২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাওয়েল ঝড় থামিয়ে রোমাঞ্চকর লড়াইয়ে জিতল বাংলাদেশ

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬

 

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০

16 Dec 2024, 10:00 AM

ম‍্যাচ সেরা মেহেদি

ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে ১৩ রানের চার উইকেট সঙ্গে ২৪ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসে ম‍্যাচ সেরার পুরস্কার জিতেছেন শেখ মেহেদি হাসান।

ক‍্যারিয়ারে দ্বিতীয়বার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি। প্রথমবার জিতেছিলেন গত ডিসেম্বরে, নিউ জিল‍্যান্ডের বিপক্ষে নেপিয়ারে।

16 Dec 2024, 09:54 AM

হাসানের দারুণ ওভারে ৭ রানের জয়

শেষ ওভারে জয়ের জন‍্য প্রয়োজন ১০ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রভম‍্যান পাওয়েলকে স্ট্রাইক দিলেন আলজারি জোসেফ।

ধারাভাষ‍্যকাররা তখন বলছিলেন, বিশ্বের যে কোনো বোলারের কাছ থেকে ৫ বলে ৯ রান নিতে পারেন পাওয়েল। কিন্তু এদিন সেটি হতে দিলেন না হাসান মাহমুদ।

নিখুঁত ইয়র্কারে ডট খেলালেন একটি বল। পরেরটি অফ স্টাম্পের বাইরে লেংথ বল, ব‍্যাট চালিয়ে দিয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়লেন পাওয়েল।

৩৫ বলে চার ছক্কা ও পাঁচ চারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক করেন ৬০ রান। এই উইকেটে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ

এই ক‍্যাচ নিয়ে বাংলাদেশের প্রথম কিপার হিসেবে টি-টোয়েন্টিতে কোনো ম‍্যাচে গড়েন পাঁচ ডিসমিসালের কীর্তি।

এক বল পর দারুণ এক ডেলিভারিতে জোসেফের স্টাম্প উপড়ে ফেলেন হাসান। দলকে এনে দেন ৭ রানের জয়।

বাংলাদেশের ১৪৭ রান তাড়ায় ১৪০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। 

২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম জয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।  

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (তানজিদ ৬, সৌম‍্য ৪৩, লিটন ০, আফিফ ৮, জাকের ২৭, মেহেদি ২৬*, শামীম ২৭, রিশাদ ২*; আকিল ৪-১-১৩-২, ম‍্যাককয় ৪-০-৩০-২, জোসেফ ৪-০-২৬-০, শেফার্ড ৩-০-৩৩-১, মোটি ১-০-১৫-০)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৫ ওভারে ১৪০ (কিং ১, চার্লস ২০, পুরান ১, চেইস ৭, ফ্লেচার ০, পাওয়েল ৬০, মোটি ৬, আকিল ২, শেফার্ড ২২, জোসেফ ৯, ম‍্যাককয় ০*; হাসান ৩.৫-০-১৮-২, তাসকিন ৪-০-২৮-২, মেহেদি ৪-০-১৩-৪, তানজিম ৪-০-৪৭-১, রিশাদ ৪-০-৩২-১)

16 Dec 2024, 09:45 AM

শেফার্ডকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন

দ্রুত এগোনো জুটি ভাঙলনে তাসকিন আহমেদ। ছক্বার চেষ্টায় সীমানায় রিশাত হোসেনের হাতে ধরা পড়লেন রোমারিও শেফার্ড। ভাঙল ৩৩ বল স্থায়ী ৬৭ রানের জুটি।

১৭ বলে এক ছক্কা ও দুই চারে ২২ রান করেন শেফার্ড।

১৭.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১২৮। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী আলজারি জোসেফ।

16 Dec 2024, 09:23 AM

জুটির পঞ্চাশ, পাওয়েলের পঞ্চাশ

রভম‍্যান পাওয়েলের বিস্ফোরক ব‍্যাটিংয়ে দ্রুত কমছে ব‍্যবধান। ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছে রোমারিও শেফার্ডের সঙ্গে তার জুটি।

তানজিম হাসানের বলে চারে ২৮ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন পাওয়েল।

রিশাদ হোসেনের ওভারে তিন চার মেরে রানের গতিতে দম দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদের ওভারে তিন ছক্কায় ২৩ রান নিয়ে সমীকরণ আরও সহজ করে ফেলে।

তানজিম হাসানের ওভারে দুই চারে ১২ রান নেওয়ার পর কাজটা খুব একটা কঠিন নয়।

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১২০। ১১ বলে ১৫ রানে ব‍্যাট করছেন শেফার্ড। ৩০ বলে পাওয়েলের রান ৫৭।

16 Dec 2024, 09:03 AM

আকিলকে ফেরালেন রিশাদ

উইকেট শিকারের উৎসবে যোগ দিলেন রিশাদ হোসেন। অফ স্টাম্পের ওপর করা ডেলিভারি ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেট ক্যাচ দিয়ে ফিরলেন ৫ বলে ২ রান করা আকিল হোসেন।

মাত্র ৬১ রানে ৭ উইকেট নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ।

১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৬২ রান। রভম্যান পাওয়েল ১৬ বলে ১৬ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান রোমারিও শেফার্ড।

বাকি ৮ ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন ৮৬ রান।

16 Dec 2024, 09:00 AM

মোটিকে দ্রুত ফেরালেন তানজিম

প্রথম ওভারে ২৫ রান দেওয়া বোলিংয়ে ফিরে আঁটসাঁট বোলিংয়ে এবার দিলেন কেবল ২ রান। সঙ্গে নিলেন গুডাকেশ মোটির উইকেট।

তৃতীয় টি-টোয়েন্টিতে ব‍্যাট হাতে বাংলাদেশকে খুব ভুগিয়েছিলেন মোটি। এবার তাকে দ্রুত ফেরালেন তানজিম।

অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দিয়েছিলেন মোটি। ঠিক মতো খেলতে পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

১০ বলে মোটি করেন ৬ রান।

১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৫৯। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী আকিল হোসেন।

16 Dec 2024, 08:52 AM

মেহেদির দারুণ স্পেল

টানা চার ওভার বোলিং করলেন শেখ মেহেদি হাসান। দারুণ বোলিংয়ে ক‍্যারিয়ারে প্রথমবার নিলেন চার উইকেট, ১৩ রানের খরচায়।

টি-টোয়েন্টিতে মেহেদির আগের সেরা ছিল ১৯ রানে ৩ উইকেট।

নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার ও রোস্টন চেইসকে ফিরিয়ে বাংলাদেশকে চমৎকার শুরু এনে দিয়েছেন মেহেদি।

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৫৭। একই সময়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৫৬।

শেষ ১০ ওভারে ৯১ রান করতে হবে স্বাগতিকদের। ১২ বলে ১৪ রানে খেলছেন অধিনায়ক রভম‍্যান পাওয়েল। ৮ বলে গুডাকেশ মোটির রান ৬।

16 Dec 2024, 08:43 AM

চেইসকে ফিরিয়ে মেহেদির চার

প্রথম রিপ্লে দেখার সঙ্গে সঙ্গে হাঁটা ধরলেন রোস্টন চেইস। নিজের ভবিষ‍্যৎ বোঝা গেছে তার! কয়েকবার বিভিন্ন অ‍্যাঙ্গেল থেকে দেখে আম্পায়ারও সেটাই নিশ্চত করলেন, আউট।

কট বিহাইন্ডের রিভিউ নিয়ে চেইসকে ফিরিয়েছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি, আর্ম গার্ডে লাগার পর গ্লাভস ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

১৩ বলে চেইস করেন ৭ রান। তিনি মেহেদির চতুর্থ শিকার।

৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৩৯। ক্রিজে রভম‍্যান পাওয়েলের সঙ্গী গুডাকেশ মোটি।

16 Dec 2024, 08:40 AM

খালি হাতে ফিরলেন ফ্লেচার

দুর্দান্ত বোলিংয়ের ধারা অব্যাহত শেখ মেহেদি হাসানের। সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিলেন অফ স্পিনার।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে ড্রাইভ করার চেষ্টায় ফ্লেচারের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন লিটন কুমার দাস।

রানের খাতাই খুলতে পারেননি ফ্লেচার।

16 Dec 2024, 08:36 AM

পাওয়ার প্লেতে উইন্ডিজের ৩ উইকেটে ৩৬

রান তাড়ায় প্রথম ৬ ওভারে তেমন কিছু করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান।

এর মধ্যে তানজিম হাসানের করা চতুর্থ ওভারেই তারা নিয়েছে ২৫ রান। বাকি পাঁচ ওভারে চমৎকার বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের আটকে রেখেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসানরা।

প্রথম ওভারে মাত্র ১ রান দেন হাসান। আক্রমণে এসে প্রথম বলেই ব্র‍্যান্ডন কিংয়ের উইকেট নেন তাসকিন। পরের ওভারে নিকোলাস পুরানকে ফেরান মেহেদি।

এরপর তানজিমের ওভারে ২৫ রান নিয়ে উইন্ডিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে পঞ্চম ওভারে জনসন চার্লসকে থামিয়ে দেন মেহেদি।

আপাতত রোস্টন চেইস ১০ বলে ৬ ও আন্দ্রে ফ্লেচার ৩ বলে ০ রানে অপরাজিত।

16 Dec 2024, 08:29 AM

চার্লসকে থামালেন মেহেদি

চতুর্থ ওভারে তানজিম হাসানের বলে দুই ছক্কা, এক চারে ডানা মেলার আভাস দিয়েছিলেন জনসন চার্লস। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বলেও তিনি মারেন বাউন্ডারি। তবে তাকে বেশি দূর যেতে দিলেন না শেখ মেহেদি হাসান।

ছক্কার খোঁজে মিড অফের ওপর দিয়ে মারার চেষ্টায় বৃত্তের মাথায় দাঁড়ানো হাসান মাহমুদের হাতে ক্যাচ দিলেন চার্লস। ১২ বলে ২০ রান করে ফিরলেন তিনি।

নতুন ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ৬ বলে ৪ রানে অপরাজিত রোস্টন চেইস।

৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৩ রান।

16 Dec 2024, 08:28 AM

এলোমেলো বোলিংয়ে খরুচে তানজিম

বোলিংয়ে এসে শুরু করলেন ওয়াইড-বাউন্ডারি দিয়ে। পরে তিন বলের মধ‍্যে জনসন চার্লসের ব‍্যাটে হজম করলে দুই ছক্কা ও এক চার।

লাইন, লেংথ খুঁজে ফেরা পেসার দিলেন আরও একটি ওয়াইড! ওভার থেকে সব মিলিয়ে এলো ২৫ রান।

৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৮।

16 Dec 2024, 08:22 AM

পুরানকে দ্রুত ফেরালেন মেহেদি

বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল‍্য পেলেন লিটন দাস। বিপজ্জনক নিকোলাস পুরানকে দ্রুত ফেরালেন শেখ মেহেদি হাসান।

অফ স্পিনারকে পেয়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন পুরান। কিন্তু বলের লাইনেই যেতে পারেননি তিনি। বল গ্লাভসে নিয়েই বেলস ফেলে দেন লিটন।

৬ বলে ১ রান করে ফেরেন পুরান।

৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী রোস্টন চেইস।

16 Dec 2024, 08:13 AM

এসেই তাসকিনের আঘাত

বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেলেন তাসকিন আহমেদ। বড় শটের চেষ্টায় ফিরে গেলেন ব্র‍্যান্ডন কিং।

লেগ-মিডল স্টাম্পের ফুল লেংথ ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন কিং। মুভমেন্টের জন‍্য ঠিক মতো খেলতে পারেননি। মিডঅফ থেকে দৌড়ে শেষ মুহূর্তে ঝাঁপ দিয়ে চমৎকার ক‍্যাচ নেন তানজিদ হাসান।

৫ বলে কিং করেন ১ রান।

২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২। ক্রিজে জনসন চার্লসের সঙ্গী নিকোলাস পুরান।

16 Dec 2024, 07:55 AM

১৪৭ রানের পুঁজি

ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ চালালেন শামীম হোসেন। তার আগ্রাসী ব‍্যাটিংয়ে দেড়শর কাছাকাছি গেল বাংলাদেশের সংগ্রহ।

২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করেছে সফরকারীরা। ১০ ওভারে তাদের রান ছিল ৩ উইকেটে ৫৬।  

১৩ বলে তিন ছক্কা ও চারে ২৭ রানের ইনিংস খেলে শেষ ওভারে ফেরেন শামীম। তার বিদায়ে ভাঙে ২৯ বল স্থায়ী ৪৯ রানের জুটি।

২৪ বলে এক ছক্কা ও দুই চারে ২৬ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদি হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (তানজিদ ৬, সৌম‍্য ৪৩, লিটন ০, আফিফ ৮, জাকের ২৭, মেহেদি ২৬*, শামীম ২৭, রিশাদ ২*; আকিল ৪-১-১৩-২, ম‍্যাককয় ৪-০-৩০-২, জোসেফ ৪-০-২৬-০, শেফার্ড ৩-০-৩৩-১, মোটি ১-০-১৫-০)

16 Dec 2024, 07:31 AM

ষোড়শ ওভারে একশ

আলজারি জোসেফের শর্ট বল শামীম হোসেনের ব‍্যাটের কানায় লেগে কিপারের মাথার উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। সৌভাগ‍্যের ছক্কায় ষোড়শ ওভারে তিন অঙ্ক স্পর্শ করল বাংলাদেশের সংগ্রহ।

১৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৫। ১১ বলে ৯ রানে খেলছেন শেখ মেহেদি হাসান। ৩ বলে শামীমের রান ৭।

16 Dec 2024, 07:29 AM

বোল্ড হয়ে থামলেন সৌম‍্য

বেঁচে যাওয়ার পর আর তেমন কিছু করতে পারলেন না সৌম‍্য সরকার। ওয়েড ম‍্যাককয়ের বলে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার।

স্লোয়ার বল বুঝতেই পারেননি সৌম‍্য। শট খেলে ফেলেন অনেক আগে। বল আঘাত হানে স্টাম্পের চূড়ায়।

৩২ বলে তিন ছক্কা ও দুই চারে ৪৩ রান করেন সৌম‍্য

১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৬। ক্রিজে শেখ মেহেদি হাসানের সঙ্গী শামীম হোসেন।

16 Dec 2024, 07:22 AM

মেহেদির ক‍্যাচ ছাড়লেন চেইস

আগের ওভারে কঠিন ক‍্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন সৌম‍্য সরকার। গুডাকেশ মোটি ডাইভ দেওয়ার সময় মাটি ছুঁয়েছিল বল। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বেশ উঁচুতে উঠে যাওয়া ফিরতি ক‍্যাচ ছাড়লেন রোস্টন চেইস।

সে সময় ৫ রানে ছিলেন মেহেদি।

১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৪।

16 Dec 2024, 07:16 AM

ছক্কার চেষ্টায় ফিরলেন জাকের

রোমারিও শেফার্ডকে ছক্কায় উড়িয়ে সৌম‍্য সরকারের সঙ্গে জুটির রান পঞ্চাশে নিলেন জাকের আলি, ৪৯ বলে। এক বল পর এর পুনরাবৃত্তির চেষ্টায় লং অনে রভম‍্যান পাওয়েলের হাতে ধরা পড়লেন তিনি।

অফ স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথ ডেলিভারি লেগে ঘুরিয়েছিলেন জাকের। যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন পারেননি। সীমানায় দারুণ ক‍্যাচ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ভাঙে ৪২ বল স্থায়ী ৫৭ রানের জুটি।

২৭ বলে দুই ছক্কা ও এক চারে ২৭ রান করেন জাকের।

১২.৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৭। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী মেহেদি হাসান।

16 Dec 2024, 06:55 AM

মাঝপথে চাপে বাংলাদেশ

ইনিংসের মাঝ পথে বেশ চাপে বাংলাদেশ। ফিরে গেছেন তিন ব‍্যাটসম‍্যান, রান রেট এখনও ছয়ের নিচে।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৬। ২১ বলে ২৬ রানে খেলছেন সৌম‍্য সরকার। ১৬ বলে জাকের আলির রান ১২।

৬০ বলের ৩৫টিই ডট খেলেছেন বাংলাদেশের ব‍্যাটসম‍্যানরা।

16 Dec 2024, 06:43 AM

রিভিউ নিয়ে বাঁচলেন সৌম‍্য

পাওয়ার প্লের শেষ বলে আরেকটি উইকেট হারাতে বসেছিল বাংলাদেশ। রিভিউ নিয়ে নিয়ে টিকে গেলেন সৌম‍্য সরকার।

রোস্টন চেইসের অফ স্টাম্পের বাইরের বলে চালিয়ে দিয়েছিলেন বাঁহাতি ওপেনার। ব‍্যাটে বলে করতে পারেননি তিনি। তবে কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার।

জাকের আলির সঙ্গে একটু কথা বলে রিভিউ নেন সৌম‍্য। রিপ্লেতে দেখা যায়, ব‍্যাটে-বলে করতে পারেননি ব‍্যাটসম‍্যান। তাই পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।

৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩২। পাওয়ার প্লেতে যথেষ্ট রান করতে পারেনি বাংলাদেশ। পাশাপাশি হারিয়েছে তানজিদ হাসান, লিটন দাস ও আফিফ হোসেনের উইকেট।

16 Dec 2024, 06:38 AM

ফেরার ম‍্যাচে ব‍্যর্থ আফিফ

রোস্টন চেইসের প্রথম বলে রিভার্স সুইপ করে শর্ট থার্ডম‍্যান দিয়ে বাউন্ডারি পেয়েছিলেন সৌম‍্য সরকার। সে সময় কোনো ফিল্ডার ছিল না সেখানে। চতুর্থ বলে এর পুনরাবৃত্তি করার চেষ্টায় শর্ট থার্ডম‍্যান ফিল্ডারের হাতে ধরা পড়লেন আফিফ হোসেন।

ফেরার ম‍্যাচে বাঁহাতি ব‍্যাটসম‍্যান দুই চারে ১১ বলে করলেন ৮ রান।

৫.৪ ওভারে বাংলাদেশের রান রান ৩ উইকেটে ৩০। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী জাকের আলি।

16 Dec 2024, 06:26 AM

গোল্ডেন ডাক লিটন

বিভীষিকার ওয়ানডে সিরিজ শেষেও রান নেই লিটনের ব‍্যাটে। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব পাওয়া অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যান আউট হয়ে গেছেন প্রথম বলেই!

বাঁহাতি স্পিনার আকিল হোসেনের অফ স্টাম্পের বাইরের বলের লেংথ পড়তে পারেননি লিটন। পা বাড়িয়ে খেলার চেষ্টা বোলারকে দেন সহজ ফিরতি ক‍্যাচ। বাংলাদেশে পরপর দুই বলে হারায় দুই উইকেট।

হ‍্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া আফিফ হোসেন পরের বলও খেলেন ডট। ওভারটি উইকেট-মেডেন নেন আকিল।

৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫।

16 Dec 2024, 06:21 AM

শুরুতেই ফিরলেন তানজিদ

প্রথম বলে সিঙ্গেল নিয়েছিলেন তানজিদ হাসান। দুই ওভার মিলিয়ে আকিল হোসেনের পরের ৬ বল খেলে আর ১ রানও নিতে পারলেন না তিনি।

প্রথম ওভারের শেষ তিন বল তানজিদ ডট খেলেছিলেন। তৃতীয় ওভারের প্রথম দুই বলেও নিতে পারেননি তিনি।

তৃতীয় বল গায়ের জোরে লেগে ঘুরানোর চেষ্টায় হন বোল্ড। বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ওপেনার, ওই শট খেলার মতো লেংথেও ছিল না। ভাঙে ১৫ রানের শুরুর জুটি।

১১ বলে ৬ রান করেন তানজিদ।

২.৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী লিটন দাস।

16 Dec 2024, 06:14 AM

স্পিন দিয়ে শুরু

আকিল হোসেনের হাতে নতুন বল তুলে দিলেন রভম‍্যান পাওয়েল। দ্বিতীয় বলে সৌম‍্য সরকারের ব‍্যাটে বাউন্ডারি হজম করলেও শেষ তিন বল তানজিদ হাসানকে ডট খেলিয়ে ওভার ভালোভাবেই শেষ করলেন বাঁহাতি স্পিনার।

প্রথম বলে সিঙ্গেল নেন তানজিদ। স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে শুরু করেন সৌম‍্য। পরের চার বলে দুই বাঁহাতি ওপেনার নিতে পারেন কেবল ১ রান।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬।

16 Dec 2024, 05:58 AM

উইন্ডিজ একাদশে দুই বাঁহাতি স্পিনার

বাংলাদেশ একাদশে কোনো বাঁহাতি স্পিনার না থাকলেও দুজন নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ। গুডাকেশ মোটির সঙ্গে আছেন আকিল হোসেন। এর সঙ্গে একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছয়জন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র‍্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।

16 Dec 2024, 05:54 AM

তিন পেসার, দুই স্পিনারের বাংলাদেশ একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পেস বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান। স্পিনে শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন।

এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন আফিফ হোসেন ও সৌম্য সরকার।

ভারতের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে পরিবর্তন মোট ৫টি। চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ, ছুটিতে মুস্তাফিজুর রহমান, বাদ পড়েছেন পারভেজ হোসেন।

তাদের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, জাকের আলি, হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

16 Dec 2024, 05:39 AM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কয়েন নিক্ষেপ করলেন রভম্যান পাওয়েল। 'হেডস' ডাকলেন লিটন কুমার দাস। কিন্তু মুদ্রায় উঠল 'টেলস', টস হেরে গেল বাংলাদেশ। কয়েনভাগ্য পাশে পেয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

পাওয়েল বললেন, বাংলাদেশের ব্যাটিং দেখে উইকেট সম্পর্কে ধারণা নিতে চায় তার দল। যেন সেই অনুযায়ী ব্যাট করতে পারেন তারা।

লিটন বললেন, তার চোখে ব্যাটিংয়ের জন্য বেশ ভালো এই উইকেট। তাই ১৮০ রানের বেশি কথা করতে চায় বাংলাদেশ।

16 Dec 2024, 05:13 AM

টি-টোয়েন্টিতে নতুন শুরুর আশা

লম্বা সময় পেরিয়ে গেলেও টি-টোয়েন্টিতে এখনও নিজস্ব ঘরানা খুঁজে ফিরছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলের কথা বলা হলেও সেগুলো খুব ফলপ্রসু হয়নি। তাই আরেকটা সিরিজের আগে আরেকটা নতুন পথের সন্ধানে বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে সোমবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। 

ফের শূন‍্য থেকে শুরুর চ‍্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এই সিরিজের জন‍্য নেতৃত্ব পাওয়া লিটন মনে করছেন, একটু পিছিয়ে থেকেই সিরিজ শুরু করবেন তারা।

“সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলি আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব।”