০৭ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

ব্যাটিং-বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল বাংলাদেশ

09 Nov 2024, 11:50 PM

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরার ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বোলিংয়েও সফল নাসুম আহমেদ। এর সঙ্গে অন্যান্যদের দারুণ পারফরম্যান্সে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানে জিতল বাংলাদেশ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা ৭ ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ১১৯ বলে তিনি করেন ৭৬ রান। ওপেনিংয়ে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৫ রান।

শেষ দিকে ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অভিষিক্ত জাকের আলি। আর নাসুমের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫ রান। বাংলাদেশ করে ২৫২ রান।

বোলিংয়ে নেমে নিজের প্রথম বলেই উইকেট নেন নাসুম। পরে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারকে বোল্ড করে তিনিই নিশ্চিত করেন দলের জয়। 

সব মিলিয়ে ৮.৩ ওভারে এক মেইডেনসহ ২৮ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান পান ২টি করে উইকেট। 

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন রেহমাত শাহ। রান আউটে কাটা পড়েন তিনি। এছাড়া সেদিকউল্লাহ আটাল করেন ৩৯ রান। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৬, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*; ফারুকি ৭-০-৬৯-০, গাজানফার ১০-০৩৫-২, নাবি ১০-০-৪৯-০, নাইব ২-০-১০-০, ওমারজাই ৩-০-২৩-০, রাশিদ ১০-০-৩২-২, খারোটে ৮-০-২৮-৩)

আফগানিস্তান: ৪৩.৩ ওভারে ১৮৪ (গুরবাজ ২, সেদিকউল্লাহ ৩৯, রেহমাত ৫২, শাহিদি ০, নাইব ২৬, নাবি ১৭, রাশিদ ১৪, খারোটে ৪, গাজানফার ১, ফারুকি ০*; শরিফুল ৮-০-৪৫-১, তাসকিন ৬-১-২৯-১, মিরাজ ১০-১-৩৭-২, মুস্তাফিজ ৮-০-৩৭-২, নাসুম ৮.৩-০-২৮-৩, মাহমুদউল্লাহ ৩-০-৭-০)

09 Nov 2024, 11:37 PM

রাশিদকে ফিরিয়ে জয়ের দুয়ারে বাংলাদেশ

মুস্তাফিজুর রহমানের কাটারে ক্রিজে বেরিয়ে উড়িয়ে মারলেন রাশিদ খান। কিন্তু টাইমিং হলো না তেমন। লং অফ থেকে অনেকটা এগিয়ে এসে সহজ ক্যাচ নিলেন মাহমুদউল্লাহ। বিদায়ঘণ্টা বাজল আফগানিস্তানের শেষ আশার।

২ চারে ১৬ বলে ১৪ রান করেন রাশিদ। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার ও ফাজালহাক ফারুকি।

৪৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৮৪ রান।

09 Nov 2024, 11:29 PM

মিরাজের দ্বিতীয় শিকার খারোটে

নিজের কোটার শেষ ওভার করতে এসে ফের আঘাত করলেন মেহেদী হাসান মিরাজ। নানগেয়ালিয়া খারোটেকে ক্রিজ ছেড়ে বের হতে দেখে অফ স্টাম্পের বাইরে কিছুটা টেনে দেন তিনি। দূর থেকে খেলার চেষ্টায় নাগাল পাননি খারোটে। বল ধরেই বেলস উড়িয়ে দেন জাকের আলি।

১২ বলে ৪ রান করেন খারোটে। ক্রিজে নতুন ব্যাটসম্যান আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার। ১৩ বলে ১৩ রানে খেলছেন রাশিদ খান। 

এক মেইডেনসহ ৩৭ রানে ২ উইকেট নিয়ে নিজের বোলিং শেষ করেছেন মিরাজ। নাজমুল হোসেন শান্ত চোট পেয়ে মাঠ ছাড়ায় লম্বাসময় ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। 

৪২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৭২ রান। ৪৮ বলে তাদের প্রয়োজন ৭২ রান।

09 Nov 2024, 11:15 PM

নাবিকে ফেরালেন মিরাজ

বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া মোহাম্মাদ নাবিকে বেশি দূর যেতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। চমৎকার অফ স্পিনে অভিজ্ঞ ব্যাটসম্যানকে বোল্ড করলেন তিনি। 

২১ বলে ১৭ রান করে আউট হন নাবি। নতুন ব্যাটসম্যান নানগেয়ালিয়া খারোটে।

৩৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬৫ রান।

09 Nov 2024, 11:09 PM

নাইবকে ফেরালেন শরিফুল

নতুন স্পেলে বোলিংয়ে ফিরে প্রথম বলেই ছক্কা হজম করলেন শরিফুল ইসলাম। পরের বলে ব্যাটের কানা ছুঁয়ে হলো বাউন্ডারি। তৃতীয় বলে আরও ২ রান নিয়ে ওভারের দারুণ শুরু করলেন গুলবাদিন নাইব।

তবে ঘুরে দাঁড়াতে সময় নিলেন না শরিফুল। ওভারের চতুর্থ বলে এক্সট্রা কভারে থাকা তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ৪ চার ও ১ ছক্কায় ২৫ বলে ২৬ রান করা নাইব। তার বিদায়ে ভাঙে ৪১ বলে ৪৪ রানের ষষ্ঠ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাশিদ খান। ১৯ বলে ১৬ রানে খেলছেন মোহাম্মদ নাবি।

৩৭ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান। জয়ের জন্য ৭৮ বলে তাদের প্রয়োজন ৯০ রান।

09 Nov 2024, 10:35 PM

রানআউটে কাটা রেহমাত

নাসুম আহমেদের ঘটনাবহুল ওভারে ভাগ্যের ছোঁয়াও পেল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি অফ সাইডে খেলে শুরুতে রানের জন্য ছোটেন গুলবাদিন নাইব। কিছুটা পথ এগিয়ে গিয়ে তিনি ফিরিয়ে দেন রেহমাত শাহকে।

কিন্তু ততক্ষণে মাঝ পথে চলে আসা রেহমাত আর ফিরতে পারেননি। ফিল্ডারের থ্রো ধরে স্টাম্প না ভেঙে নন স্ট্রাইকে দিয়ে দেন জাকের আলি। বেলস উড়িয়ে রেহমাতের বিদায় নিশ্চিত করেন নাসুম।

৫ চারে ৭৬ বলে ৫২ রান করেন রেহমাত। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান গুলবাদিন নাইব ও মোহাম্মদ নাবি। 

৩০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। জয়ের জন্য ২০ ওভারে তাদের প্রয়োজন ১৩৪ রান।

09 Nov 2024, 10:33 PM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

নাসুম আহমেদের ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না গুলবাদিন নাইব। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দিলেন না আম্পায়ার। বোলার, উইকেটরক্ষকসহ কাছাকাছি ফিল্ডাররা আত্মবিশ্বাসী হওয়ায় রিভিউ নিলেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বৃথা যায় বাংলাদেশের প্রথম রিভিউ। 

২৯.৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১১৯ রান।

09 Nov 2024, 10:29 PM

ওমারজাইকে খালি হাতে ফেরালেন নাসুম

নতুন স্পেলে বোলিংয়ে এসে আবার আঘাত করলেন নাসুম আহমেদ। ক্রিজে টিকতে পারলেন না আজমাতউল্লাহ ওমারজাই। দারুণ টার্ন করা ডেলিভারিতে বোল্ড হলেন পেস অলরাউন্ডার। পরপর দুই ম্যাচে শূন্য রানে ফিরলেন তিনি। 

২৯.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১১৯ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান গুলবাদিন নাইব।

09 Nov 2024, 10:25 PM

শাহিদিকে ফেরালেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের শর্ট বল পুল করলেন হাশমাতউল্লাহ শাহিদি। তবে দূরত্ব পার করতে পারলেন না। ডিপ ফাইন লেগে ক্যাচ নিলেন শরিফুল ইসলাম। ৪০ বলে ১৭ রান করে ফিরে গেলেন আফগানিস্তান অধিনায়ক।

২৯ ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ১১৮ রান। জয়ের জন্য ২১ ওভারে তাদের করতে হবে আরও ১৩৫ রান। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান আজমাতউল্লাহ ওমারজাই। ৭৫ বলে ৫১ রানে খেলছেন রেহমাত শাহ।

09 Nov 2024, 10:24 PM

৭৪ বলে রেহমাতের ফিফটি

শুরুতেই রহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর ক্রিজে গিয়ে দায়িত্বশীল ব্যাটিং করছেন রেহমাত শাহ। এরই মধ্যে ফিফটি করে ফেলেছেন ওয়ানডেতে আফগানিস্তানের সফলতম ব্যাটসম্যান।

ক্যারিয়ারের ৩০তম ফিফটি করতে ৭৪ বল খেলেছেন রেহমাত, মেরেছেন ৫টি চার।

২৮.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১১৬ রান।

09 Nov 2024, 10:11 PM

২৫ ওভারে আফগানিস্তানের একশ

উইকেট ধরে খেললেও রানের গতি তেমন বাড়াতে পারছে না আফগানিস্তান। একশ রান করতে তাদের খেলতে হয়েছে ২৫ ওভার। রান তাড়ায় ইনিংসের মাঝপথে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। 

বাকি ২৫ ওভারে করতে হবে আরও ১৫১ রান। কয়েক ওভার ধরে ওভারপ্রতি তাদের রানের চাহিদা উঠে গেছে ছয়ের ওপরে।

রেহমাত শাহ ৬২ বলে ৩৭ ও হাশমাতউলাহ শাহিদি ২৯ বলে ১৫ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৫৩ বলে ৩১ রান।

09 Nov 2024, 10:00 PM

অল্পের জন্য বাঁচলেন শাহিদি

মাহমুদউল্লাহর অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি ক্রিজ ছেড়ে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না হাশমাতউল্লাহ শাহিদি। স্টাম্পের অনেকটা দূর থেকে বল গ্লাভসে নিয়ে বেলস ওড়ালেন জাকের আলি।

এতে সময় লেগে গেল কিছুটা। এর মধ্যেই দ্রুততার সঙ্গে ক্রিজে ফিরে আসেন শাহিদি। ফলে বিপদ ঘটেনি ৯ রানে থাকা আফগান অধিনায়কের।

২২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। রেহমাত ৫৪ বলে ৩০ ও শাহিদি ১৯ বলে ৯ রানে অপরাজিত।

বাকি ২৮ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৬৬ রান।

09 Nov 2024, 09:36 PM

মিরাজের দুর্দান্ত ক্যাচে সেদিকউল্লাহর বিদায়

১৭তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। তবে এত বড় কৃতিত্ব মেহেদী হাসান মিরাজের।

স্টাম্পের ওপর কিছুটা নিচু হওয়া ডেলিভারি সুইপ করেন সেদিকউল্লাহ আটাল। স্কয়ার লেগে বৃত্তের অনেকটা ভেতরে দাঁড়ানো মিরাজ দারুণভাবে লাফিয়ে নেন চমৎকার ক্যাচ।

৫ চারে ৫১ বলে ৩৯ রান করে ফেরেন সেদিকউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৫২ রানের দ্বিতীয় উইকেট জুটি। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি। ৩৮ বলে ২২ রানে অপরাজিত রেহমাত শাহ।

09 Nov 2024, 09:36 PM

সেদিকউল্লাহ-রেহমাত জুটির পঞ্চাশ

শুরুতেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারানোর পর ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন সেদিকউল্লাহ আটাল ও রেহমাত শাহ। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি, ৭১ বলে।

অবশ্য সুযোগ দিয়েছিলেন রেহমাত। তবে এক বলে দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক জাকের আলি। 

১৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। সেদিকউল্লাহ ৫০ বলে ৩৯ ও রেহমাত ৩৮ বলে ২২ রানে অপরাজিত।

জয় থেকে আরও ১৮৩ রান দূরে তারা।

09 Nov 2024, 09:12 PM

১২ ওভারে আফগানিস্তানের পঞ্চাশ

মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সফলভাবে রিভার্স সুইপ করলেন সেদিকউল্লাহ আটাল। বল চলে গেল সীমানায়। ১২তম ওভারে আফগানিস্তান ছুঁয়ে ফেলল পঞ্চাশ রান। 

১২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। আটাল ৩৯ বলে ৩০ ও রেহমাত শাহ ২৫ বলে ১২ রানে অপরাজিত।

জয়ের জন্য ৩৮ ওভারে তাদের প্রয়োজন ২০২ রান।

09 Nov 2024, 09:07 PM

১ বলে ২ সুযোগ হাতছাড়া করলেন জাকের

দশম ওভারে বোলিংয়ে এসেই সুযোগ তৈরি করলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ক্যাচ ছেড়ে দেওয়ার পাশাপাশি স্টাম্পিংও করতে পারলেন না জাকের আলি। ১১ রানে বেঁচে গেলেন রেহমাত শাহ।

মিরাজের স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় লাগে রেহমাতের ব্যাটের বাইরের কানায়। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ নিতে পারেননি জাকের। 

একইসঙ্গে ভারসাম্য হারিয়ে ক্রিজের বাইরে চলে গিয়েছিলেন রেহমাত। কিন্তু বল ধরতেই পারেননি জাকের। তাই স্টাম্পিংয়ের সুযোগও কাজে লাগান যায়নি। 

১০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। সেদিকউল্লাহ আটাল ২৮ বলে ২০ ও রেহমাত ২৪ বলে ১১ রানে অপরাজিত।

09 Nov 2024, 08:36 PM

শুরুতেই তাসকিনের আঘাত

প্রথম দুই ওভারে তাসকিন আহমেদের প্রথম ডেলিভারি হয় 'ওয়াইড'। দ্বিতীয় ওভারের ওয়াইডে জাকের আলির গ্লাভসের অনেক দূর দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না অভিজ্ঞ পেসার। তার হাত ধরেই এলো প্রথম সাফল্য।

চতুর্থ তাসকিনের তৃতীয় বলে অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় ওয়াইড স্লিপে ক্যাচ দেন রহমানউল্লাহ গুরবাজ। তীব্র গতিতে বেরিয়ে যাওয়া বল দারুণ রিফ্লেক্সে মুঠোয় নেন সৌম‍্য সরকার। ৮ বলে ২ রান করতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ক্রিজে নতুন ব্যাটসম্যান রেহমাত শাহ। ১৩ বলে ৯ রানে অপরাজিত সেদিকউল্লাহ আটাল।

৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান।

09 Nov 2024, 07:54 PM

জাকেরের ক্যামিওতে বাংলাদেশের ২৫২

ইনিংসের শেষ বলে ফাজালহাক ফারুকির ফুল লেংথ ডেলিভারি লং অফ দিয়ে ছক্কা মারলেন জাকের আলি। এর সৌজন্য আড়াইশ ছুঁয়ে ফেলল বাংলাদেশ।

টসের সময় বাংলাদেশকে ২৪০ রানের ভেতরে আটকাতে চাওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। তাদের হতাশ করে ৭ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতো এবারও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ফিফটি করতে পেরেছেন শুধু নাজমুল হোসেন শান্ত। ৭৭ রান করতে তিনি খেলেছেন ১১৯ বল। 

এছাড়া সৌম্য সরকার ৩৫, তানজিদ হাসান ২২ ও মেহেদী হাসান মিরাজ করেন ২২ রান। পরে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহরা হতাশ করলে শেষ দিকে দুইশ হওয়া নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।

অভিষিক্ত জাকের ও এই ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর ওয়ানডেতে ফেরা নাসুম আহমেদের ক্যামিও ইনিংসে আড়াইশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন জাকের। ওয়ানডে অভিষেকে অন্তত তিনটি ছক্কা মারা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে চার-ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৪ রান করেছিলেন সাব্বির।

নাসুমের ব্যাট থেকে আসে ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৫ রান।

আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন নানগেয়ালিয়া খারোটে। মাত্র ৩২ রানে ২ উইকেট পান রাশিদ খান। ফাজালহাক ফারুকি ৭ ওভারে খরচ করেন ৬৯ রান। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৭, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*; ফারুকি ৭-০-৬৯-০, গাজানফার ১০-০৩৫-২, নাবি ১০-০-৪৯-০, নাইব ২-০-১০-০, ওমারজাই ৩-০-২৩-০, রাশিদ ১০-০-৩২-২, খারোটে ৮-০-২৮-৩)

09 Nov 2024, 07:32 PM

ছক্কার পর নাসুমের অক্কা

আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের বলে দারুণ স্লগ সুইপে ছক্কা মারলেন নাসুম আহমেদ। তবে পরের বলেই শোধ নিয়ে নিলেন তরুণ স্পিনার। ফের ছক্কা মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন নাসুম। 

১ চার ও ২ ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। ১৯ বলে ১৯ রানে খেলছেন অভিষিক্ত জাকের আলি।

৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩০ রান।

09 Nov 2024, 07:30 PM

ফারুকির ওভারে ১৮ রান

৪৭তম ওভারে ফাজালহাক ফারুকির স্লোয়ার ডেলিভারি স্লগ করলেন জাকের আলি। ডিপ মিড উইকেট দিয়ে বল চলে গেল গ্যালারির ছাদে। টিভি স্ক্রিনে ভেসে উঠল এই ছক্কার দূরত্ব ছিল ১০১ বল। পরের বল আবার ছক্কায় ওড়ালেন জাকের, এবার ৯৩ মিটার।

শেষ বলে চমৎকার লফটেড স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি মারেন ফারুকি। সব মিলিয়ে ওভারে আসে ১৮ রান। এখন পর্যন্ত ৬ ওভারে ফারুকির খরচ ৫৮ রান। 

এর আগে ৪৫তম ওভারে দুইশ পূর্ণ করে বাংলাদেশ। ৪৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। জাকের ১৮ বলে ১৯ ও নাসুম ২১ বলে ১৯ রানে অপরাজিত।

09 Nov 2024, 07:04 PM

খারোটের তৃতীয় শিকার মাহমুদউল্লাহ

একই ওভারে প্রায় একই ধরনের শটে বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ। নানগেয়ালিয়া খারোটের বল ছক্কা মারার চেষ্টায় লং অফে আজমাতউল্লাহ ওমারজাইয়ের হাতে ধরা পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান। 

৯ বলে ৩ রান করা মাহমুদউল্লাহর বিদায়ে ভাঙল স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি। আট নম্বরে নামলেন নাসুম আহমেদ। 

৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান।

09 Nov 2024, 07:03 PM

শান্তকেও ফেরালেন খারোটে

রানের গতি বাড়ানোর তাগিদে সফল হতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। ৪১তম ওভারে নানগেয়ালিয়া খারোটের বলে ক্রিজ ছেড়ে ছক্কা মারার চেষ্টায় লং অফে ক্যাচ দিলেন বাংলাদেশ অধিনায়ক।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ চার ও ১ ছক্কায় ১১৯ বলে ৭৬ রান করেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত জাকের আলি।

09 Nov 2024, 06:57 PM

শেষ পাওয়ার প্লের আগে ৪ উইকেটে ১৮৩

১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ৩০ ওভারের দ্বিতীয় পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করল বাংলাদেশ। সব মিলিয়ে ৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। 

নাজমুল হোসেন শান্ত ১১৭ বলে ৭৬ ও মাহমুদউল্লাহ ৮ বলে ৩ রানে অপরাজিত।

৪১তম ওভারে শুরু হবে তৃতীয় পাওয়ার প্লে। যেখানে বৃত্তের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখার সুযোগ পাবে আফগানিস্তান।

09 Nov 2024, 06:48 PM

ছক্কার চেষ্টায় অক্কা হৃদয়

নানগেয়ালিয়া খারোটের স্টাম্পের ওপর করা ডেলিভারি স্লগ সুইপ করলেন তাওহিদ হৃদয়। বল লাগল তার ব্যাটের ওপরের কানায়। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ নিলেন সেদিকউল্লাহ আটাল। ১৬ বলে ১১ রান করে ফিরলেন হৃদয়।

৩৮.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ১১৪ বলে ৭১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।

09 Nov 2024, 06:44 PM

আজহারের ৩৪ বছর পর শান্ত

প্রথম ম্যাচে প্রায় ২৯ বছর পর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর ব্যাটে ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। 

এই মাঠে ১৯৯০ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন আজহার হোসেন। ওয়ানডে ক্রিকেটে সেটিই ছিল বাংলাদেশের প্রথম ফিফটি।

প্রায় ৩৪ বছর পর আবার এই মাঠে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশের দেখা পেলেন শান্ত। এরই মধ্যে আজহারের ৫৪ রান ছাড়িয়ে গেছেন তিনি। 

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৬ রান। শান্ত ১১০ বলে ৬৫ ও তাওহিদ হৃদয় ১৩ বলে ৯ রানে অপরাজিত।

09 Nov 2024, 06:26 PM

মিরাজকে বোল্ড করলেন রাশিদ

রাশিদ খানের গুগলি পড়তে পারলেন না মেহেদী হাসান মিরাজ। কাট করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন তিনি। ওয়ানডেতে এই প্রথম রাশিদের বলে আউট হলেন স্পিন অলরাউন্ডার।

৩৩ বলে ২২ রান করেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের তৃতীয় উইকেট জুটি। নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। 

৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৩ রান। নাজমুল হোসেন শান্ত ৯৮ বলে ৬০ রানে অপরাজিত।

09 Nov 2024, 06:23 PM

শান্ত-মিরাজ জুটির পঞ্চাশ

প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে পঞ্চাশ স্পর্শ করল বাংলাদেশ। চার নম্বরে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়ে আরও একবার নাজমুল হোসেন শান্তর সঙ্গে পঞ্চাশছোঁয়া জুটি গড়লেন মেহেদী হাসান মিরাজ।

তবে রানের জন্য কিছুটা সংগ্রামই করছেন দুই ব্যাটসম্যান। জুটির পঞ্চাশ ছুঁতে তাদের লেগে গেছে ৮৪ বল।

৩২.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫০ রান। মিরাজ ৩১ বলে ২১, শান্ত ৯৬ বলে ৫৯ রানে খেলছেন। এখন পর্যন্ত কোনো বাউন্ডারি মারতে পারেননি মিরাজ।

09 Nov 2024, 06:19 PM

রিভিউ নিয়ে বাঁচলেন শান্ত

নতুন স্পেলে ফিরে আফগান দলে আনন্দের উপলক্ষ দিলেন আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সেটি। রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচালেন নাজমুল হোসেন শান্ত।

গাজানফারের টার্ন করা ডেলিভারি শান্তর প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিতে বেশিক্ষণ ভাবেননি শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই ৫৫ রানে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক।

৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৮ রান। শান্ত ৯৬ বলে ৫৯ ও মেহেদী হাসান মিরাজ ৩০ বলে ২১ রানে খেলছেন।

09 Nov 2024, 06:04 PM

৭৫ বলে শান্তর ফিফটি

আগের ম্যাচে চল্লিশ ছুঁয়ে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার আর সেই ভুল করলেন না। রয়ে-সয়ে খেলে ফিফটি স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক।

৪ চার ও ১ ছক্কায় ৭৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের নবম পঞ্চাশ করেন শান্ত। এর সঙ্গে তিনটি সেঞ্চুরি আছে তার। 

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৭ রান। শান্ত ৭৭ বলে ৫২ ও মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ১৮ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৫৫ বলে ৩৮ রান।

09 Nov 2024, 05:55 PM

মাঝপথে ২ উইকেটে ১২০

পাওয়ার প্লেতে দারুণ শুরুর পর কিছুটা কমেছে বাংলাদেশের রানের গতি। শুরুর দশ ওভারে ১ উইকেট হারিয়ে তারা করে ৫৯ রান। পরবর্তী ১৫ ওভারে আরও ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৬১ রান। 

সব মিলিয়ে ২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। রানের জন্য কিছুটা সংগ্রাম করতে হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে। ৩৮ বলে দুজন মিলে যোগ করেছেন ২১ রান। 

শান্ত ৬৫ বলে ৪৩ ও মিরাজ ১৯ বলে ১১ রানে খেলছেন।

09 Nov 2024, 05:39 PM

আফগানিস্তানের আরেকটি ব্যর্থ রিভিউ

২২ ওভারের মধ্যে নিজেদের দুটি রিভিউই হারিয়ে ফেলল আফগানিস্তান। বোলিংয়ে আর রিভিউ নিতে পারবে না তারা। 

মোহাম্মদ নাবির বল নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগতেই জোরাল আবেদন করেন ফিল্ডাররা। তবে সাড়া দেননি আম্পায়ার।

রিভিউ নিতে বেশিক্ষণ ভাবেননি হাশমাতউল্লাহ শাহিদি। রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই বিপদ ঘটেনি ৩৭ রানে থাকা শান্তর।

২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। শান্ত ৫৮ বলে ৩৮ ও মেহেদী হাসান মিরাজ ৮ বলে ৬ রানে অপরাজিত।

09 Nov 2024, 05:32 PM

১৯ ওভারে বাংলাদেশের একশ

সৌম্য সরকারের বিদায়ের পর ক্রিজে গিয়ে প্রথম বলেই এক রান নেন মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে পূর্ণ হয় বাংলাদেশের একশ রান।

১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। নাজমুল হোসেন শান্ত ৪৭ বলে ৩৪ রানে অপরাজিত। সৌম্যর সঙ্গে তার জুটি ছিল ৭১ রানের।

09 Nov 2024, 05:30 PM

রিভিউ না নিয়ে ফিরলেন সৌম্য

রাশিদ খানের গুগলি ধরনের ডেলিভারি পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারলেন না সৌম্য সরকার। জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। উত্তেজনায় সৌম্যকে 'সেন্ড অফ'ও দিলেন রাশিদ। ভাঙল ৯৩ বল স্থায়ী ৭১ রানের জুটি।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনার পর রিভিউ না নিয়েই ড্রেসিং রুমে ফিরে যান সৌম্য। ২টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৩৫ রান করেন বাঁহাতি ওপেনার।

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, রাশিদের ওই ডেলিভারি পিচ করেছিল লেগ স্টাম্প লাইনের বাইরে। অর্থাৎ রিভিউ নিলে বদলে যেত মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। তা না নিয়ে ফিরে যান সৌম্য।

চারে নেমেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

09 Nov 2024, 05:06 PM

সৌম্য-শান্তর জুটিতে পঞ্চাশ

আজমাতউল্লাহ ওমারজাইয়ের শর্ট বল দারুণ পুল শটে ছক্কা মারলেন সৌম্য সরকার। ৬১ বলে পূর্ণ হলো নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটির পঞ্চাশ রান। 

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮২ রান। সৌম্য ৪০ বলে ৩২ ও শান্ত ২৭ বলে ২১ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৫৪ রান।

09 Nov 2024, 04:58 PM

আফগানিস্তানের ব্যর্থ রিভিউ

গুলবাদিন নাইবের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাট এগিয়ে দিলেন সৌম্য সরকারের। বাইরের কানা ঘেঁষে বল জমা পড়ল রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। শুরুতে হালকা আবেদন করলেও পরে বাড়ে মাত্রা। তবে সাড়া দেননি আম্পায়ার।

কিছুক্ষণ ভেবে রিভিউ নেন হাশমাতউল্লাহ শাহিদি। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কোথাও ছুঁয়ে যায়নি বল। তাই বৃথা যায় আফগানদের প্রথম রিভিউ।

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৯ রান। সৌম্য ৩১ বলে ২০ ও নাজমুল হোসেন শান্ত ২৪ বলে ২০ রানে অপরাজিত।

09 Nov 2024, 04:50 PM

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৯

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে তানজিদ হাসানের উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৯ রান।

নতুন বলে ফাজালহাক ফারুকির বিপক্ষে ইতিবাচক এপ্রোচে ব্যাটিং করেন তানজিদ। প্রথম ওভারে বাউন্ডারি মারেন তিনি। পরের পরপর দুই বল পাঠান সীমানায়। রহস্য স্পিনার আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের বল ওড়ান ছক্কায়। 

তবে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার। চতুর্থ ওভারে ফেরেন তিনি। এরপর হাল ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে পাওয়ার প্লেতে আর উইকেট পড়তে দেননি।

সৌম্য ২৬ বলে ১৮ ও শান্ত ১৭ বলে ১৩ রানে অপরাজিত।

09 Nov 2024, 04:43 PM

নবম ওভারে বাংলাদেশের পঞ্চাশ

মোহাম্মদ নাবির লেগ স্টাম্পের ওপরের ডেলিভারি জায়গা বানিয়ে অন ড্রাইভের মতো করলেন সৌম্য সরকার। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল মিড উইকেট সীমানায়, নবম ওভারে বাংলাদেশ পৌঁছে গেল পঞ্চাশে। 

এক বল পর চমৎকার ইনসাইড আউট শটে ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। ওভার থেকে বাংলাদেশ পায় ১২ রান।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। সৌম্য ২২ বলে ১৭ ও নাজমুল হোসেন শান্ত ১৫ বলে ১২ রানে খেলছেন।

09 Nov 2024, 04:22 PM

ছক্কা মেরে তানজিদের অক্কা

চতুর্থ ওভারের প্রথম বলে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের ফুল টস ডেলিভারি লং অন দিয়ে ছক্কা মারলেন তানজিদ হাসান। পরের বল আবারও বড় শটের চেষ্টা করলেন বাঁহাতি ওপেনার। কিন্তু ধরা পড়ে গেলেন মিড অনে। 

৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২২ রান করে ফিরে গেলেন তানজিদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ৩ বলে ২ রানে অপরাজিত সৌম্য সরকার।

৩.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৮ রান।

09 Nov 2024, 04:14 PM

পেস-স্পিনে শুরু

প্রথম ওয়ানডের মতো এবারও একপ্রান্তে পেস ও আরেক প্রান্তে স্পিন দিয়ে ইনিংস শুরু করল আফগানিস্তান। ফাজালহাক ফারুকির সঙ্গে আরেক নতুন বল নিলেন তরুণ রহস্য স্পিনার আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার।

প্রথম ওভারে ফারুকির দ্বিতীয় বলে চমৎকার কভার ড্রাইভে বাউন্ডারি মারেন তানজিদ হাসান। দুই ওভারে বাউন্ডারি একটিই।

২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১২ রান। তানজিদ ১১ বলে ৭ ও সৌম্য সরকার ১ বলে ১ রানে অপরাজিত।

09 Nov 2024, 03:48 PM

আফগানিস্তানের অপরিবর্তিত একাদশ

প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর স্বাভাবিকভাবেই নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। আরও একবার পাঁচ অলরাউন্ডারসহ সাত বোলার নিয়ে নামছে তারা। 

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে, ফাজালহাক ফারুকি।

09 Nov 2024, 03:42 PM

জাকেরের অভিষেক, ফিরলেন নাসুম

আঙুলের চোটে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় একাদশে একটি পরিবর্তন ছিল অনিবার্য। এর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও বাইরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। 

মুশফিকের জায়গায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন জাকের আলি। টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে অভিষেক হয়েছে তার। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার জাকের।

এছাড়া রিশাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এটিই তার প্রথম ম্যাচ। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

09 Nov 2024, 03:34 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে 'হেড' ডাকলেন নাজমুল হোসেন শান্ত। মুদ্রায় উঠলও হেড। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুষ্ক উইকেটে ব্যাটিংয়ের জন্য সহায়তা পাওয়ার আশার কথা বলেছেন শান্ত। ম্যাচের শেষ দিকে বোলাররা সুইং পাবেন মনে করছেন তিনি।

আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে পারলে সহজ হবে তাদের কাজ।

09 Nov 2024, 03:13 PM

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

ভয়াবহ ব্যাটিং ধসে বড় পরাজয়ে আফগানিস্তানের বিপক্ষে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই জয়ের বিকল্প নেই তাদের।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে তারা। 

প্রথম ম্যাচে বোলিংয়ে ৭১ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ২৩৫ রান করে আফগানিস্তান। পরে ২ উইকেটে ১২০ থেকে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

এছাড়া ফিল্ডিংয়েও ছিল ভুলের ছড়াছড়ি। ঘুরে দাঁড়ানোর অভিযানে তাই তিন বিভাগেই অনেক উন্নতি প্রয়োজন বাংলাদেশের। 

এই ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাবে না তারা। প্রায় এক বছর পর আবার ওয়ানডেতে সুযোগ পেতে পারেন জাকির হাসান।