সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২৫১/৭
ভারত: ৪৯ ওভারে ২৫৪/৬
09 Mar 2025, 10:40 PM
ভারতের রেকর্ড শিরোপা
চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বেশি শিরোপা জয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিল ভারত ও অস্ট্রেলিয়া। দুবাইয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে রেকর্ডটি নিজেদের করে নিল ভারত।
২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে হয়েছিল। পরে ২০১৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফিটি উঁচিয়ে ধরে উপমহাদেশের পরাশক্তিরা।
অস্ট্রেলিয়া টানা দুটি শিরোপা জিতেছিল ২০০৬ ও ২০০৯ সালে। নয় আসরের মধ্যে একবার করে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
09 Mar 2025, 10:33 PM
৮ বছর আগের আক্ষেপ মোচন
চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসর হয়েছিল ২০১৭ সালে। সেবারও ফাইনালে খেলেছিল ভারত। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে পেরে ওঠেনি তারা। ভাঙে তাদের টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয়ের আশা।
সেই আক্ষেপ ৮ বছর পর এসে ঘুচাতে পারল ভারত। রোহিত শার্মার নেতৃত্বে আরেকবার তারা উঁচিয়ে ধরল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা।
09 Mar 2025, 10:30 PM
২৫ বছরের পুরোনো ক্ষতে প্রলেপ
দুই যুগেরও বেশি সময় আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। তখন এই প্রতিযোগিতার নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। ২০০০ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে নাইরোবিতে কিউইদের বিপক্ষে জিততে পারেনি তারা।
২৫ বছর পর আবারও ফাইনালে কিউইদের পেয়ে এবার আর ভুল করেনি ভারত। দারুণ জয়ে পুরনো সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে তারা।
09 Mar 2025, 10:23 PM
অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
উইল ও’রোকের বল বাউন্ডারিতে পাঠালেন রাভিন্দ্রা জাদেজা। বাউন্ডারি লাইনের কাছেই দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটাররা দৌড়ে ঢুকে গেলেন মাঠে। ক্রিজে থাকা জাদেজা ও লোকেশ রাহুলের সঙ্গে জড়ো হলেন উদযাপনে। আরেকটি শিরোপা জয় বলে কথা!
নিউ জিল্যান্ডকে হতাশ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা ঘরে তুলল ভারত। দুবাইয়ে রোববারের ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারাল তারা।
টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৫১ রান করে নিউ জিল্যান্ড। ৬ বল বাকি থাকতে প্রতিপক্ষের রান টপকে জয়ের উল্লাসে মাতে ভারতীয়রা।
টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতল ভারত। গ্রুপ পর্বে বাংলাদেশ, নিউ জিল্যান্ড, পাকিস্তানকে হারায় তারা। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বাধা অতিক্রম করে ফাইনালেও জয়ের হাসি ফুটল তাদের মুখে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/৭ (ইয়াং ১৫, রাভিন্দ্রা ৩৭, উইলিয়ামসন ১১, মিচেল ৬৩, ল্যাথাম ১৪, ফিলিপস ৩৪, ব্রেসওয়েল ৫৩*, স্যান্টনার ৮, স্মিথ ০*; শামি ৯-০-৭৪-১, পান্ডিয়া ৩-০-৩০-০, ভারুন ১০-০-৪৫-২, কুলদিপ ১০-০-৪০-২, আকসার ৮-০-২৯-০, জাদেজা ১০-০-৩০-১)
ভারত: ৪৯ ওভারে ২৫৪/৬ (রোহিত ৭৬, গিল ৩১, কোহলি ১, শ্রেয়াস ৪৮, আকসার ২৯, রাহুল ৩৪*, পান্ডিয়া ১৮, জাদেজা ৯*; জেমিসন ৫-০-২৪-১, ও’রোক ৭-০-৫৬-০, স্মিথ ২-০-২২-০, স্যান্টনার ১০-০-৪৬-২, রাভিন্দ্রা ১০-০-৪৭-১, ব্রেসওয়েল ১০-১-২৮-২, ফিলিপস ৫-০-৩১-০)
09 Mar 2025, 10:14 PM
পান্ডিয়াকে ফেরালেন জেমিসন
দ্রুত রান তোলার চেষ্টায় কাইল জেমিসনকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ভারত হারাল ষষ্ঠ উইকেট।
দীর্ঘদেহী পেসারের বাউন্সারে ঠিকঠাক পুল করতে পারেননি পান্ডিয়া। সহজ ফিরতি ক্যাচ নেন জেমিস। ভাঙে ৩৬ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
৪৮ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৪৫। ক্রিজে লোকেশ রাহুলের সঙ্গী রবীন্দ্র জাদেজা।
09 Mar 2025, 09:49 PM
অহেতুক ঝুঁকি নিয়ে ফিরলেন আকসার
নিউ জিল্যান্ডের দুই মূল স্পিনারের একজন- মাইকেল ব্রেসওয়েলের কোটার শেষ ওভার। সিঙ্গেলের চেষ্টা না করে ছক্কা মারতে গেলেন আকসার প্যাটেল। ঝুঁকি নেওয়ার মাশুল দিলেন নিজের উইকেট বিলিয়ে।
অফ স্টাম্পে থাকা ডেলিভারিতে বেরিয়ে এসে লং অফ দিয়ে তুলে মারেন আকসার। টাইমিং করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। কিছুটা এগিয়ে এসে ক্যাচ নেন উইল ও’রোক। ভাঙে ১৭ বল স্থায়ী ২০ রানের জুটি।
৪০ বলে একটি করে ছক্কা ও চারে আকসার করেন ২৯ রান।
৪২ ওভারে নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ২০৩। ক্রিজে লোকেশ রাহুলের সঙ্গী হার্দিক পান্ডিয়া।
09 Mar 2025, 09:36 PM
রাভিন্দ্রার দারুণ ক্যাচে ফিরলেন শ্রেয়াস
জীবন পাওয়ার পর বেশিক্ষণ টিকলেন না শ্রেয়াস আইয়ার। আক্রমণে ফেরা নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ফাইনাল লেগে দুর্দান্ত ক্যাচ নিয়ে বড় অবদান রাখলেন রাচিন রাভিন্দ্রা।
একটু শর্ট বল লেগে ঘুরিয়েছিলেন শ্রেয়াস। মাটিতে রাখতে পারেননি। ক্যাচ যায় শর্ট ফাইন লেগে। সামনের দিকে ডাইভ নিয়ে দারুণ ক্যাচ নিয়ে বাকিটা সারেন রাভিন্দ্রা। ভাঙে ৭৫ বল স্থায়ী ৬১ রানের জুটি।
৬২ বলে দুটি করে ছক্কা ও চারে ৪৮ রান করেন শ্রেয়াস।
৩৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১৯০। ক্রিজে আকসার প্যাটেলের সঙ্গী লোকেশ রাহুল।
09 Mar 2025, 09:24 PM
শ্রেয়াসকে জীবন দিলেন জেমিসন
গ্লেন ফিলিপসকে ছক্বা মেরে জুটির পঞ্চাশ স্পর্শ করলেন শ্রেয়াস আইয়ার, ৬২ বলে। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টা তিনি দিলেন ক্যাচ। কিছুটা দৌড়ে সামনে এগিয়ে এসে বলের নাগাল পেলেও মুঠোয় রাখতে পারলেন না কাইল জেমিসন।
সে সময় ৪৪ রানে ছিলেন শ্রেয়াস।
৩৭ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৭৬। ৫৬ বলে ৪৬ রানে খেলছেন শ্রেয়াস। ৩১ বলে আকসার প্যাটেলের রান ১৭।
জয়ের জন্য ৭৮ বলে ৭৬ রান চাই ভারতের।
09 Mar 2025, 08:50 PM
রোহিতকে ফেরালেন রাভিন্দ্রা
কিউই স্পিনারদের সামনে ভুগছে ভারত। কমে এসেছে রানের গতি। ধীরে ধীরে বাড়ছে চাপ। সেটা আলগা করতেই বেরিয়ে এসে রাচিন রাভিন্দ্রাকে ছক্কায় ওড়াতে চাইলেন। সেটা তো পারলেনই না উল্টো দলকে চাপে ফেলে বিদায় নিলেন রোহিত শার্মা।
সবশেষ ৫ ওভারে রান রেট নেমে এসেছে দুইয়ের নিচে। একের পর এক ডট বলে বাড়ছে চাপ। থিতু ব্যাটসম্যান রোহিতও রান বের করতে পারছেন না। সে কারণেই হয়তো বেরিয়ে এসে ছক্কা মারতে চাইলেন তিনি।
রাভিন্দ্রার ডেলিভারির নাগাল পাননি রোহিত। এতোটা এগিয়ে এসেছিলেন যে ফেরার সুযোগ ছিল না। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেন টম ল্যাথাম। ভাঙে ৪২ বল স্থায়ী ১৬ রানের জুটি।
৮৩ বলে সাত চার ও তিন ছক্কায় ভারত অধিনায়ক করেন ৭৬ রান।
২৭ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১২২। ক্রিজে শ্রেয়াস আইয়ারের সঙ্গী আকসার প্যাটেল।
09 Mar 2025, 08:30 PM
শুরুতেই শেষ কোহলি
রান তাড়ায় বিরল ব্যর্থতার শিকার ভিরাট কোহলি। দ্বিতীয় বলে ড্রেসিং রুমে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হলেন কোহলি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি তার। আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পেলেন ব্রেসওয়েল।
২ বলে ১ রান করে ফিরলেন কোহলি।
২০ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০৮ রান। রোহিত শার্মা ৬৫ বলে ৭০ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।
09 Mar 2025, 08:25 PM
ফিলিপসের আরেকটি দুর্দান্ত ক্যাচ
চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে অতিমানবীয় ফিল্ডিং করা গ্লেন ফিলিপস নিলেন আরেকটি দুর্দান্ত ক্যাচ। ভাঙল ১১২ বল স্থায়ী ভারতের ১০৫ রানের উদ্বোধনী জুটি।
মিচেল স্যান্টনারের অফ ম্টাম্পের বাইরের ডেলিভারিতে এক্সট্রা কাভার দিয়ে তুলে মেরেছিলেন শুবমান গিল। অন্য কোনো ফিল্ডার থাকলে হয়তো বাউন্ডারিই হয়ে যেত। কিন্তু মাথার অনেক উপর দিয়ে দ্রুত চলে যাওয়া বল ঠিক সময় লাফিয়ে অনেকটা মাথার পেছন থেকে মুঠোয় পুরে ফেললেন ফিলিপস! একরাশ হতাশা নিয়ে ফিরলেন গিল।
৬০ বলে এক ছক্কায় ৩১ রান করেছেন ভারতীয় ওপেনার।
১৯ ওভারে ভারতের রান ১ উইকেটে ১০৬। ক্রিজে রোহিত শার্মার সঙ্গী ভিরাট কোহলি।
09 Mar 2025, 08:13 PM
উদ্বোধনী জুটির সেঞ্চুরি
আড়াইশ ছোঁয়া লক্ষ্যে উদ্বোধনী জুটিতে শতরান পেরিয়ে গেল ভারত, ১০২ বলে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটিই প্রথম একশ রানের জুটি।
ওয়ানডেতে এটি রোহিত ও গিলের সপ্তম শতরানের বন্ধন। এমন আগের ছয় ম্যাচেই জিতেছিল ভারত।
১৭ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০০ রান। রোহিত শার্মা ৬০ বলে ৬৮ ও শুবমান গিল ৪২ বলে ২৭ রানে অপরাজিত।
09 Mar 2025, 07:49 PM
রোহিতের ঝড়ো ফিফটি
শুরু থেকে চমৎকার ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি করলেন রোহিত শার্মা। ৫ চারের সঙ্গে তিনি মারলেন ৩টি ছক্কা।
চলতি টুর্নামেন্টে এটিই তার প্রথম পঞ্চাশ। সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। এর সঙ্গে ৩২টি সেঞ্চুরি আছে রোহিতের।
১১ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান। রোহিত ৪১ বলে ৫০ ও শুবমান গিল ২৫ বলে ১০ রানে অপরাজিত।
বাকি ৩৯ ওভারে ভারতের প্রয়োজন আর ১৮৭ রান।
09 Mar 2025, 07:49 PM
পাওয়ার প্লেতে ৬৪/০
রান তাড়ায় দলকে দারুণ শুরু এনে দিয়েছেন রোহিত শার্মা। তার সঙ্গে শুবমান গিলের জুটিতে ছুটছে ভারত।
১০ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৬৪। ৪০ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৪৯ রানে ব্যাট করছেন রোহিত। ২০ বলে গিলের রান ১০।
09 Mar 2025, 07:41 PM
অষ্টম ওভারে ভারতের পঞ্চাশ
রান তাড়ায় ঝড়ো শুরু করলেন রোহিত শার্মা। ন্যাথান স্মিথের বল সোজা ছক্কায় উড়িয়ে অষ্টম ওভারে দলের পঞ্চাশ পূর্ণ করলেন ভারত অধিনায়ক। একই ওভারে আরও দুটি বাউন্ডারি মারেন অভিজ্ঞ ওপেনার।
৮ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান। ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত রোহিত। গিল খেলছেন ১৩ বলে ৭ রানে।
জয়ের জন্য ৪২ ওভারে ১৯৩ রান প্রয়োজন ভারতের।
09 Mar 2025, 07:36 PM
গিলের ক্যাচ ছাড়লেন মিচেল
রোহিত শার্মার দেখাদেখি ঝড়ো ব্যাটিং করতে চাইলেন শুবমান গিল। কিন্তু উল্টো সুযোগ দিয়ে বসলেন তরুণ ওপেনার। তবে কাইল জেমিসনের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ নিতে পারলেন না ড্যারিল মিচেল।
৬ রানে বেঁচে গেলেন গিল। এক বল পর বাউন্ডারি মেরে জেমিসনের হতাশা আরও বাড়ালেন রোহিত।
৭ ওভারে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান। রোহিত ২৯ বলে ৩৩ ও গিল ১৩ বলে ৭ রানে অপরাজিত।
09 Mar 2025, 07:30 PM
ভারতের ভালো শুরু
কিউই পেসারদের বিপক্ষে ভালো শুরু করেছে ভারত। সহজাত ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করছেন রোহিত শার্মা। আরেক প্রান্তে সময় নিচ্ছেন শুবমান গিল।
চোটের জন্য ছিটকে যাওয়া ম্যাট হেনরির অভাব প্রবলভাবেই অনুভব করছে নিউ জিল্যান্ড। নতুন বলে খুব একটা প্রভাব ফেলতে পারছেন না কাইল জেমিসন ও উইল ও’রোক।
৫ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৩১। ২০ বলে রোহিতের রান ২১। ১০ বলে ৫ রানে খেলছেন গিল।
09 Mar 2025, 07:07 PM
ফিল্ডিংয়ে নামেননি উইলিয়ামসন
চোটের জন্য ফিল্ডিংয়ে নামেননি নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তার জায়গায় ফিল্ডিং করছেন মার্ক চ্যাপম্যান।
09 Mar 2025, 06:37 PM
৩৯ বলে ব্রেসওয়েলের পঞ্চাশ
ক্রিজে যাওয়ার পর দ্রুত রান তোলায় মনোযোগ দেওয়া মাইকেল ব্রেসওয়েল বাড়ালেন রানের গতি। ৩৯ বলে স্পর্শ করলেন পঞ্চাশ। তার ব্যাটে আড়াইশ ছাড়াল নিউ জিল্যান্ডের সংগ্রহ।
৪০ বলে দুই ছক্কা ও তিন চারে ৫৩ রান করেন ব্রেসওয়েল।
ফাইনালে ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান করেছে নিউ জিল্যান্ড।
ব্রেসওয়েল ছাড়া আর চল্লিশ ছাড়াতে পেরেছেন কেবল ড্যারিল মিচেল। তিনি ৬৩ রান করতে খেলেছেন ১০১ বল।
শুরুতে ৩৭ রানের ইনিংসে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন রাচিন রাভিন্দ্রা। পাওয়ার প্লেতে ১০ ওভারে ৬৯ রান তুলেছিল নিউ জিল্যান্ড।
স্পিনারদের হাত ধরে দারুণভাবে ঘুরে দাড়ায় ভারত। কুলদিপ ইয়াদাভ ও ভারুন চক্রবর্তি নেন দুটি করে উইকেট।
পেসাররা ছিলেন খরুচে। ৯ ওভারে ৭৪ রান দেন মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়া ৩ ওভারে খরচা ৩০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৫১/৭ (ইয়াং ১৫, রাভিন্দ্রা ৩৭, উইলিয়ামসন ১১, মিচেল ৬৩, ল্যাথাম ১৪, ফিলিপস ৩৪, ব্রেসওয়েল ৫৩*, স্যান্টনার ৮, স্মিথ ০*; শামি ৯-০-৭৪-১, পান্ডিয়া ৩-০-৩০-০, ভারুন ১০-০-৪৫-২, কুলদিপ ১০-০-৪০-২, আকসার ৮-০-২৯-০, জাদেজা ১০-০-৩০-১)
09 Mar 2025, 06:30 PM
রান আউট মিচেল স্যান্টনার
প্রায় অসম্ভব একটি দুই রানের চেষ্টায় রান আউট হয়ে গেলেন মিচেল স্যান্টনার।
পরের ওভারের প্রথম বল থেকে মাইকেল ব্রেসওয়েলকে স্ট্রাইকে চায় নিউ জিল্যান্ড। তাই সহজ ১ রানের জন্য বসে না থাকা ঝুঁকিপূর্ণ ২ রানের জন্য ছুটেন সেই ব্যাটসম্যান।
ভিরাট কোহলির চমৎকার থ্রোয়ের জন্য তাদের লক্ষ্য পূরণ হয়নি। রান আউট হয়ে যান স্যান্টনার। ভাঙে ২০ বল স্থায়ী ২৮ রানের জুটি।
১০ বলে নিউ জিল্যান্ড অধিনায়ক করেন ৮ রান।
৪৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ৯ উইকেটে ২৩৯। ক্রিজে ব্রেসওয়েলের সঙ্গী ন্যাথান স্মিথ।
09 Mar 2025, 06:11 PM
মিচেলকে ফেরালেন শামি
পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না ড্যারিল মিচেল। মোহাম্মদ শামির বলে কাভারে ক্যাচ দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
শামির প্রথম তিন বলে দুই চারে ১০ রান নেন মিচেল। পরের বল ছিল স্লোয়ার, যা একদমই বুঝতে তিনি। অফে তুলে মারার চেষ্টায় সহজ ক্যাচ দেন রোহিত শার্মার হাতে।
ভাঙল ৪৭ বল স্থায়ী ৪৬ রানে জুটি। ১০১ বলে তিন চারে ৬৩ রান করে ফিরলেন মিচেল।
৪৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ৬ উইকেটে ২১২। ক্রিজে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গী মিচেল স্যান্টনার।
09 Mar 2025, 06:06 PM
৪৫ ওভারে নিউ জিল্যান্ডের দুইশ
মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে কিছুটা বেড়েছে নিউ জিল্যান্ডের রানের গতি। ৪৫তম ওভারে দুইশ স্পর্শ করেছে তাদের সংগ্রহ।
৪২ বলে এসেছিল প্রথম পঞ্চাশ। একশ ছুঁয়েছিল ১১৬ বলে।
দেড়শ এসেছিল ২০৭ রানে। সেখান থেকে দুইশ হল ২৬৮ বলে।
৪৫ ওভারে নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ২০১।
09 Mar 2025, 05:55 PM
৯১ বলে মিচেলের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে নিউ জিল্যান্ডকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ড্যারিল মিচেল। ভারতীয় স্পিনারের দারুণ বোলিংয়ের সামনে সাবধানী ব্যাটিং তিনি করেছেন পঞ্চাশ, ৯১ বলে।
ইনিংসে বাউন্ডারি কেবল একটি।
সহজে রান আসছে না। তবে হাল ছাড়ছেন না মিচেল। এক-দুই নিয়ে ধীরে হলেও দলকে আড়াইশর আশেপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
09 Mar 2025, 05:38 PM
ফিলপসকে ফিরিয়ে জুটি ভাঙলেন ভারুন
জীবন পেয়ে বেশি দূর যেতে পারলেন না গ্লেন ফিলিপস। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দিলেন ভারুন চক্রবর্তি।
রিস্ট স্পিনারের গুগলি ধরতে পারেননি ফিলিপস। অফ স্টাম্পের বাইরে পরে স্পিন করে ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৮৭ বল স্থায়ী ৫৭ রানের জুটি।
এক ছক্কা ও দুই চারে ৫২ বলে ফিলিপস করেন ৩৪ রান।
09 Mar 2025, 05:34 PM
মিচেল-ফিলিপস জুটির পঞ্চাশ
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া নিউ জিল্যান্ডকে টানছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। পঞ্চম উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ ছোঁয়া জুটি, ৮৯ বলে।
৩৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১৬১। ৭৯ বলে ৪৪ রানে খেলছেন মিচেল। ৪৭ বলে ফিলিপসের রান ৩০।
09 Mar 2025, 05:29 PM
ফিলিপসও জীবন পেলেন
পরপর দুই ওভারে দুটি সুযোগ হাতছাড়া করল ভারত। রোহিত শার্মার পর ক্যাচ ছাড়লেন শুবমান গিল। ড্যারিল মিচেলের পর জীবন পেলেন গ্লেন ফিলিপস।
রবীন্দ্র জাদেজার বলে ছক্কার আশায় লেগে তুলে মেরেছিলেন কিউই ব্যাটসম্যান। টাইমিং ঠিক মতো হয়নি। ডিপ স্কয়ার লেগে বাঁদিকে অনেকটা দৌড়ে বলের নাগাল পেলেও ক্যাচ নিতে পারেননি গিল।
সে সময় ২৭ রানে ছিলেন ফিলিপস।
এ নিয়ে চারটি ক্যাচ ছাড়লেন ভারতীয় ফিল্ডাররা। ইনিংসের শুরুতে দুইবার মোহাম্মদ শামি ও শ্রেয়াস আইয়ারের হাতে জীবন পেয়েছিলেন রাচিন রাভিন্দ্রা।
৩৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১৫৬।
09 Mar 2025, 05:25 PM
জীবন পেলেন মিচেল
আকসার প্যাটেলের বলে সুযোগ এসেছিল জুটি ভাঙার। কাজে লাগাতে পারলেন না রোহিত শার্মা। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারলেন ভারত অধিনায়ক।
ড্যারিল মিচেল মিড উইকেট দিয়ে তুলে মেরেছিলেন বাঁহাতি স্পিনারের বল। যতটা উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ততটা পারেননি। লাফিয়ে হাত ছোঁয়ালেও ক্যাচ নিতে পারলেন না রোহিত।
৩৮ রানে বেঁচে গেলেন মিচেল।
৩৫ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১৫৩।
09 Mar 2025, 04:49 PM
এবার টিকলেন না ল্যাথাম
রবীন্দ্র জাদেজার আগের ওভারে কোনোমতে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গিয়েছিলেন টম ল্যাথাম। এবার আর টিকলেন না তিনি, বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েই ফিরলেন তিনি।
সুইপ করতে চেয়েছিলেন ল্যাথাম। কিন্তু ব্যাটে খেলতে পারেননি, বল লাগে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে ব্যর্থ হন তিনি। ভাঙে ৬৬ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
৩০ বলে ল্যাথাম করেন ১৪ রান। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
২৪ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ১১০। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী গ্লেন ফিলিপস।
09 Mar 2025, 04:41 PM
ভারতের ব্যর্থ রিভিউ
রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হল ভারত। হারাল একটি রিভিউ।
বাঁহাতি স্পিনারের বলে পা বাড়িয়ে লেগে ঘুরাতে চেয়েছিলেন টম ল্যাথাম। ব্যাটে খেলতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। কিপার, বোলার ও ফিল্ডারদের সঙ্গে কথা বলে রিভিউ নেন ভারত অধিনায়ক।
সেখানে তাদের হতাশ হতে হয়। বল বাড়তি বাউন্স করে বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে।
সে সময় ১৪ রানে ছিলেন ল্যাথাম।
২২ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ১০৪। ২৮ বলে ১৪ রানে খেলছেন ল্যাথাম। ৩৮ বলে ড্যারিল মিচেলের রান ১৮।
09 Mar 2025, 04:34 PM
স্পিনে নিউ জিল্যান্ডের ভোগান্তি
পাওয়ার প্লের পর কমেছে নিউ জিল্যান্ডের রানের গতি। তিন ওভারের মধ্যে রাচিন রাভিন্দ্রা ও কেন উইলিয়ামসনের বিদায়ের পর সাবধানী ব্যাটিংয়ে দলকে টানছেন টম ল্যাথাম ও ড্যারিল মিচেল।
১০ ওভারে নিউ জিল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৬৯। ২০ ওভার শেষে ৩ উইকেটে ১০১।
পরের ১০ ওভারে কেবল ৩২ রান তুলতে পেরেছে তারা।
ভারতীয় স্পিনে ভুগছেন দুই ব্যাটসম্যান। খেলছেন একের পর এক ডট বল। বাউন্ডারি আসছে না খুব একটা।
09 Mar 2025, 04:14 PM
উইলিয়ামসনকে টিকতে দিলেন না কুলদিপ
পরের ওভারে ফিরে নিউ জিল্যান্ডের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা কেন উইলিয়ামসনকে বিদায় করলেন কুলদিপ ইয়াদাভ।
এই উইকেটে মন্থর উইকেটের একটা ভূমিকা থাকতে পারে। বাঁহাতি রিস্ট স্পিনারের আপাত সাদামাটা ডেলিভারিত বা পাড়িয়ে লং অনের দিকে খেলতে চেয়েছিলেন উইলিয়ামসন। প্রত্যাশার চেয়ে দেরিতে বল আসায় টাইমিং একেবারেই হয়নি, সহজ ফিরতি ক্যাচ যায় কুলদিপের হাতে।
এক চারে ১৪ বলে ১১ রান করেন উইলিয়ামসন।
১৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী টম ল্যাথাম।
09 Mar 2025, 04:08 PM
এসেই রাভিন্দ্রাকে ফেরালেন কুলদিপ
পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন কুলদিপ ইয়াদাভ। প্রথম বলেই নিলেন রাচিন রাভিন্দ্রার উইকেট।
বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলি বুঝতে পারেননি ছন্দে থাকা ওপেনার। অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারি অফ সাইডে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু যেতে পারেননি লাইনে, এলোমেলো হয়ে যায় স্টাম্প।
দুইবার জীবন পাওয়া রাভিন্দ্রা যেতে পারলেন না বহুদূর। এক ছক্কা ও চারটি চারে ফিরলেন ২৯ বলে ৩৭ রান করে।
১১ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ৭৩। ক্রিজে কেন উইলিয়ামসনের সঙ্গী ড্যারিল মিচেল।
09 Mar 2025, 04:01 PM
পাওয়ার প্লেতে নিউ জিল্যান্ড ৬৯/১
রাচিন রাভিন্দ্রার ব্যাটে পাওয়ার প্লে ভালো কেটেছে নিউ জিল্যান্ডের। ১ উইকেট হারিয়ে তারা করেছে ৬৯ রান।
২৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৭ রানে খেলছেন রাভিন্দ্রা। ৯ বলে একটি চারে উইলিয়ামসনের রান ৯।
উইল ইয়াংকে কেবল ফেরাতে চেয়েছে ভারত। এই সময়ে দুটি সুযোগ হাতছাড়া করেছে তারা। মোহাম্মদ শামির পর শ্রেয়াস আইয়ার ছেড়েছেন রাভিন্দ্রার ক্যাচ।
09 Mar 2025, 03:58 PM
ইয়াংকে ফিরিয়ে জুটি ভাঙলেন ভারুন
নিজেদর দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেলেন ভারুন চক্রবর্তি। উইল ইয়াংকে এলবিডব্লিউ করে ভাঙলেন নিউ জিল্যান্ডের শুরুর জুটি।
স্টাম্পে থাকা ডেলিভারিতে ফ্লিক করেছিলেন ইয়াং। কিন্তু লাইনে যেতে পারেননি। ব্যাটের কানা এড়িয়ে প্যাডে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রাচিন রাভিন্দ্রার সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই ফিরে যান ইয়াং। পরে দেখা গেছে, বল লাগত লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ৪৭ বল স্থায়ী ৫৭ রানের জুটি।
ইয়াং ২৩ বলে দুই চারে করেন ১৫ রান।
৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৫৮। ক্রিজে রাভিন্দ্রার সঙ্গী শেন উইলিয়ামসন।
09 Mar 2025, 03:51 PM
সফল রিভিউয়ের পর ফের বাঁচলেন রাভিন্দ্রা
ভারুন চক্রবর্তির বলে আম্পায়ার কট বিহাইন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন রাচিন রাভিন্দ্রা। সফলও হলেন নিউ জিল্যান্ডের তরুণ এই ওপেনার।
ভারতের রহস্য স্পিনারের ডেলিভারিতে সুইপের চেষ্টায় সফল হননি তিনি। ব্যাট বা গ্লাভসে বলের স্পর্শ না থাকায় সিদ্ধান্ত পাল্টে ওয়াইডে দেন আম্পয়ার।
পরের বলে ছক্কার চেষ্টায় ক্যাচ দেন রাভিন্দ্রা। ডি মিডউইকেটে ডান দিকে অনেকটা দৌড়ে বল স্পর্শ করেছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু মুঠোয় রাখতে পারেননি তিনি। হতাশায় মাটিতেই মুখ ঢেকে শুয়ে থাকেন তিনি।
সে সময় ২৯ রানে ছিলেন রাভিন্দ্রা।
09 Mar 2025, 03:46 PM
জীবন পেলেন রাভিন্দ্রা
নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ হাতছাড়া করলেন মোহাম্মদ শামি। রাচিন রাভিন্দ্রার ক্যাচ ধরার চেষ্টায় আঙুলে চোট পেলেন অভিজ্ঞ এই পেসার।
বোলারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন রাভিন্দ্রা। যতটা উপরে তুলতে চেয়েছিলেন ততটা পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।
শুরুতে একটু ঝুঁকে গিয়েছিলেন বোলার শামি। নাগালের মধ্যে দেখে দুই হাত বাড়িয়ে দেন তিনি। কিন্তু ঠিক মতো লাইনে যেতে পারেননি তিনি, আঙুলে লেগে ছিটকে যায় বল। সঙ্গে সঙ্গে ফিজিওকে ডাকেন শামি।
সে সময় ২৮ রানে ছিলেন রাভিন্দ্রা।
ওভারের শেষ বলে উইল ইয়াংয়ের বাউন্ডারিতে দল ও জুটির রান স্পর্শ করে পঞ্চাশ, ৪২ বলে।
৭ ওভারে নিউ জিল্যান্ডের রান বিনা উইকেটে ৫১।
09 Mar 2025, 03:29 PM
সাবধানী ইয়াং, আগ্রাসী রাভিন্দ্রা
দুই ওপেনারের ব্যাটে ফাইনালে ভালো শুরু পেয়েছে নিউ জিল্যান্ড। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার পেস তারা সামাল দিয়েছে খুব ভালো ভাবে।
৫ ওভারে নিউ জিল্যান্ডের রান বিনা উইকেটে ৩৭। ১৪ বলে চারটি চার এক ছক্কায় ২৫ রানে খেলছেন রাভিন্দ্রা। এক চারে ১৬ বলে ১০ রানে খেলছেন ইয়াং।
প্রথম ৩ ওভারে এসেছিল ১০ রান। পান্ডিয়ার ওভারে এক ছক্কা ও দুই চারে ১৬ রান নিয়ে ডানা মেলেন রাভিন্দ্রা। পরের ওভারে শামিকে পরপর দুই বলে চার মেরে নেন ১১ রান।
09 Mar 2025, 02:46 PM
টস হারে লারার পাশে রোহিত
ঘরের ২০২৩ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালের পর ওয়ানডেতে টস জেতেননি রোহিত শার্মা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালসহ টানা ১২ ম্যাচে টস হারলেন তিনি।
ওয়ানডেতে এটিই কোনো অধিনায়কের টানা টস হারের রেকর্ড। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালে মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
এছাড়া দল হিসেবে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। রোহিতের ১২ ম্যাচ ছাড়া অন্য তিন ম্যাচের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল।
09 Mar 2025, 02:42 PM
ভারতের একাদশ অপরিবর্তিত
সেমি-ফাইনালের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ভারত। আগের মতোই চার স্পিনার ও এক পেসার নিয়ে নামছে তারা। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া।
ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি।
09 Mar 2025, 02:41 PM
নিউ জিল্যান্ড একাদশে এক পরিবর্তন
কাঁধের চোটে ফাইনাল থেকে ছিটকেই গেলেন ম্যাট হেনরি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার।
হেনরির জায়গায় একাদশে ফিরেছেন ন্যাথান স্মিথ। ফলে আগের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নামছে নিউ জিল্যান্ড। এছাড়া দলের প্রয়োজনে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।
নিউ জিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসন, উইল ও’রোক।
09 Mar 2025, 02:36 PM
টস জিতে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড
আরও একবার টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
এ নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। আর টানা ১২ টস হেরে ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত।
09 Mar 2025, 02:19 PM
ভারতের শিরোপা পুনরুদ্ধার অথবা নিউ জিল্যান্ডের দ্বিতীয়
আড়াই সপ্তাহ ও ১৪ ম্যাচ শেষে শিরোপা নির্ধারণী ম্যাচে এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে লড়বে নিউ জিল্যান্ড ও ভারত।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত যাত্রায় ফাইনালে কিছুটা এগিয়ে ভারত। নিউ জিল্যান্ডের একমাত্র পরাজয়টি ভারতের বিপক্ষেই। তাই শিরোপা নির্ধারণী ম্যাচটি তাদের জন্য জবাব দেওয়ারও সুযোগ।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত দুই আসরেও ফাইনাল খেলেছিল ভারত। ২০১৩ সালে তারা জিতেছিল দ্বিতীয় শিরোপা। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযান তাদের।
এই টুর্নামেন্টের নাম আগে ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। তখন নাইরোবিতে ২০০০ সালে দ্বিতীয় আসরের ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল নিউ জিল্যান্ড। আড়াই দশক পর এবার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তাদের।
আসরজুড়ে আলোচনায় দুই দলের ভ্রমণক্লান্তির বিষয়টি। দুবাইয়ে একই হোটেলে থেকে একই মাঠে টুর্নামেন্টের সব ম্যাচ খেলেছে ভারত। আর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আসা-যাওয়া করে ৭ হাজার কিলোমিটারের বেশি ভ্রমণ করতে হয়েছে কিউইদের।