সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩৬/৯
নিউ জিল্যান্ড: ৪৬.১ ওভারে ২৪০/৫
24 Feb 2025, 10:38 PM
বাংলাদেশের পরাজয়ে পাকিস্তানেরও বিদায়
ভারতের কাছে পরাজয়ে যাত্রা শুরুর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছিল বাংলাদেশের জন্য। কিন্তু সেই ম্যাচে তেমন লড়াই করতেই পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
আরও একবার ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ২৩৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে নিউ জিল্যান্ড।
এই পরাজয়ে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বিদায়। একইসঙ্গে নিজেদের ঘরের মাঠের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তানও। আগামী বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শান্ত ও জাকের আলি ছাড়া বাংলাদেশের কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন শান্ত। জাকেরের ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে রিশাদ করেন ২৬ রান।
পুরো ইনিংসে ১৮১ বল অর্থাৎ ৩০ ওভারের বেশি ডট খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
মাঝারি পুঁজি নিয়েও বাংলাদেশকে আশা দেখান পেসাররা। প্রথম ওভারে উইল ইয়াংকে ফেরান তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে কেন উইলিয়ামসনকে আউট করে দেন নাহিদ রানা। ৮০ হওয়ার আগে ডেভন কনওয়েকে থামান মুস্তাফিজুর রহমান।
তবে চতুর্থ উইকেটে দারুণ জুটিতে নিউ জিল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করে দেন রাচিন রাভিন্দ্রা ও টম ল্যাথাম। চোট কাটিয়ে ফেরার ম্যাচে ১১২ রান করেন রাভিন্দ্রা। ল্যাথামের ব্যাট থেকে আসে ৫৫ রান। দুজনের জুটির সংগ্রহ ১৩৬ বলে ১২৯ রান।
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী ২ মার্চ ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (তানজিদ ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোক ১০-১-৪৮-২, স্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)
নিউ জিল্যান্ড: ৪৬.১ ওভারে ২৪০/৫ (ইয়াং ০, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, রাভিন্দ্রা ১১২, ল্যাথাম ৫৫, ফিলিপস ২১*, ব্রেসওয়েল ১১*; তাসকিন ৭-২-২৮-১, নাহিদ ৯-০-৪৩-১, মিরাজ ১০-০-৫৩-০, মুস্তাফিজ ১০-০-৪২-১, রিশাদ ৯.১-০-৫৮-১, শান্ত ১-০-১২-০)
24 Feb 2025, 10:15 PM
রান আউটে কাটা ল্যাথাম
দলকে জয়ের খুব কাছে নিয়ে রান আউটে কাটা পড়লেন টম ল্যাথাম। মিড অন থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে তার বিদায় নিশ্চিত করলেন মাহমুদউল্লাহ।
৩ চারে ৭৬ বলে ৫৫ রান করেন ল্যাথাম।
ক্রিজে নতুন ব্যাটসম্যান মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ৬ রানে খেলছেন গ্লেন ফিলিপস। ৪১.৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। ৫০ বলে তাদের প্রয়োজন ২৩ রান।
24 Feb 2025, 10:01 PM
ল্যাথামের ফিফটি
পাকিস্তানের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে আসর শুরুর পর এবার ফিফটির দেখা পেলেন টম ল্যাথাম। ৩ চারে ৭১ বলে মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি কিপার-ব্যাটসম্যান।
সবশেষ তিন ম্যাচে ল্যাথামের এটি তৃতীয় পঞ্চাশছোঁয়া ইনিংস। সব মিলিয়ে ওয়ানডেতে ২৬তম ফিফটি তার।
৩৯ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২০৫ রান। ৬৬ বলে ৩২ রান প্রয়োজন তাদের।
24 Feb 2025, 09:57 PM
রাভিন্দ্রাকে ফেরালেন রিশাদ
দুবার জীবন দেওয়ার পর অবশেষে রাচিন রাভিন্দ্রাকে ড্রেসিং রুমে ফেরত পাঠাতে পারল বাংলাদেশ। রিশাদ হোসেনের বলে ছক্কার চেষ্টায় ওয়াইড লং অনে বদলি ফিল্ডার পারভেজ হোসেনের হাতে ক্যাচ দিলেন রাভিন্দ্রা।
১২ চার ও ১ ছক্কায় ১০৫ বলে ১১২ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। ৭০ বলে ৪৯ রানে অপরাজিত টম ল্যাথাম।
৩৮.২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। জয়ের জন্য ৭০ বলে ৩৬ রান প্রয়োজন তাদের।
24 Feb 2025, 09:51 PM
এবার ক্যাচ ছাড়লেন মাহমুদউল্লাহ
সেঞ্চুরি পূর্ণ করে আবার জীবন পেলেন রাচিন রাভিন্দ্রা। ৩৮তম ওভারে মুস্তাফিজুর রহমানের প্রথম বলে মিড অনে সহজ ক্যাচ ছেড়ে দিলেন মাহমুদউল্লাহ। ১০৫ রানে বেঁচে গেলেন রাভিন্দ্রা।
এর আগে ৯৩ রানে রাভিন্দ্রাকে প্রথম জীবন দেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানার বলে ক্যাচ নিতে পারেননি তিনি।
24 Feb 2025, 09:49 PM
রাভিন্দ্রার সেঞ্চুরি
ফেরার ম্যাচ দারুণ সেঞ্চুরিতে রাঙালেন রাচিন রাভিন্দ্রা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই তিন অঙ্কের দেখা পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
১১ চার ও ১ ছক্কায় ৯৫ বলে মাইলফলক পূর্ণ করেন রাভিন্দ্রা। সব মিলিয়ে ওয়ানডেতে তার চতুর্থ সেঞ্চুরি এটি।
৩৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। ৯০ বলে প্রয়োজন ৬০ রান।
24 Feb 2025, 09:41 PM
রাভিন্দ্রা-ল্যাথাম জুটির একশ
আশি রানের আগে তিন ব্যাটসম্যানকে আউট করে তেমন সুবিধা নিতে পারল না বাংলাদেশ। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে নিউ জিল্যান্ডকে জয়ের কাছে নিয়ে যাচ্ছেন রাচিন রাভিন্দ্রা ও টম ল্যাথাম।
১১২ বলে জুটির শতরান পূর্ণ করেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৪.২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৭৫ রান। জয়ের জন্য ৯৪ বলে প্রয়োজন ৬২ রান।
24 Feb 2025, 09:40 PM
রাভিন্দ্রার ক্যাচ ছাড়লেন মিরাজ
জুটি ভাঙার সুযোগ কাজে লাগাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ৯৩ রানে বেঁচে গেলেন রাচিন রাভিন্দ্রা।
নাহিদ রানার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলার চেষ্টায় কিছুটা ভাসিয়ে দেন রাভিন্দ্রা। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচের মতো পান মিরাজ। কিন্তু হাতে রাখতে পারেননি তিনি।
৩৩ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৬৫ রান। বাকি ১৭ ওভারে তাদের প্রয়োজন ৭২ রান।
রাভিন্দ্রা ৮৯ বলে ৯৪ ও টম ল্যাথাম ৫৪ বলে ৩২ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৩ রান।
24 Feb 2025, 09:05 PM
রাভিন্দ্রা-ল্যাথাম জুটির পঞ্চাশ
বাংলাদেশের পুরো ইনিংসে পঞ্চাশছোঁয়া জুটি ছিল না একটিও। দ্বিতীয় ইনিংসে পরপর দুটি পঞ্চাশ রানের জুটি পেয়ে গেল নিউ জিল্যান্ড।
চতুর্থ উইকেটে পঞ্চাশ রানের বন্ধন গড়েছেন রাচিন রাভিন্দ্রা ও টম ল্যাথাম।
২৭ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। জয়ের জন্য বাকি ২২ ওভারে তাদের প্রয়োজন ১০৯ রান।
রাভিন্দ্রা ৭৪ বলে ৬৯ ও ল্যাথাম ৩৩ বলে ২০ রানে অপরাজিত।
24 Feb 2025, 09:00 PM
২৫তম ওভারে রিশাদ
২১তম ওভারে তাসকিন আহমেদকে আক্রমণে ফেরান নাজমুল হোসেন শান্ত। ধারাভাষ্য কক্ষ থেকে বলতে শোনা যায়, 'এখনও রিশাদ নয়!' এরও তিন ওভার পর ইনিংসের প্রায় মাঝপথে রিশাদকে বোলিংয়ে আনলেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম ওভারে ৩ রান দিলেন তরুণ লেগ স্পিনার।
ইনিংসের মাঝপথে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। বাকি ২৫ ওভারে তাদের প্রয়োজন ১২৬ রান।
রাচিন রাভিন্দ্রা ৬৭ বলে ৫৯ ও টম ল্যাথাম ২৮ বলে ১৭ রানে অপরাজিত।
24 Feb 2025, 08:49 PM
২২তম ওভারে নিউ জিল্যান্ডের একশ
রান তাড়ায় ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে নিউ জিল্যান্ড। ২২তম ওভারে তারা পূর্ণ করেছে দলের একশ। এর আগে দশম ওভারে পঞ্চাশ করেছিল তারা।
২২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। জয়ের জন্য ২৮ ওভারে প্রয়োজন ১৩৪ রান।
রাচিন রাভিন্দ্রা ৫৭ বলে ৫৪ ও টম ল্যাথাম ২০ বলে ১৪ রানে অপরাজিত।
24 Feb 2025, 08:45 PM
ফিরেই রাভিন্দ্রার ফিফটি
মাথায় চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি রাচিন রাভিন্দ্রা। বাংলাদেশের বিপক্ষে নিজের ফেরা তিনি রাঙালেন দারুণ ইনিংসে। তাসকিন আহমেদের বলে চমৎকার কাভার ড্রাইভে পূর্ণ করলেন নিজের ফিফটি।
৬ চারে ৫০ বলে পঞ্চাশ করেন রাভিন্দ্রা। বাংলাদেশের বিপক্ষে এটিই তার প্রথম ফিফটি। সব মিলিয়ে সপ্তম।
24 Feb 2025, 08:22 PM
কনওয়ে-রাভিন্দ্রা জুটির পঞ্চাশ
শুরুতে দুই উইকেট নেওয়ার পর নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর চাপ ধরে রাখতে পারল না বাংলাদেশ। পাল্টা আক্রমণে এরই মধ্যে পঞ্চাশছোঁয়া জুটি গড়লেন রাচিন রাভিন্দ্রা ও ডেভন কনওয়ে, ৫৭ বলে।
১৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৫৬ রান। কনওয়ে ৪৩ বলে ৩০ ও রাভিন্দ্রা ৩৭ বলে ৩৬ রানে অপরাজিত।
জয়ের জন্য ৩৫ ওভারে প্রয়োজন ১৬৬ রান।
কনওয়েকে ফেরালেন মুস্তাফিজ
টানা দারুণ বোলিংয়ের পুরস্কার চতুর্থ ওভারে এসে পেলেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টায় ব্যাট ছুঁয়ে পপিং ক্রিজে ড্রপ পড়ে বোল্ড হলেন ডেভন কনওয়ে।
৬ চারে ৪৫ বলে ৩০ রান করে ফিরলেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙল ৫৭ রানের তৃতীয় উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান টম ল্যাথাম। ৩৯ বলে ৩৭ রানে অপরাজিত রাচিন রাভিন্দ্রা।
১৫.৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান।
24 Feb 2025, 08:20 PM
রান আউটের সুযোগ নষ্ট
জুটি ভাঙার বড় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না তানজিদ হাসান। ২৫ রানে বেঁচে গেলেন রাচিন রাভিন্দ্রা।
দ্বাদশ ওভারে মুস্তাফিজুর রহমানের স্টাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলে রানের জন্য ছোটার চেষ্টা করেন রাভিন্দ্রা। দ্রুত বল ধরলেও সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙতে পারেননি তানজিদ। উল্টো 'ওভার থ্রো' থেকে রান পেয়ে যান রাভিন্দ্রা।
১২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। রাভিন্দ্রা ২৬ বলে ২৬ ও ডেভন কনওয়ে ৩৬ বলে ২৭ রানে অপরাজিত।
24 Feb 2025, 08:07 PM
দশম ওভারে নিউ জিল্যান্ডের পঞ্চাশ
শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছেন ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রা। দুজনের ব্যাটে দশম ওভারে পঞ্চাশ পূর্ণ করে ফেলেছে নিউ জিল্যান্ড।
প্রথম পাওয়ার প্লে শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। জয়ের জন্য ৪০ ওভারে তাদের প্রয়োজন ১৮৩ রান। কনওয়ে ২৯ বলে ২৬ ও রাভিন্দ্রা ২১ বলে ২৩ রানে খেলছেন।
ইনিংসের প্রথম ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে নাহিদ রানার শিকার কেন উইলিয়ামসন।
সব মিলিয়ে দারুণ লাইন লেংথে শুরুতে চাপ ধরে রাখেন তাসকিন ও নাহিদ। কিন্তু আলগা বল পেলেই বাউন্ডারি মেরে রানের চাকা সচল রাখেন কনওয়ে ও রাভিন্দ্রা।
১০ ওভারে ৪২টি ডট বল করেছে বাংলাদেশ। তবে বিপরীতে ১২টি বাউন্ডারি মেরে রান রেট ঠিক রেখেছে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা।
24 Feb 2025, 08:03 PM
উইলিয়ামসনকে দ্রুত ফেরালেন নাহিদ
নাহিদ রানার আগের ওভারে ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পেয়েছিলেন কেন উইলিয়ামসন। পরের ওভারে আর বাঁচলেন না নিউ জিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হলেন তিনি।
অফ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছেন নাহিদ। দারুণ লাইন ও লেংথে বোলিং করার পুরস্কার দ্রুতই পেয়ে গেলেন তিনি। ড্রাইভ করার চেষ্টায় মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়লেন উইলিয়ামসন।
ব্যাট হাতে বাংলাদেশকে অসংখ্যাবার ভোগানো নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ৪ বলে এক চারে করলেন ৫ রান।
৪ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ১৯। ক্রিজে ডেভন কনওয়ের সঙ্গী রাচিন রাভিন্দ্রা।
24 Feb 2025, 07:32 PM
শুরুতেই তাসকিনের আঘাত
প্রথম ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। টানা পাঁচটি ডট বল করে শেষটি ভেতরে ঢোকান অভিজ্ঞ পেসার। উইল ইয়াংয়ের ব্যাট-প্যাডে ফাঁক দিয়ে বল আঘাত করে স্টাম্পে।
মাঝারি পুঁজি নিয়ে বাংলাদেশের শুরু হলো উইকেট মেডেন নিয়ে। তিন নম্বরে নামলেন কেন উইলিয়ামসন। অন্য প্রান্তে আরেক ওপেনার ডেভন কনওয়ে।
24 Feb 2025, 07:19 PM
১৮১ ডট বল, ২৩৬ রান
ভালো শুরু কাজে লাগাতে পারল না বাংলাদেশ। নিয়মিত উইকেট হারানোর সঙ্গে ডট খেলল ১৮১ বল, যা ৩০.১ ওভারের সমান! তাই বাঁচা-মারার ম্যাচে খুব বড় হল না তাদের সংগ্রহ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে করতে পারল ৯ উইকেটে ২৩৬ রান।
ওপেনিংয়ে নেমে ১১০ বলে ৯ চারে ৭৭ রান করেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা বাংলাদেশের কোনো অধিনায়কের প্রথম ফিফটি। তিনি ছাড়া ত্রিশ ছাড়াতে পারেন কেবল জাকের আলি (৫৫ বলে ৪৫)।
শুরুতে তানজিদ ও শেষে রিশাদ হোসেন ছিলেন দ্রুত রান তোলার চেষ্টায়। তবে তারা কেউই ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশের ইনিংসে নেই একটিও পঞ্চাশ ছোঁয়া জুটি।
মাঝের ওভারে বাংলাদেশকে নাড়িয়ে দেন মাইকেল ব্রেসওয়েল। ২৭ ওভারের মধ্যে কোটার ১০ ওভার করে ফেলেন এই অফ স্পিনার। কেবল ২৬ রানে নেন ৪ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের কোনো স্পিনারের যা সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (তানজিদ ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোক ১০-১-৪৮-২, স্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)
24 Feb 2025, 06:54 PM
শেষ ওভারে ২ রান, তাসকিনের উইকেট
শেষ ওভারে প্রত্যাশিত রান এলো না। আড়াইশর সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ থামল বেশ আগেই।
৫০তম ওভারে কেবল দুই রান পেয়েছে বাংলাদেশ, এর একটি ওয়াইড থেকে।
কাইল জেমিসনকে ছক্কার চেষ্টায় দ্বিতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে থামেন তাসকিন আহমেদ (২০ বলে ১০)। বাকি চারটি বল ডট খেলেন নাহিদ রানা। কোনো বলেই ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি।
24 Feb 2025, 06:43 PM
রান আউট জাকের
আড়াইশ রানের ক্ষীন যে আশা জেগেছিল সেটা প্রায় মিলিয়ে গেল জাকের আলির রান আউটে। স্ট্রাইক ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় কিপারের কাছে বল রেখে দৌড় দেওয়ার মাশুল দিলেন তিনি।
কিপারের আন্ডার আর্ম থ্রো বেলস ফেলে দেওয়ার সময় কিছুটা পেছেনে ছিলেন জাকের। তার বিদায়ে ভাঙল ৩০ বল স্থায়ী ৩৫ রানের জুটি।
৫৫ বলে তিন চার ও এক ছক্কায় ৪৫ রান করেন জাকের।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৩৪। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী মুস্তাফিজুর রহমান।
24 Feb 2025, 06:32 PM
ছক্কার চেষ্টায় অক্কা রিশাদ
ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ চালানো রিশাদ হোসেন টিকলেন না বেশিক্ষণ। তাকে ফিরিয়ে জুটি ভাঙলেন ম্যাট হেনরি।
শর্ট বলে কিছু রান হলেও পরিকল্পনা থেকে সরেননি হেনরি। তাতে কাজও হয়। শর্ট লেগে ঘুরানোর চেষ্টায় সফল হননি রিশাদ। সহজ ক্যাচ যায় মিড অফে। ভাঙে ৩৫ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
২৫ বলে এক ছক্কা ও দুই চারে ২৬ রান করেন রিশাদ।
সেই ওভারেই জাকের আলির বাউন্ডারিতে দুইশ স্পর্শ করে বাংলাদেশের রান।
৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০২। ক্রিজে জাকেরের সঙ্গী তাসকিন আহমেদ।
24 Feb 2025, 06:08 PM
দ্বিতীয় পাওয়ার প্লেতে ১০২ ডট
প্রথম পাওয়ার প্লেতে ৪০টি ডট বল খেলেছিল বাংলাদেশ। সে সময় বাউন্ডার পাওয়ায় রান রেট বেশ ভালো ছিল। ১০ ওভারে করেছিল ৫৮ রান।
পরের পাওয়ার প্লেতে অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন ১০২টি ডট বল!
৪০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭২। ৩৬ বলে ২১ রানে খেলছেন জাকের আলি। ১৩ বলে রিশাদ হোসেনর রান ৭।
24 Feb 2025, 05:56 PM
৭৭ রানে থামলেন শান্ত
ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ফিরলেন ৩৮তম ওভারে। অধিনায়ককে হারিয়ে বাড়ল বাংলাদেশের বিপদ।
উইল ও’রোকের অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি শান্ত। ব্যাটের কানায় লেগে ওঠে যায় বেশ উপরে। বেশ কয়েকজন ফিল্ডার আশেপাশে। তাদের রেখে মিডউইকেট থেকে অনেকটা দৌড়ে ক্যাচ নেন মাইকেল ব্রেসওয়েল। ভাঙে ৬৭ বল স্থায়ী ৪৫ রানের জুটি।
১১০ বলে নয় চারে ৭৭ রান করেন শান্ত। ওপেনিংয়ে নেমে এটাই তার সর্বোচ্চ। আগের ছয় ইনিংসে সর্বোচ্চ ছিল ২০। ওই একবারই কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৫। ক্রিজে জাকের আলির সঙ্গী রিশাদ হোসেন।
24 Feb 2025, 05:46 PM
অহেতুক আউট মাহমুদউল্লাহ
আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশকে ভোগান্তিতে রাখা মাইকেল ব্রেসওয়েলকে তার শেষ ওভারে আরেকটি উইকেট উপহার দিলেন মাহমুদউল্লাহ।
অফ স্পিনারের নতুন ওভারের প্রথম বলে বেরিয়ে এসে তেড়েফুড়ে মারতে গিয়ে ক্যাচ দিলে মাহমুদউল্লাহ। লেগে ঘুরানোর চেষ্টায় সফল হননি, ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় অফে! সেখানে কোনো ভুল করেননি উইল ও’রোক।
১৪ বলে চার রান করেন মাহমুদউল্লাহ।
২৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৯। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী জাকের আলি।
১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন ব্রেসওয়েল। মূলত তিনিই নিউ জিল্যান্ডকে বসিয়েছেন চালকের আসনে।
24 Feb 2025, 04:58 PM
৭১ বলে শান্তর পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে শূন্য রানে ফেরা বাংলাদেশ অধিনায়ক এবার করেছেন পঞ্চাশ, ৭১ বলে।
মিচেল স্যান্টনারের বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশ স্পর্শ করে কোনো উদযাপন করেননি শান্ত। ম্যাচের যা পরিস্থিতি তাতে বাঁহাতি ব্যাটসম্যানের কাছে দলের চাওয়া আরও অনেক বড় ইনিংস।
২৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৪ রান। ৮ চারে ৭৪ বলে ৫৩ রানে খেলছেন শান্ত। ৯ বলে অভিজ্ঞ মাহমুদউল্লাহর রান ২।
ইনিংসের মাঝপথে ১০০টি ডট বল খেলেছ বাংলাদেশ!
24 Feb 2025, 04:51 PM
ফের ব্যর্থ মুশফিক
ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া মুশফিকুর রহিম ব্যর্থ হলেন আবারও। মাইকেল ব্রেসওয়েলের বলে স্লগ সুইপের চেষ্টায় তিনি ফিরে গেলেন দলের বিপদ বাড়িয়ে।
অফ স্পিনারের আগের দুটি বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টায় সফল হননি মুশফিক। পরের বল টেনে ঘুরাতে চাইলেন লেগে। কিন্তু টাইমিং করতে পারলেন না, সীমানায় সহজ ক্যাচ নিলেন রাচিন রাভিন্দ্রা।
৫ বলে ২ রান করে ফিরলেন মুশফিক।
২৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৬। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী একাদশে ফেরা মাহমুদউল্লাহ।
টিকলেন না হৃদয়
উইকেটে গিয়ে একদমই স্বস্তিতে ছিলেন না তাওহিদ হৃদয়। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা মিডল অর্ডার ব্যাটসম্যান এবার ফিরলেন ২৪ বলে কেবল ৭ রান করে।
হৃদয়ের অস্বস্তিময় উপস্থিতির ইতি টেনেছেন মাইকেল ব্রেসওয়েল। আগের বলে বেরিয়ে এসে খেলতে চেয়ে পারেননি ব্যাটসম্যান। পরের বল পিছিয়ে গিয়ে কাভার দিয়ে তুলে মারার চেষ্টায় ধরা পড়লেন কেন উইলিয়ামসনের হাতে। ভাঙল ৫১ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
২১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৯।
ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম।
24 Feb 2025, 04:45 PM
পাওয়ার প্লের পর মন্থর রানের চাকা
১০ ওভারের পর রানের গতি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অসংখ্য ডট বলে রান রেট নেমে গেছে পাঁচের নিচে।
১০ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৮। ২০ ওভার ২ উইকেটে ৯৭। পরের ১০ ওভারে কেবল ৩৯ রান করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে প্রচুর ডট বল খেলেছেন ব্যাটসম্যানরা।
আট চারে ৬১ বলে ৪৫ রানে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় ভুগছেন টাইমিং করতে। গ্যাপও খুঁজে পাচ্ছেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৭ রান করতে তিনি খেলেছেন ২১ বল।
মাইকেল ব্রেসওয়েলের বলে রানই নিতে পারছে না বাংলাদেশ। অফ স্পিনারের ৬ ওভারে খরচা কেবল ২১ রান।
24 Feb 2025, 04:37 PM
টিকলেন না মিরাজ
ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিনে নেমে বেশিক্ষণ টিকলেন না মেহেদী হাসান মিরাজ। রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকা অলরাউন্ডার ফিরে গেলেন একটি করে ছক্কা ও চারে ১৪ বলে ১৩ রান করে।
উইল ও’রোককে লেগে ঘুরাতে চেয়েছিলেন মিরাজ। টাইমিং করতে পারেননি। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় মিচেল স্যান্টনারের হাতে। ভাঙে ২২ বল স্থায়ী ১৯ রানের জুটি।
১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।
24 Feb 2025, 04:32 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৮/১
প্রথম ৬ ওভারে ২৪ রান করা বাংলাদেশ পরে বাড়িয়েছে রানের গতি। পাওয়ার প্লের শেষ করেছে ছয়ের কাছাকাছি রান রেটে।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৮। ২৪ বলে ২৪ রান করে ফিরে গেছেন তানজিদ হাসান।
২৮ বলে চারটি চারে ২২ রানে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একট করে চার ও ছক্কায় ৮ বলে মেহেদী হাসান মিরাজের রান ১১।
24 Feb 2025, 04:04 PM
তানজিদের বিদায়ে ভাঙল জুটি
বোলিংয়ে পরিবর্তন এনে সাফল্য পেল নিউ জিল্যান্ড। মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তানজিদ হাসান। ভাঙল বাংলাদেশের শুরুর জুটি।
নড়বড়ে শুরু করা নাজমুল হোসেন শান্ত মেডেন দিয়েছিলেন কাইল জেমিসনকে। পরে এই দীর্ঘদেহী পেসারের ওভারে মারেন তিনটি চার।
আরেক প্রান্তে সাবলীল ব্যাটিং করা তানজিদ ফের ব্যর্থ ভালো শুরু কাজে লাগাতে। ব্রেসওয়েলের অফ স্পিন গায়ের জোরে মারতে গিয়ে মিডউইকেটে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন তিনি। ভাঙল ৫০ বল স্থায়ী ৪৫ রানের উদ্বোধনী জুটি।
২৪ বলে দুই ছক্কা ও এক চারে তানজিদ করেছেন ২৪ রান।
তিনে নেমে ছক্কায় রানের খাতা খুলেছেন মেহেদী হাসান মিরাজ।
৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫১। ২৬ বলে ২০ রানে খেলছেন শান্ত। বলে মিরাজের রান ৬।
24 Feb 2025, 03:57 PM
আত্মবিশ্বাসী তানজিদ, সাবধানী শান্ত
ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেটে শুরুতেই চমৎকার কিছু শট খেলেছেন তানজিদ হাসান। আরেক প্রান্তে সাবধানী ব্যাটিংয়ে এগোচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৪।
১৪ বলে এক চারে ৮ রানে খেলছেন সৌম্য সরকারের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নামা শান্ত।
১৬ বলে একটি করে চার ও ছক্কায় তানজিদের রান ১৬। তার বাউন্ডারি দুটি এসেছে ম্যাচের দ্বিতীয় ওভারে। কাইল জেমিসনকে চার মারার পর আরেকটি দুর্দান্ত শটে ছক্কায় ওড়ান বাঁহাতি ওপেনার।
24 Feb 2025, 03:47 PM
শুরুতেই নিউ জিল্যান্ডের ব্যর্থ রিভিউ
প্রথম ওভারেই একটি রিভিউ হারাল নিউ জিল্যান্ড। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলেন মিচেল স্যান্টনার।
ম্যাট হেনরির প্রথম বলে দুই রান নিয়ে শুরু করেন তানজিদ হাসান। তৃতীয় বল একটুর জন্য যায়নি মিড-অন ফিল্ডারের হাতে।
স্ট্রাইক পেয়ে পঞ্চম বল ব্যাটে খেলতে পারেননি শান্ত। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে শেষ সময়ে রিভিউ নেন স্যান্টনার। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩।
24 Feb 2025, 03:28 PM
ওপেনিংয়ে শান্ত
সৌম্য সরকারকে বাদ দেওয়ার পর তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামলেন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে প্রায় ২৭ মাস ও ৩৪ ম্যাচ পর ইনিংস সূচনা করলেন বাংলাদেশ অধিনায়ক।
তিন সংস্করণ মিলিয়ে শান্তকে সবশেষ ওপেনিংয়ে দেখা গিয়েছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে।
24 Feb 2025, 03:11 PM
নিউ জিল্যান্ড দলেও ২ পরিবর্তন
পাকিস্তানকে হারানো ম্যাচের একাদশে দুটি পরিবর্তন করেছে নিউ জিল্যান্ড। ন্যাথান স্মিথের পরিবর্তে আনা হয়েছে কাইল জেমিসনকে। আর অসুস্থ হয়ে পড়া ড্যারেল মিচেলের জায়গায় ফিরেছেন রাচিন রাভিন্দ্রা।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, রাচিন রাভিন্দ্রা, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ও’রোক।
24 Feb 2025, 03:03 PM
একাদশে ফিরলেন মাহমুদউল্লাহ-নাহিদ
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ একাদশে জোড়া পরিবর্তন করল। চোট কাটিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। আর প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সুযোগ পেলেন গতিময় পেসার নাহিদ রানা। তাদের সুযোগ করে দিতে জায়গা হারালেন সৌম্য সরকার ও তানজিম হাসান।
ফলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন অনিবার্য। তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। অথবা চমক দিয়ে মেহেদী হাসান মিরাজকেও নামাতে পারে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো এবারও দুই স্পিনারের সঙ্গে তিন পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। দলের প্রয়োজনে অফ স্পিনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
24 Feb 2025, 02:47 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টস জিতলেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। জিতলেই সেমি-ফাইনাল এই সমীকারণের সামনে দাঁড়িয়ে তিনি নিলেন ফিল্ডিং। ভারত ম্যাচের মতো এবারও আগে ব্যাটিং করতে হবে নাজমুল হাসান শান্তর দলকে।
শান্ত বলেছেন, টস জিতলে তিনি আগে ফিল্ডিং নিতেন। তাই টসের সিদ্ধান্তে কিছুটা হলেও ধাক্কা খেল বাংলাদেশ। স্যান্টনারের আশা, ম্যাচের পরের অংশে শিশির পড়তে পারে। সেক্ষেত্রে রান তাড়ায় সহায়তা পাওয়ার আশা তাদের।
24 Feb 2025, 02:44 PM
মুখোমুখি দেখায় এগিয়ে নিউ জিল্যান্ড
ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে নিউ জিল্যান্ড। দুই দলের ৪৬ দেখায় ১১ ম্যাচ জিতেছে বাংলাদেশ। পরিত্যক্ত হয়েছে একটি। বাকি ৩২ ম্যাচেই জয়ী কিউইরা।
২০২৩ সালের ডিসেম্বরে দুই দলের সবশেষ সাক্ষাতে অবশ্য জিতেছিল বাংলাদেশ। তবে সব মিলিয়ে দুই দলের সবশেষ ১৪ ম্যাচে বাংলাদেশের জয় ওই একটিই।
বাংলাদেশ অবশ্য প্রেরণা খুঁজে নিতে পারে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। কার্ডিফে ওই ম্যাচে ২৬৬ রানের লক্ষ্যে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারালেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর রেকর্ড জুটিতে অনেক দিন মনে রাখার মতো জয় পায় বাংলাদেশ।
24 Feb 2025, 02:13 PM
টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের কিউই চ্যালেঞ্জ
ভারতের কাছে পরাজয়ের যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই 'নক-আউট' অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে নাজমুল হোসেন শান্তর। জিতলে টিকবে থাকবে সেমি-ফাইনাল খেলা ও শিরোপা জেতার বড় স্বপ্ন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে দুপুর ৩টায় শুরু হবে বাংলাদেশের খেলা।
পাকিস্তানের মাঠে খেলা টানা চার ম্যাচ জিতে দারুণ ছন্দে নিউ জিল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৬০ রানে হারিয়ে যাত্রা শুরু তাদের। এবার বাংলাদেশকে হারাতে পারলে ভারতকে সঙ্গে নিয়ে সেমি-ফাইনালে উঠে যাবে কিউইরা।
কঠিন চ্যালেঞ্জের ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটের আশা করছে বাংলাদেশ। প্রধান কোচ ফিল সিমন্স দলের কাছে তিনশর বেশি রানের চাওয়াও জানিয়ে রেখেছেন। টুর্নামেন্টে টিকে থাকতে ব্যাটসম্যানদের বড় রানের পাশাপাশি বোলারদেরও রাখতে হবে সামর্থ্যের ছাপ।