতরানের জুটি, ১৬৪ বলে।
কুলদিপ ইয়াদাভের বলে দুই রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন জাকের। দুই বল পর তার সিঙ্গেলেই তিন অঙ্ক স্পর্শ করে জুটির রান।
৩৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৩৬। ৯১ বলে তিন চারে ৫২ রানে খেলছেন জাকের। ৮৩ বলে দুই চারে হৃদয়ের রান ৪৯।
20 Feb 2025, 04:59 PM
২৯ ওভারে বাংলাদেশের একশ
৯ ওভারের মধ্যে ৫ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। তবে দ্রুত রান তুলতে পারছেন না তারা।
বাংলাদেশের রান একশ ছুঁয়েছে ২৯তম ওভারে। রান রেট কেবল সাড়ে তিনের একটু উপরে।
২৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৩। ৬২ বলে ৩৪ রানে খেলছেন হৃদয়। ৭০ বলে জাকেরের রান ৩৪।
20 Feb 2025, 04:45 PM
মাঝপথে অস্বস্তিতে বাংলাদেশ
পাওয়ার প্লের মধ্যে ৫ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলির ব্যাটে। দুই ব্যাটসম্যান অবশ্য ভাগ্যকে পাশে পেয়েছেন। একবার করে জীবন পেয়ে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েছেন তারা।
২৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯২। দুই ব্যাটসম্যানই খেলছেন ২৯ রানে। হৃদয়ের লেগেছে ৫০ বল, জাকের ৫৮।
তাদের জুটি পঞ্চাশ ছুঁয়েছে ৮৪ বলে।
20 Feb 2025, 04:33 PM
জীবন পেলেন হৃদয়
নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন কুলদিপ ইয়াদাভ। ক্যাচ ধরতে পারলেন না হার্দিক পান্ডিয়া। বেঁচে গেলেন তাওহিদ হৃদয়।
অফ স্টাম্পের বাইরে বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন ব্যাটসম্যান। টাইমিং করতে পারেননি, ক্যাচ যায় পান্ডিয়ার কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
সে সময় ২৩ রানে ছিলেন হৃদয়। এর আগে রোহিত শার্মার ব্যর্থতায় শূন্য রানে জীবন পান জাকের আলি।
২০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৯।
20 Feb 2025, 04:22 PM
জুটি গড়ার চেষ্টায় জাকের-হৃদয়
দ্রুত ৫ উইকেট হারানো বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়েছে জাকের আলি ও তাওহিদ হৃদয়ের ব্যাটে। নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছেন হৃদয়। শূন্য রানে বেঁচে যাওয়া জাকের একটু দ্রুত রানের চেষ্টায় আছেন।
১৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৫। ৩০ বলে ১৫ রানে খেলছেন হৃদয়। ২৩ বলে জাকের রান ১৭।
ষষ্ঠ উইকেটে এখন পর্যন্ত ৪৫ বলে তারা যোগ করেছেন ৩০ রান।
20 Feb 2025, 04:07 PM
রোহিতের ব্যর্থতায় বাঁচলেন জাকের
বাংলাদেশের বিপদ আরও বাড়তে পারত। সেটি হলো না রোহিত শার্মার ব্যর্থতায়। জাকের আলির সহজ ক্যাচ ছাড়লেন ভারত অধিনায়ক। হ্যাটট্রিক হলো না আকসার প্যাটেলের।
বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ঠিক মতো খেলতে পারেননি জাকের। বিস্ময়করভাবে স্লিপে সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত। গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে গেলেন ব্যাটসম্যান।
৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৬।
20 Feb 2025, 04:02 PM
শূন্যতেই শেষ মুশফিক
দেশকে অনেকবার বিপদ থেকে টেন তোলা মুশফিকুর রহিম এবার ব্যর্থ। দলের বিপদ বাড়িয়ে শূন্য রানে ফিরলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
আকসার প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। স্পিন করে ব্যাটের শোল্ডার ছুঁয়ে জমা পড়ে কিপার লোকেশ রাহুলের গ্লাভসে। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে এখন যৌথভাবে দুইয়ে তিনি। তিনি স্পর্শ করেছেন মাশরাফি বিন মুর্তজাকে।
এই দুজনেরই এখন শূন্য ৩৩টি।
বাংলাদেশের হয়ে এই রেকর্ডে সবার ওপরে আছেন তামিম ইকবাল। তিন সংস্করণ মিলিয়ে ৩৬ বার শূন্যতে ফেরার তেতো স্বাদ পেয়েছেন দেশের সফলতম ওপেনার।
তামিমের আগে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৩১ বার শূন্যতে ফিরেছেন তিনি। সাকিব আল হাসান রান না করেই আউট হয়েছেন ২৭ ইনিংসে।
৮.৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।
20 Feb 2025, 03:55 PM
ভালো শুরুর পর বিদায় তানজিদের
শুরুটা ভালোই পেয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না তিনি। আকসার প্যাটেলের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার।
ম্যাচে প্রথম ওভার করতে আসা আকসারের দ্বিতীয় বলটি জায়গা বানিয়ে অফ সাইডে খেলতে ব্যাট চালান তানজিদ। বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে।
চারটি চারে ২৫ বলে ২৫ রান করে ফেরেন তানজিদ। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মুশফিকুর রহিম।
20 Feb 2025, 03:41 PM
টিকলেন না মিরাজ
মোহাম্মদ শামির আউট সুইঙ্গারে ব্যাট চালিয়ে দিলে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। স্লিপে চমৎকার ক্যাচ নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ালেন শুবমান গিল। ৭ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিল ভারত।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন মিরাজ। মাঝ ব্যাটে নিতে পারেননি, সুইং করে ব্যাটের কানা ছুঁয়ে দ্রুত যায় স্লিপে। দুই হাত বাড়িয়ে মাথার উপর থেকে ক্যাচ নেন ফিল্ডার গিল। ভাঙে ২৮ বল স্থায়ী ২৪ রানের জুটি।
এক চারে ১০ বলে ৫ রান করেন মিরাজ।
৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৭। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
20 Feb 2025, 03:29 PM
তানজিদের পাল্টা আক্রমণ
সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরার পর পাল্টা আক্রমণে চাপ সরানোর চেষ্টা করছেন তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনার এরই মধ্যে খেলেছেন চমৎকার কিছু শট।
তৃতীয় ওভারে মোহাম্মদ শামির বলে কাভার দিয়ে চার মেরে গা ঝাড়া দেন তানজিদ। পরের বলে বেরিয়ে এসে মারেন এক্সট্রা কাভারের উপর দিয়ে।
পঞ্চম ওভারে মিড-অনে উপর দিয়ে শামিকে আরেকটি চার মারেন তানজিদ। সেই ওভারেই কাভার দিয়ে বাউন্ডারি মারেন মেহেদী হাসান মিরাজ।
৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২২। ১৬ বলে তিন চারে ১৭ রানে খেলছেন তানজিদ। ৭ বলে মিরাজের রান ৪।
20 Feb 2025, 03:20 PM
খালি হাতে ফিরলেন শান্ত
সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও রানের খাতা খুলতে পারলেন না। দ্বিতীয় ওভারে হার্শিত রানার অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে ড্রাইভ করে কাভারে ভিরাট কোহলির হাতে ক্যাচ দিলেন বাংলাদেশ অধিনায়ক।
দুই বলে শূন্য রানে ফিরলেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ২ রানে খেলছেন তানজিদ হাসান।
২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২ রান।
20 Feb 2025, 03:12 PM
শুরুতেই শেষ সৌম্য
প্রথম ওভারেই ধাক্কা খেল বাংলাদেশ। টানা চারটি ডট খেলার পর ড্রেসিং রুমে ফিরে গেলেন সৌম্য সরকার। মোহাম্মদ শামির বলে ড্রাইভ খেলার চেষ্টায় ব্যাটের ভেতরের কানায় লেগে কট বিহাইন্ড হলেন বাঁহাতি ওপেনার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনিয়ে পরপর দুই ম্যাচে শূন্য রানে ফিরলেন সৌম্য। ২০১৭ সালের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষেই খালি হাতে ফিরেছিলেন তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে টানা চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সৌম্য।
এক ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১ রান। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী হলেন নাজমুল হোসেন শান্ত।
20 Feb 2025, 02:59 PM
তুলনামূলক বড় বাউন্ডারির চ্যালেঞ্জ
পিচ রিপোর্টে মেল জোন্স ও নাসের হুসেইন জানিয়েছেন, মাঠের আবহাওয়া বেশ ঠাণ্ডা। তেমন বাতাস নেই। উইকেটের সোজা বাউন্ডারি ৮২ মিটার। দুই পাশের বাউন্ডারি ৬২ ও ৭৪ মিটার। দুই দিকে প্রায় ১২ মিটারের পার্থক্য বিরল।
উইকেট একদম তরতাজা। পুরোপুরি ব্যাটিং সহায়ক উইকেট। শেষ দিকে কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে। মাঠকর্মীরা বলেছেন, এ বছর শিশির দেখেননি তারা। তাই টস জিতে ব্যাটিং নেওয়াই শ্রেয়।
20 Feb 2025, 02:54 PM
ভারতের একাদশে দুই পেসার ও তিন স্পিনার
বাংলাদেশের সমন্বয়ের উল্টোটা নিয়ে খেলতে নামবে ভারত। দুই পেসার হার্শিত রানা ও মোহাম্মদ শামির সঙ্গে স্পিন বিভাগে থাকবেন তিন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল, রাভিন্দ্রা জাদেজা ও কুলদিপ ইয়াদাভ।
অবশ্য এদের সঙ্গে নিশ্চিতভাবেই হাত ঘোরাবেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ভারত একাদশ: রোহিত শার্মা, শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, রাভিন্দ্রা জাদেজা, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদিপ ইয়াদাভ।
20 Feb 2025, 02:48 PM
তিন পেসার, দুই স্পিনারের একাদশে নেই মাহমুদউল্লাহ
প্রায় ১৪ মাস পর মাহমুদউল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। ২০২৩ সালের নিউ জিল্যান্ড সফরে ছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। মাঝে সবগুলো ওয়ানডে খেলেছেন তিনি।
মাহমুদউল্লাহর না থাকার ব্যাপারে টসের সময় কিছু বলেননি নাজমুল হোসেন শান্ত। পরে ধারাভাষ্যে বলা হয়েছে, হালকা চোট রয়েছে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের।
বাংলাদেশ একাদশে আরেকটি চমক বলা যায় নাহিদ রানার অনুপস্থিতি। ম্যাচের আগে তরুণ গতিময় পেসারকে নিয়ে হয়েছে অনেক আলোচনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ।
পেস বিভাগে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন তানজিম হাসান। স্পিনে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দলের প্রয়োজনে হাত ঘোরাতে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
20 Feb 2025, 02:37 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কয়েনভাগ্য রইল নাজমুল হোসেন শান্তর পক্ষে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
ভালো উইকেটে বড় স্কোর গড়ার লক্ষ্যের কথা বলেছেন শান্ত। ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে আগে ফিল্ডিংই নিতো ভারত। তাই টসের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তারা।
20 Feb 2025, 02:26 PM
দেড় যুগের অপেক্ষা ঘোচানোর অভিযান
২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে সেবার যাত্রা শুরু করেছিল তারা।
এরপর থেকে শুধুই হতাশা। গত ১৮ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও দশ ম্যাচ খেলেও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। গত তিন বছরে টানা দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে তারা।
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত।
20 Feb 2025, 02:23 PM
চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু বাংলাদেশের
শিরোপায় চোখ রেখে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে বাংলাদেশ। সেই অভিযানে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। তাই আত্মবিশ্বাসের জায়গা কিছুটা হলেও নড়বড়ে থাকতে পারে তাদের। আর ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে ভারত।
সার্বিক মুখোমুখি পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে সবশেষ পাঁচ দেখায় তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সেই অনুপ্রেরণা কাজে লাগাতে পারলে হয়তো শিরোপা জেতার পথে শুরুটা ভালো করতে পারবে তারা।